টুইটারে তাঁরা সবসময়ই সক্রিয়, ভারতের খেলা হোক বা দেশের রাজনৈতিক বিষয় সব ক্ষেত্রেই নিজেদের মত জানিয়ে এসেছেন ভারতীয় ক্রিকেট দলের দুই প্রাক্তন বীরেন্দ্র সহবাগ এবং মহম্মদ কাইফ।
আরও খবর: নিজের বায়োপিকের কথা মোদীকে জানিয়ে এলেন সচিন
দেশ ও দেশের বাইরে আলোচ্য বিষয়বস্তুর কেন্দ্রে এখন কুলভূষণ যাদব। কুলভূষণকে কেন্দ্র করে ভারতপাকিস্তানের মধ্যে টানাপড়েনও চরমে। পাক সেনা আদালতে পাকিস্তানের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে গতকালই স্থগিতাদেশ দেয় আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক মঞ্চে ভারতের জয়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে উপচে পড়ে মতামতের ঝড়।
ব্যতিক্রম ছিলেন না ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার বীরু ও কাইফ। সহবাগ তাঁর টুইটার হ্যান্ডলে লেখেন “সত্যমেব জয়তে” এবং কাইফ লেখেন “অভিনন্দন ভারত! আন্তর্জাতিক আদালতকে ধন্যবাদ। সত্যের জয় হল।” আর এর পরই এই দুই কিংবদন্তী ক্রিকেটারের টুইটার হ্যান্ডলে উপচে পরে একের পর এক তির্যক মন্তব্য। বীরুর টুইটকে ব্যঙ্গ করে একজন লেখেন “তোমাদের কি বুদ্ধি কম? আইসিজে তার রায় এখনও জানায়নি। আর যেই রায়ই আসুক কুলভূষণকে ফাঁসি দেওয়া হবেই।” এই মন্তব্যের কড়া ভাষায় জবাব দেন বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। বলেন “এটা তোমার স্বপ্ন। যেমন ভারতকে ওয়ার্ল্ড কাপে হারানোর স্বপ্ন দেখ তোমরা। কুকুর পোষো বিড়াল পোষো কিন্তু ভ্রান্ত ধারণার পোষণ কোরো না।”
এই ভাবে না হলেও তির্যক মন্তব্যের স্বীকার হন কাইফও। ব্যক্তিগত ভাবে আক্রমণ করে এক ভারত বিরোধী বলেন “দয়া করে তোমার নামের আগে থাকা মহম্মদ কথাটা আগে বাদ দাও।” এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই ব্যাঙ্গ করে রিটুইট করেন কাইফ। বলেন “ওয়াও! যদি আমি ভারতের জয়কে সমর্থন করি তা হলে আমায় মহম্মদ ত্যাগ করতে হবে! আমি আমার নামে গর্বিত।”
Wow ! If I support India's victory , I should remove Mohammad. I am proud of my name. Aamir means "full of life" , you need to get one. https://t.co/eJrAqNioA2
— Mohammad Kaif (@MohammadKaif) May 18, 2017
দেশ ও দেশের বাইরে আলোচ্য বিষয়বস্তুর কেন্দ্রে এখন কুলভূষণ যাদব। কুলভূষণকে কেন্দ্র করে ভারতপাকিস্তানের মধ্যে টানাপড়েনও চরমে। পাক সেনা আদালতে পাকিস্তানের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে গতকালই স্থগিতাদেশ দেয় আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক মঞ্চে ভারতের জয়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে উপচে পড়ে মতামতের ঝড়।
দেশ ও দেশের বাইরে আলোচ্য বিষয়বস্তুর কেন্দ্রে এখন কুলভূষণ যাদব। কুলভূষণকে কেন্দ্র করে ভারতপাকিস্তানের মধ্যে টানাপড়েনও চরমে। পাক সেনা আদালতে পাকিস্তানের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে গতকালই স্থগিতাদেশ দেয় আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক মঞ্চে ভারতের জয়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে উপচে পড়ে মতামতের ঝড়।
ব্যতিক্রম ছিলেন না ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার বীরু ও কাইফ। সহবাগ তাঁর টুইটার হ্যান্ডলে লেখেন “সত্যমেব জয়তে” এবং কাইফ লেখেন “অভিনন্দন ভারত! আন্তর্জাতিক আদালতকে ধন্যবাদ। সত্যের জয় হল।” আর এর পরই এই দুই কিংবদন্তী ক্রিকেটারের টুইটার হ্যান্ডলে উপচে পরে একের পর এক তির্যক মন্তব্য। বীরুর টুইটকে ব্যঙ্গ করে একজন লেখেন “তোমাদের কি বুদ্ধি কম? আইসিজে তার রায় এখনও জানায়নি। আর যেই রায়ই আসুক কুলভূষণকে ফাঁসি দেওয়া হবেই।” এই মন্তব্যের কড়া ভাষায় জবাব দেন বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। বলেন “এটা তোমার স্বপ্ন। যেমন ভারতকে ওয়ার্ল্ড কাপে হারানোর স্বপ্ন দেখ তোমরা। কুকুর পোষো বিড়াল পোষো কিন্তু ভ্রান্ত ধারণার পোষণ কোরো না।”
এই ভাবে না হলেও তির্যক মন্তব্যের স্বীকার হন কাইফও। ব্যক্তিগত ভাবে আক্রমণ করে এক ভারত বিরোধী বলেন “দয়া করে তোমার নামের আগে থাকা মহম্মদ কথাটা আগে বাদ দাও।” এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই ব্যাঙ্গ করে রিটুইট করেন কাইফ। বলেন “ওয়াও! যদি আমি ভারতের জয়কে সমর্থন করি তা হলে আমায় মহম্মদ ত্যাগ করতে হবে! আমি আমার নামে গর্বিত।”
দেশ ও দেশের বাইরে আলোচ্য বিষয়বস্তুর কেন্দ্রে এখন কুলভূষণ যাদব। কুলভূষণকে কেন্দ্র করে ভারতপাকিস্তানের মধ্যে টানাপড়েনও চরমে। পাক সেনা আদালতে পাকিস্তানের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে গতকালই স্থগিতাদেশ দেয় আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক মঞ্চে ভারতের জয়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে উপচে পড়ে মতামতের ঝড়।
ব্যতিক্রম ছিলেন না ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার বীরু ও কাইফ। সহবাগ তাঁর টুইটার হ্যান্ডলে লেখেন “সত্যমেব জয়তে” এবং কাইফ লেখেন “অভিনন্দন ভারত! আন্তর্জাতিক আদালতকে ধন্যবাদ। সত্যের জয় হল।” আর এর পরই এই দুই কিংবদন্তী ক্রিকেটারের টুইটার হ্যান্ডলে উপচে পরে একের পর এক তির্যক মন্তব্য। বীরুর টুইটকে ব্যঙ্গ করে একজন লেখেন “তোমাদের কি বুদ্ধি কম? আইসিজে তার রায় এখনও জানায়নি। আর যেই রায়ই আসুক কুলভূষণকে ফাঁসি দেওয়া হবেই।” এই মন্তব্যের কড়া ভাষায় জবাব দেন বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। বলেন “এটা তোমার স্বপ্ন। যেমন ভারতকে ওয়ার্ল্ড কাপে হারানোর স্বপ্ন দেখ তোমরা। কুকুর পোষো বিড়াল পোষো কিন্তু ভ্রান্ত ধারণার পোষণ কোরো না।”
এই ভাবে না হলেও তির্যক মন্তব্যের স্বীকার হন কাইফও। ব্যক্তিগত ভাবে আক্রমণ করে এক ভারত বিরোধী বলেন “দয়া করে তোমার নামের আগে থাকা মহম্মদ কথাটা আগে বাদ দাও।” এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই ব্যাঙ্গ করে রিটুইট করেন কাইফ। বলেন “ওয়াও! যদি আমি ভারতের জয়কে সমর্থন করি তা হলে আমায় মহম্মদ ত্যাগ করতে হবে! আমি আমার নামে গর্বিত।”
দেশ ও দেশের বাইরে আলোচ্য বিষয়বস্তুর কেন্দ্রে এখন কুলভূষণ যাদব। কুলভূষণকে কেন্দ্র করে ভারতপাকিস্তানের মধ্যে টানাপড়েনও চরমে। পাক সেনা আদালতে পাকিস্তানের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে গতকালই স্থগিতাদেশ দেয় আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক মঞ্চে ভারতের জয়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে উপচে পড়ে মতামতের ঝড়।
ব্যতিক্রম ছিলেন না ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার বীরু ও কাইফ। সহবাগ তাঁর টুইটার হ্যান্ডলে লেখেন “সত্যমেব জয়তে” এবং কাইফ লেখেন “অভিনন্দন ভারত! আন্তর্জাতিক আদালতকে ধন্যবাদ। সত্যের জয় হল।” আর এর পরই এই দুই কিংবদন্তী ক্রিকেটারের টুইটার হ্যান্ডলে উপচে পরে একের পর এক তির্যক মন্তব্য। বীরুর টুইটকে ব্যঙ্গ করে একজন লেখেন “তোমাদের কি বুদ্ধি কম? আইসিজে তার রায় এখনও জানায়নি। আর যেই রায়ই আসুক কুলভূষণকে ফাঁসি দেওয়া হবেই।” এই মন্তব্যের কড়া ভাষায় জবাব দেন বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। বলেন “এটা তোমার স্বপ্ন। যেমন ভারতকে ওয়ার্ল্ড কাপে হারানোর স্বপ্ন দেখ তোমরা। কুকুর পোষো বিড়াল পোষো কিন্তু ভ্রান্ত ধারণার পোষণ কোরো না।”
এই ভাবে না হলেও তির্যক মন্তব্যের স্বীকার হন কাইফও। ব্যক্তিগত ভাবে আক্রমণ করে এক ভারত বিরোধী বলেন “দয়া করে তোমার নামের আগে থাকা মহম্মদ কথাটা আগে বাদ দাও।” এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই ব্যাঙ্গ করে রিটুইট করেন কাইফ। বলেন “ওয়াও! যদি আমি ভারতের জয়কে সমর্থন করি তা হলে আমায় মহম্মদ ত্যাগ করতে হবে! আমি আমার নামে গর্বিত।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy