Advertisement
১০ মে ২০২৪

চিনে সই করতে পারেন রুনি

সোমবার থেকে চিনে দলবদল শুরু হচ্ছে। শোনা যাচ্ছে যে দিকে তাকিয়ে শুধু রুনি নন, দিয়েগো কোস্তা এবং পিয়ের-এমেরিক অবামেয়াংয়ের মতো তারকা ফুটবলাররাও। জানুয়ারি-ফেব্রুয়ারিতে দলবদলের সময় রেকর্ড পরিমাণ অর্থ ঢালতে দেখা গিয়েছিল চিনের ক্লাবগুলিকে।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জুন ২০১৭ ০৩:৫৯
Share: Save:

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ভবিষ্যত কী ওয়েন রুনির কেউই বলতে পারছেন না এখন। ম্যানেজার জোসে মোরিনহো যে তাঁর ক্যাপ্টেনকে সব ম্যাচে নামাবেন সেটাও নিশ্চিত নয়। এই অবস্থায় ইংরেজ তারকার চিনের ক্লাবে সই করার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে।

সোমবার থেকে চিনে দলবদল শুরু হচ্ছে। শোনা যাচ্ছে যে দিকে তাকিয়ে শুধু রুনি নন, দিয়েগো কোস্তা এবং পিয়ের-এমেরিক অবামেয়াংয়ের মতো তারকা ফুটবলাররাও। জানুয়ারি-ফেব্রুয়ারিতে দলবদলের সময় রেকর্ড পরিমাণ অর্থ ঢালতে দেখা গিয়েছিল চিনের ক্লাবগুলিকে। সব মিলিয়ে ৩৮৮ মিলিয়ন ইউরো খরচ করেছিল তারা। হইচই পড়ে গিয়েছিল ব্রাজিলের অস্কার সাংহাই এসআইপিজি-তে ৬০ মিলিয়ন ইউরোয় সই করার পরে। আর্জেন্তিনার কার্লোস তেভেজও চিনের ক্লাবে সই করেন রেকর্ড অর্থে।

তবে চিনের ক্লাবের ফের রেকর্ড অর্থ খরচ করার সম্ভাবনা এ বার কম। কেন না চিনা ফুটবল অ্যাসোসিয়েশন এই লাগাম ছাড়া অর্থ ব্যয় নিয়ন্ত্রণে আনতে নতুন নিয়ম-কানুন চালু করেছে। যার মধ্যে ট্রান্সফার ফি-তে একশো শতাংশ কর চাপানোও রয়েছে। ফলে বিরাট পরিমাণ অর্থ খরচ করার আগে দু’বার ভাবতে হবে এখন ক্লাবগুলিকে। নিয়ম করা হয়েছে, আগামী বছর থেকে বিদেশি ফুটবলারদের মতো একই সংখ্যায় চিনের অনূর্ধ্ব-২৩ ফুটবলার দলে রাখতে হবে।

তাই সোমবার থেকে দলবদল শুরু হলেও সতর্ক ভাবে পা ফেলার সম্ভাবনা চিনের ক্লাবগুলির। তাদের নজরে থাকতে পারেন ওয়েন রুনির মতো ফুটবলাররা। যাঁদের ফুটবল কেরিয়ার প্রায় শেষের দিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Wayne Rooney ওয়েন রুনি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE