Advertisement
১৪ অক্টোবর ২০২৪

ফাইনালে জিতলেও সেরা ম্যাচটা খেলিনি, মত দ্রাবিড়ের

বিশ্বকাপ নিয়ে সোমবার দুপুরেই মুম্বইয়ের ছত্রপতি শিবাজী  আন্তর্জাতিক বিমানবন্দরে নামে পৃথ্বী শ-সহ ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা।

চাণক্য: দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি কোচ দ্রাবিড়।  ছবি: এএফপি

চাণক্য: দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি কোচ দ্রাবিড়।  ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:২৩
Share: Save:

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও পৃথ্বী শ-এর দলকে আত্মতুষ্টিতে ভুগতে দিতে নারাজ কোচ রাহুল দ্রাবিড়। বিশ্বকাপ নিয়ে ভারতের মাটিতে পা দিয়েই অনূর্ধ্ব-১৯ দলের তারকা কোচ দ্রাবিড় বলে দিলেন, ‘‘আমরা চ্যাম্পিয়ন হলেও ফাইনালে কিন্তু সেরা ম্যাচটা খেলতে পারিনি। ছেলেদের সেটা মনে রাখতে হবে।’’

বিশ্বকাপ নিয়ে সোমবার দুপুরেই মুম্বইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে পৃথ্বী শ-সহ ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা। ঘড়ির কাঁটায় তখন সাড়ে তিনটে। সঙ্গে ছিলেন কোচ রাহুল দ্রাবিড়, বোলিং কোচ পরশ মামরে এবং অন্য সহকারী কোচরা। বিমানবন্দরেই পৃথ্বী-সহ গোটা দলকে সংবর্ধনা জানাতে হাজির ছিলেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)-এর কর্তাব্যক্তিরা।

পরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় উপলক্ষ্যে ভারতের মাটিতে প্রথম সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন, ‘‘ভাল লাগছে আমাদের ছেলেরা বিশ্ব সেরার পদক গলায় ঝুলিয়ে বসে আছে। কিন্তু ওদের মাথায় রাখতে হবে বিশ্বকাপ জিতলেও সেরা ম্যাচটা কিন্তু ফাইনালে খেলা হয়নি।’’

আরও পড়ুন: বিরাট হারার কথা ভাবেই না, বলে দিচ্ছেন অশ্বিন

পৃথ্বী শ, ঈশান পোড়েল-দের সতর্ক করে দিয়ে সাংবাদিক সম্মেলনেই দ্রাবিড় বলেন, ‘‘এই অভ্যর্থনার অভিজ্ঞতা দারুণ। দেখতে ভাল লাগছে যে ছেলেরা প্রচারমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছে। আগামী দিনে এই সব অভিজ্ঞতাই কাজে লাগবে ওদের। কিন্তু মনে রাখতে হবে আসল লড়াই কিন্তু এ বার শুরু। বিশ্বকাপ জেতার রাতেই এটা বলে দিয়েছি দলের সবাইকে।’’

প্রত্যাবর্তন: ঘরে ফিরলেন বিশ্ব চ্যাম্পিয়নরা। সোমবার মুম্বইয়ে ট্রফি হাতে অধিনায়ক পৃথ্বী শ-এর সঙ্গে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারেরা। ছবি: এএফপি

প্রাক্তন ভারত অধিনায়ক সঙ্গে আরও বলে দেন, ‘‘২০১২ সালেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলাম আমরা। কিন্তু সেই দল থেকে মাত্র এক জন ক্রিকেটার সিনিয়র দলের হয়ে কিছু ম্যাচ খেলেছে। কাজেই দেশের হয়ে খেলতে গেলে আরও কঠোর পরিশ্রম করতে হবে।’’

দ্রাবিড়ের কথায়, ‘‘গত ১৫-১৬ মাস ধরে একটা বিশেষ পদ্ধতির মধ্য দিয়ে যাচ্ছিলাম আমরা। ছেলেদের তৈরি করার জন্য সেই পরিকল্পনা এবং প্রস্তুতি সফল হয়েছে। ছেলেদের পারফরম্যান্স ক্ষুরধার করতে তা চালিয়ে যেতে হবে আগামী দিনেও।’’ প্রাক্তন ভারত অধিনায়ক সঙ্গে জুড়ে দেন, ‘‘ছেলেদের একটা দারুণ অভিজ্ঞতা হল, যা ওরা সারা জীবন মনে রাখবে। বিদেশের মাটিতে বিশাল সংখ্যক দর্শকের সামনে খেলা। সে খেলা আবার টিভিতে দেখাচ্ছে। সঙ্গে চাপ কাটিয়ে টুর্নামেন্ট জিতে ঘরে ফেরা। এটা একটা সত্যিই দারুণ অভিজ্ঞতা। যা কাজে লাগবে আগামী দিনে।’’

তবে একই সঙ্গে এ দিন দ্রাবিড় পরামর্শও দিয়েছেন ঈশান পোড়েল-দের জন্য। তাঁর কথায়, ‘‘অনূর্ধ্ব-১৯ স্তরে বিশ্ব সেরা হওয়ার পরে এই ছেলেদের উচিত প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলা। এগিয়ে যেতে হলে এটাই রাস্তা। কারণ সিনিয়র ভারতীয় দলে খেলার রাস্তাটা সহজ নয়। প্রথম শ্রেণীর ক্রিকেটে ভাল খেলতে পারলে তবেই কিন্তু খুলবে জাতীয় দলের দরজা। যদিও এর পরে ওরা কী করবে সেটা ওদের সিদ্ধান্ত।’’

সাংবাদিক সম্মেলনে এ দিন প্রশ্ন ওঠে পাকিস্তান ম্যাচের ঝকঝকে জয় নিয়েও। যে প্রসঙ্গে দ্রাবিড় বলছেন, ‘‘ছেলেরা এর আগে দু’বার এশিয়া কাপ খেলেছে। কিন্তু পাকিস্তান ম্যাচের চাপ কতটা সে সম্পর্কে ওদের কোনও ধারণা ছিল না। আমি খুশি, ওই চাপের ম্যাচটাও আর চার-পাঁচটা ম্যাচের মতোই নিয়েছিল ওরা।’’

এসেছে আইপিএল প্রসঙ্গও। যে প্রসঙ্গে দ্রাবিড় জানিয়েছেন তাঁর অস্বস্তির কথা। বলেন, ‘‘আইপিএল নিলামের ওই সময়টায় বেশ চিন্তায় ছিলাম। আশঙ্কা হতো ছেলেগুলোর ফোকাস না সরে যায়। কিন্তু কাপ জিততে এই ছেলেরা এতটাই একাগ্র ছিল যে নিলাম শেষ হতেই ফের বিশ্বকাপে মনোনিবেশ করে ফেলেছিল।’’

দলের অধিনায়ক পৃথ্বী শ-ও বলেন, ‘‘বিরার থেকে উঠে এসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় মোটেও সহজ ছিল না। এই অসাধ্য সাধনের জন্য পুরো কৃতিত্ব দেব আমার বাবাকে। উনি আমাকে খেলার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। গত দু’তিন বছর টানা পরিশ্রম করে গিয়েছি অনূর্ধ্ব-১৯ দলে খেলার জন্য।’’

ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সঙ্গে জুড়ে দেন, ‘‘স্কুল ক্রিকেটের কোচ থেকে আজকের দিনে রাহুল দ্রাবিড় স্যার—এদের সকলের থেকে পাওয়া শিক্ষাই অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করেছে। আর তা কাজে লাগিয়েই ফারাক গড়া গিয়েছে। স্কুল ক্রিকেট থেকে রঞ্জি ট্রফি—সব জায়গাতেই রান পেয়েছি। কিন্তু দেশের জার্সি গায়ে সাফল্যের স্বাদই আলাদা।’’

অন্য বিষয়গুলি:

Rahul Dravid ICC U19 World Cup Cricket Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE