Advertisement
০৭ মে ২০২৪

শেষ ওভারে ক্যারিবিয়ান ক্যালিপসো, ওয়েস্ট ইন্ডিজের দ্বিমুকুট

শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের তখন জিততে হলে দরকার ১৯ রান। ইংল্যান্ডের হয়ে বল করতে এলেন বেন স্টোকস। প্রথম বল যখন গ্যালারিতে গিয়ে মানুষের ভিড়ে মিশে গেল তখনও আসা ছিল ইং‌ল্যান্ডের। এক ওভারে ১৯ রানটা সহজ ছিল না। কিন্তু সব হিসেব বদলে দিল একা ব্রেথওয়েটের ব্যাট। ১০ বলে ৩৪ রান করে ক্যারিবিয়ানদের দ্বিতীয় বিশ্বকাপ এনে দিলেন তিনি।

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৬ ১৯:০০
Share: Save:

শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের তখন জিততে হলে দরকার ১৯ রান। ইংল্যান্ডের হয়ে বল করতে এলেন বেন স্টোকস। প্রথম বল যখন গ্যালারিতে গিয়ে মানুষের ভিড়ে মিশে গেল তখনও আসা ছিল ইং‌ল্যান্ডের। এক ওভারে ১৯ রানটা সহজ ছিল না। কিন্তু সব হিসেব বদলে দিল একা ব্রেথওয়েটের ব্যাট। ১০ বলে ৩৪ রান করে ক্যারিবিয়ানদের দ্বিতীয় বিশ্বকাপ এনে দিলেন তিনি। শেষ ওভারের প্রথম চার বলে চার ছক্কায় শেষ হয়ে গেল ইংল্যান্ড। তৃতীয় ছক্কার পর বলই গেল হারিয়ে। নতুন বলেও ছক্কা হাঁকালেন ব্রেথওয়েট। ততক্ষণে ইংল্যান্ডের রানকে ছুয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। জিততে দরকারা মাত্র ১ রান। সেই বলেও ছক্কা হাঁকালেন। বাউন্ডারির বাইরে তৈরিই ছিলেন গেইলরা। শেষ বল আকাশ ছুঁতেই মাঠে ঢুকে পড়ল পুরো দল। বেন স্টোকসের পুরো বিশ্বকাপের সব সাফল্য যেন মুছে গেল এক লহমায়।অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের আসল রানের কারিগর টি২০ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ও এই প্রথম দ্বিতীয়বার কোনও দল হিসেবে চ্যাম্পিয়ন হল ওয়েস্ট ইন্ডিজ।

• ছক্কা মেরে জয় এনে দিলেন সেই ব্রেথ ওয়েট।

• আবার ছক্কা। সেই ব্রেথওয়েটের।

• ৪ বলে ৭ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের।

• ব্রেথওয়েটের জোড়া ছক্কা বেন স্টোকসের।

• শেষ ওভারে জিততে হলে ওয়েস্ট ইন্ডিজের দরকার ১৯ রান।

• ১৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৩৭/৬।

• ৯ বলে ২১ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের।

• ৮৩ রানে্ ব্যাট করছেন স্যামুয়েলস।

• ১৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১২৯/৬।

• ১৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১১৮/৬।

• ১৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১১১/৬।

• উইলির বলে হেলসকে ক্যাচ দিয়ে আউট স্যামি। করলেন মাত্র২ রান।

• আউট....স্যামি।

• উইলির বলে স্টোকসকে ক্যাচ দিয়ে মাত্র ১ রান করে আউট হলেন রাসেল।

• আউট আন্দ্রে রাসেল।

• ১৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১০৪/৪।

• স্যামুয়েলসের পর পর ছক্কা প্লাঙ্কেটকে।

• হাফ সেঞ্চুরি করলেন স্যামুয়েলস।

• এই ওভারে এল ১০ রান সঙ্গে ১ উইকেট।

• ১৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৮৬/৪।

• রশিদের বলে রুটকে ক্যাচ দিয়ে ২৫ রান করে আউট হলেন ব্রাভো।

• ব্রাভো আউট...

• রশিদের বলে ছক্কা হাঁকালেন ব্রাভো।

• ৪২ বলে ওয়েস্ট ইন্ডিজের দরকার ৮০ রান। হাতে রয়েছে ৭ উইকেট।

• ১৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৭৬/৩।

• স্টোকসের বলে ব্রাভোর ক্যাচ ফেললেন বিলিংস।

• হাফ সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে স্যামুয়েলস।

• ১২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৬৭/৩।

• এই ওভারে রান এল ৮।

• ১১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৬২/৩।

• ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৫৪/৩।

• রশিদের ওভারে এল মাত্র ৪ রান।

• ৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৫০/৩।

• স্যামুয়েলস ব্যাট করছেন ৩০ রানে।

• ৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৪৩/৩।

• ৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৩৯/৩।

• প্লাঙ্কেটের বলে বাটলারকে ক্যাচ দিয়ে ২৭ রানে আউট স্যামুয়েলস।

• স্যামুয়েলস আউট...

৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৩৭/৩।

• জিততে হলে ওয়েস্ট ইন্ডিজের রান রেট দরকার ৮.৩৭। বর্তমান রান রেট ৬.১৬।

• এক ওভারে জর্ডনকে স্যামুয়েলসের বাউন্ডারির হ্যাটট্রিক।

• ৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ২১/৩।

• ব্যাট করছেন মার্লন স্যামুয়েলস ও ডোয়েন ব্রাভো।

৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৮/৩।

• ৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৩/৩।

• উইলির বলে এলবিডব্লু সিমন্স। কোনও রানই করতে পারলেন তিনি।

• সিমন্স আউট...

২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১০/২।

• ব্যাট করছেন মার্লন স্যামুয়েলস ও লেন্ডল সিমন্স।

• রুটকে স্যামুয়েলসের বাউন্ডারি।

• রুটকে বাউন্ডারি হাঁকানোর পরের বলেই আবার বাউন্ডারির লোভে বড় শট নিতে গিয়ে ক্যাচ তুলে দিলেন স্টোকসকে। ৪ রান করে ফিরলেন প্যাভেলিয়নে‌।

• গেইল আউট....

• রুটের প্রথম ওভারের প্রথম বলেই আউট চার্লস। ১ রান করে ক্যাচ তুলে দিলেন স্টোকসকে।

• ১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১/০।

• বল করছেন ডেভিড উইলি।

• ব্যাট করছেন জনসন চার্লস ও ক্রিস গেইল।

• ব্যাটিং শুরু ওয়েস্ট ইন্ডিজের।

• ২০ ওভারে ইংল্যান্ড ১৫৫/৯।

• ১৯ ওভারে ইংল্যান্ড ১৪৫/৯।

• দুরুন্ত ক্যাচ বদ্রীর। ব্রাভোর বলে ৪ রান করে ফিরলেন প্লাঙ্কেট।

• ১৮ ওভারে ইংল্যান্ড ১৩৮/৮।

• ব্রেথওয়েটের বলে চার্লসকে ক্যাচ দিয়ে ২১ রান করে আউট উইলি।

• পরের বলেই আউট উইলি।

• ব্রেথওয়েটকে উইলির বাউন্ডারি।

•১৭ ওভারে ইংল্যান্ড ১৩১/৭।

• ব্রাভোকে উইলির জোড়া ওভার বাউন্ডারি।

• ১৬ ওভারে ইংল্যান্ড ১১৭/৭।

• ১৫ ওভারে ইংল্যান্ড ১১৫/৭।

• ব্রেথওয়েটের বলে বেলনকে ক্যাচ দিয়ে আউট জো রুট।

• ৫৪ রান করে আউট জো রুট।

• ১৪ ওভারে ইংল্যান্ড ১১০/৬।

• ব্রাভোর বলে রামদিনকে ক্যাচ দিয়ে ফিরলেন মইন আলি।

• এসেই আউট মইন আলি।

• ব্রাভোর বলে সিমন্সকে ক্যাচ দিয়ে ১৩ রান করে প্যাভেলিয়নে ফিরলেন স্টোকস।

• স্টোকস আউট।

• রুটের হাফ সেঞ্চুরি।

• ১৩ ওভারে ইংল্যান্ড ১০৩/৪।

• এই ওভার থেকে এল জোড়া বাউন্ডারি। মোট ১৪ রান।

• স্যামিকে রুটের বাউন্ডারি।

• ব্যাট করতে এসে্ছেন বেন স্টোকস।

• ১২ ওভারে ইংল্যান্ড ৮৯/৪।

• ব্রেথওয়েটের বলে ব্রাভোকে ক্যাচ দিয়ে ৩৬ রান করে আউট হলেন বাটলার।

• আউট বাটলার।

• বাটলারের জোড়া ওভার বাউন্ডারির সৌজন্যে এই ওভার থেকে এল ১৬ রান।

১১ ওভারে ইংল্যান্ড ৮৩/৩।

• বেনকে বাটলারের ছক্কা।

• ১০ ওভারে ইংল্যান্ড ৬৭/৩।

• রাসেলকে রুটের বাউন্ডারি।

• ৯ ওভারে ইংল্যান্ড ৫৭/৩।

• ৮ ওভারে ইংল্যান্ড ৪৭/৩।

• বল করতে এসেছেন ব্রেথওয়েট।

• ২৬ রানে ব্যাট করছেন জো রুট ও ৯ রানে ব্যাট করছেন বাটলার।

• ৭ ওভারে ইংল্যান্ড ৪১/৩।

• এই ওভারে এল ১০ রান।

• ৬ ওভারে ইংল্যান্ড ৩৩/৩।

• ব্রাভোকে বাটলারের বাউন্ডারি।

• বল করতে এসেছেন ব্রাভো।

• ৫ ওভারে ইংল্যান্ড ২৩/৩।

• বদ্রীর মেডেন ওভার। সঙ্গে এল একটি উইকেট।

• রুটের সঙ্গে ব্যাট করতে এলেন বাটলার।

• বদ্রীর বলে গেইলকে ক্যাচ দিয়ে মাত্র ৫ রান করে আউট হলেন ইওন মর্গ্যান।

• আউট মর্গ্যান।

• এই ওভারে ইংল্যান্ড নিল ১৪ রান।

• চতুর্থ ওভারে রুটের জোড়া বাউন্ডারি ও মর্গ্যানের একটি বাউন্ডারি।

• তৃতীয় ওভারে এল মাত্র ১ রান।

• ৩ ওভারে ইংল্যান্ড ৯/১।

• ২ ওভারে ইংল্যান্ড ৮/২।

• রাসেলের বলে বদ্রীকে ক্যাচ দিয়ে মাত্র ১ রান করে প্যাভেলিয়নে ফিরলেন ওপেনার হেলস।

• অ্যালেক্স হেলস আউট।

• ১ ওভারে ইংল্যান্ড ৭/১।

• জো রুটের ব্যাট থেকে এল বাউন্ডারি।

• অ্যালেক্স হেলসের সঙ্গে ব্যাট করতে এলেন জো রুট।

• স্যামুয়েল বদ্রীর বলে বোল্ড হলেন রয়।

• দিনের দ্বিতীয় বলেই আউট জেসন রয়।

• খেলা শুরু।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।প্রথমে ব্যাট করে ১৫৫ রান তুলল ইংল্যান্ড। ইডেনের পিচে এটা নেহাতই কম রান নয়। রবিবারের সন্ধেয় গেইল ঝড় দেখতে অনেকেই ভিড় জমাবেন ইডেন গার্ডেন্সে। ইডেনে বসে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগই বা হাতছাড়া করবেন কেন? ২০১০ এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ২০১২র চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ঘিরে কিন্তু বিশ্ব ক্রিকেটে উত্তেজনা তুঙ্গে। সেই উত্তেজনার হালকা আঁচ যে এই কলকাতা শহরেও দেখা যাবে তা স্বাভাবিক।

গত ১৬ মার্চই মুম্বইয়ে টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখিতে গেইল ঝড়ে উড়ে গিয়েছিল ইংল্যান্ড। যেদিন মাত্র ৪৮ বলে সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন ক্রিস গেইল। ৬ উইকেটে সেদিন ম্যাচ জিতে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এদিকে, সবাইকে চমকে দিয়ে নিউজিল্যান্ডকে হারানো ইংল্যান্ডও কিন্তু বেগ দেবে ওয়েস্ট ইন্ডিজকে। প্রথম থেকে চ্যাম্পিয়নশিপের দৌঁড়ে না ধরা হলেও ক্রমশ উঠে এসেছে ইংল্যান্ড। এবার ইংল্যান্ডের সামনে বদলার পালা। ফাইনালে আবার লড়াইয়ে এই দুই দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

West Indies England Final wt20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE