নাগপুরে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে দলের জন্য বিরাট-মন্ত্র শুনিয়ে রাখলেন ক্যাপ্টেন কোহালি। আগ্রাসী ক্রিকেট। এই ‘আগ্রাসী ক্রিকেটই’ দক্ষিণ আফ্রিকা সফরে দলের ক্রিকেটারদের কাছ থেকে চান বিরাট কোহালি।
দক্ষিণ আফ্রিকা সফরের আগে নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়ের রেকর্ড সোমবার স্পর্শ করল ভারত। শ্রীলঙ্কাকে এক ইনিংস এবং ২৩৯ রানে হারিয়ে। এর আগে ঠিক একই ফলে ২০০৭ সালে মিরপুরে বাংলাদেশকে হারিয়েছিল ভারত। যে দলের অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। এত দিন এটাই ছিল টেস্ট ক্রিকেটে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। যা ছুঁয়ে ফেলল বিরাট কোহালির ভারত।
মুরলী বিজয়, চেতেশ্বর পূজারা, রোহিত শর্মার সেঞ্চুরি। আর.অশ্বিনের (৪-৬৩) তিনশো টেস্ট উইকেট। সব কিছুই ছিল এই টেস্টে। কিন্তু সব ছাপিয়ে বড় হয়ে থাকল কোহালির ডাবল সেঞ্চুরি। শুধু বড় স্কোরের জন্যই নয়, স্লো পিচে যে গতিতে ভারত অধিনায়ক রান তুলেছেন, সম্ভবত সেটা মাথায় রেখেই তাঁকে ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয়েছে। নিজের ইনিংস নিয়ে কোহালি বলছেন, ‘‘আমি যে ভাবে ব্যাট করি, সে ভাবেই ব্যাট করে গিয়েছি। দ্রুত স্ট্রাইক বদলে, যত তাড়াতাড়ি সম্ভব রান করতে চেয়েছি। যাতে আমার বোলারদের কাছে সময় থাকে বিপক্ষকে আউট করার।’’ এর পরেই কোহালি যোগ করেছেন, ‘‘দক্ষিণ আফ্রিকায় আমাদের এই মানসিকতাটাই দেখাতে হবে। তাই সে রকম ভাবেই খেলার চেষ্টা করেছি।’’