ঘরের মাঠে ধারাবাহিকতা দেখালেও বিদেশের বাউন্সি উইকেটে ফের বিপর্যস্ত টিম ইন্ডিয়া। উঠে গিয়েছে কোহালির দল নির্বাচন এবং নেতৃত্বের দক্ষতা নিয়েও প্রশ্ন। অধিনায়ক কোহালি সম্পর্কে প্রশ্ন তুলেছেন গ্রেম স্মিথের মতো প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক।
এ বার কোহালির অধিনাকত্বের ভুল নিয়ে প্রশ্ন তুললেন বীরেন্দ্র সহবাগ। ভারতের এই প্রাক্তন ওপেনারের দাবি, দলে এমন কোনও ক্রিকেটার নেই যে মাঠের মধ্যে বিরাটকে ওর ভুলগুলি দেখিয়ে দিতে পারে। ইন্ডিয়া টিভিকে তিনি বলেন, “প্রত্যেকটি দলেই চার-পাঁচ জন এমন ক্রিকেটার আছে যারা অধিনায়ককে পরামর্শ দিতে পারে। কিন্তু, বর্তমান ভারতীয় দলে আমি সেই রকম কোনও ক্রিকেটারকে দেখতে পাচ্ছি না।”
দল নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, “ড্রেসিংরুমেও এমন কোনও প্লেয়ার নেই যে কোহালির দল নির্বাচনের সিদ্ধান্তকে বদলাতে পারে।”