Advertisement
২৫ এপ্রিল ২০২৪
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

‘মানকাডিং’ করে বিতর্কে ওয়েস্ট ইন্ডিজ

এক বিশ্বকাপে পাকিস্তানের আব্দুল কাদিরকে নন স্ট্রাইকার প্রান্তে ‘মানকাডিং’ করার সুযোগ পেয়েও ছেড়ে দিয়েছিলেন কোর্টনি ওয়ালশ। বল ডেলিভারির সময় ওয়ালশ দেখেছিলেন, কাদির নন স্ট্রাইকার এন্ড ছেড়ে বেরিয়ে গিয়েছেন।

চট্টগ্রাম
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:০৪
Share: Save:

এক বিশ্বকাপে পাকিস্তানের আব্দুল কাদিরকে নন স্ট্রাইকার প্রান্তে ‘মানকাডিং’ করার সুযোগ পেয়েও ছেড়ে দিয়েছিলেন কোর্টনি ওয়ালশ। বল ডেলিভারির সময় ওয়ালশ দেখেছিলেন, কাদির নন স্ট্রাইকার এন্ড ছেড়ে বেরিয়ে গিয়েছেন। কিন্তু তাও রান আউট করেননি। ওয়েস্ট ইন্ডিজেরও সেমিফাইনালে ওঠা হয়নি। বড়দের বিশ্বকাপের সেই সোনার ফ্রেমের ঐতিহ্যে কালি লাগল ঊনত্রিশ বছর পর ছোটদের বিশ্বকাপে।

মঙ্গলবার চট্টগ্রামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে একই রকম পরিস্থিতিতে ‘মানকাডিং’ করে বিতর্কে জড়িয়ে পড়ল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওভারে জেতার জন্য তিন রান প্রয়োজন ছিল জিম্বাবোয়ের। ওভারের প্রথম বল করতে আসার সময় ক্যারিবিয়ান পেসার কিমো পল বোলারের প্রান্তের বেল ফেলে দেন। জিম্বাবোয়ের ব্যাটসম্যান রিচার্ড নাগারাভাকে আউট দেন আম্পায়ার। দু’রানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ। যা নিয়ে তাই ক্রিকেট বিশ্বে বিতর্কের আগুন লেগে গিয়েছে। যা এতটাই যে ইংল্যান্ডের ওয়ান ডে দলের ক্যাপ্টেন ইওন মর্গ্যানের টুইট, ‘‘অসম্মানজনক আচরণ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজের লজ্জা হওয়া উচিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

under 19 world cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE