যে অধিনায়কদের নেতৃত্বে খেলেছেন, তাঁদের মধ্যে সেরা সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর জানালেন এ কথা।
সচিন তেন্ডুলকরের নেতৃত্বে টেস্টে অভিষেক হয়েছিল জাফরের। ৩১ টেস্ট ও দুই ওয়ানডে খেলেছেন তিনি। এর মধ্যে ১৫ টেস্ট তিনি খেলেছেন রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে। ২০০৮ সালে কেরিয়ারের শেষ টেস্ট খেলেন মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। সৌরভের নেতৃত্বে তিনি খেলেছেন পাঁচ টেস্ট। এই পাঁচ টেস্টের সাত ইনিংসে তিনি করেছিলেন ১৪৯ রান। তার মধ্যে সর্বাধিক ৮৬। যা এসেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তবে নিজে ব্যর্থ হলেও সৌরভের নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন জাফর। বলেছেন, ২০০০ সালে ম্যাচ-গড়াপেটার অভিযোগে নড়ে যাওয়া বিশ্বাসের অশান্ত সময়ে সৌরভই গড়ে তুলেছিলেন ভারতীয় দল।
আরও পড়ুন: নাইট রাইডার্সের নেতৃত্ব থেকে সৌরভকে সরিয়ে দিতে চেয়েছিলেন বুকানন!