Advertisement
০৩ মে ২০২৪

ঋদ্ধিদের বিশেষ প্র্যাকটিসে লক্ষ্মণ

ইরানি ট্রফিতে ডাবল সেঞ্চুরি করে অবশিষ্ট ভারতকে জেতানোর দিন কয়েকের মধ্যেই নতুন যুদ্ধে নেমে পড়লেন ঋদ্ধিমান সাহা। আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার হয়ে ভাল করার লক্ষ্যে।

লক্ষ্মণের ক্লাসে ঋদ্ধি-মনোজ। শুক্রবার।-উৎপল সরকার

লক্ষ্মণের ক্লাসে ঋদ্ধি-মনোজ। শুক্রবার।-উৎপল সরকার

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৭ ০৩:৫২
Share: Save:

ইরানি ট্রফিতে ডাবল সেঞ্চুরি করে অবশিষ্ট ভারতকে জেতানোর দিন কয়েকের মধ্যেই নতুন যুদ্ধে নেমে পড়লেন ঋদ্ধিমান সাহা। আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার হয়ে ভাল করার লক্ষ্যে।

শুক্রবার ভিডিওকন মাঠে বাংলার অনুশীলনে নেমে পড়েন ঋদ্ধিমান। বাংলার ক্রিকেটারদের ভাগ-ভাগ করে ম্যাচ সিচুয়েশনে যেখানে প্র্যাকটিস করানো হয়। মানে, দু’জন করে ব্যাটসম্যানের সামনে নির্দিষ্ট ওভারে নির্দিষ্ট টার্গেট ছুড়ে দেওয়া। ঋদ্ধিমানের পার্টনার ছিলেন বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারি। এবং পুরোটাই হয় ‘ভিশন ২০২০’ ব্যাটিং কোচ ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানে।

পরে লক্ষ্মণকে ইরানিতে ঋদ্ধির পারফরম্যান্স নিয়ে জিজ্ঞাসা করা হয়। জানতে চাওয়া হয়, টেকনিকে কোনও পরিবর্তন ঘটিয়েই সফল হয়েছেন কি না ঋদ্ধি? লক্ষ্মণ সরাসরি কারও নাম করতে চাননি। বলে দেন, ‘‘বাংলা ক্রিকেটে প্রচুর প্রতিভা এখন। ঋদ্ধিমান, মনোজ, দিন্দা, প্রজ্ঞান প্রত্যেকেই ফর্মে। তা ছাড়া অনূর্ধ্ব উনিশ টিমটাও দারুণ খেলেছে। জুনিয়র টিমের সাফল্য সিনিয়র টিমকেও সাহায্য করে।’’ সঙ্গে ভিভিএস যোগ করেন, ‘‘সামনেই মুস্তাক আলি ট্রফি। নতুন ফর্ম্যাটে খেলা হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়ে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

VVS Laxman Bengal practice
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE