রেকর্ড ভাঙাগড়ার মধ্যে দিয়ে ইতিমধ্যেই দেশ-বিদেশের ক্রিকেট বিশেষজ্ঞদের আলোচনার বিষয়ে হয়ে উঠেছেন বিরাট কোহালি। ইতিমধ্যেই তাঁর সঙ্গে তুলনা শুরু হয়ে গিয়েছে সচিন তেন্ডুলকরেরও।
যে ফর্মে বিরাট খেলছেন তাতে অনেকেই মনে করছেন অদূর ভবিষ্যতে সচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন তিনি।
তবে এই বিষয়ে মতভেদ থাকলেও বীরেন্দ্র সহবাগ মনে করেন অন্ততপক্ষে ওডিআই ক্রিকেটে সচিনের সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতেই পারেন বিরাট। তবে নিজে মুখে এই কথা বলেননি বীরু। টুইটারে এক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।
এক সমর্থক টুইট করে নজফগড়ের নবাবকে জিজ্ঞাসা করেন, “নিজের ক্রিকেট কেরিয়ারে শেষ পর্যন্ত কতগুলি ওয়ান ডে সেঞ্চুরি করতে পারবেন বিরাট?” জবাবে বেশি না ভেবেই সহবাগ জানিয়ে দেন ৬২টি।
আরও পড়ুন: বিদেশের মাঠে ভারতের এই দাদাগিরির রেকর্ড চমকে দেবে আপনাকেও
আরও পড়ুন: ‘ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সেরা বিরাট’
— Virender Sehwag (@virendersehwag) February 16, 2018