শিখর ধবনের নতুন নাম কি জানেন? এমনিতে তাঁর নামের কোনও শেষ নেই। একটা সময় পর্যন্ত তিনি পরিচিত ছিলেন ‘গব্বর’ নামে। আবার কেউ ডাকত ‘জাট জি’ বলে। এ বার ধবনের নতুন নাম ‘বিগ ড্যাডি ডি’। আর এই নতুন নাম দিলেন তাঁরই দুই সতীর্থ লোকেশ রাহুল ও হার্দিক পাণ্ড্য। দু’জনেই ধবনকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন এই নামেই।
আরও পড়ুন
কপিলের দশ শতাংশ হলেও ধন্য মনে করব, বলছেন হার্দিক
ফেরা হল না যুবরাজের, দলে মণীশ-শার্দূল
তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে দুরন্ত সেঞ্চুরি এসেছে ধবনের ব্যাট থেকে। অনেকদিন পর ফিরেছেন জাতীয় দলে। এসেই সফল। ১১৯ রান করে ফিরেছেন প্যাভেলিয়নে। মাঠের মধ্যে হোক বা বাইরে ধবন সবসময়ই জমিয়ে রাখেন দলকে। জুনিয়রদের কাছেও খুব ফেমাস। এই একই ইনিংসে ৮৫ রান করেন লোকেশও। সেঞ্চুরি আসে হার্দিকের ব্যাট থেকেও।
ধবনের ওপেনিং পার্টনার লোকেশ রাহুল দুটো ছবি পোস্ট করে লেখেন ‘ড্যাডি ডি তোমার ব্যাটিং খুব উপভোগ করলাম উল্টোদিক থেকে।’’ যে ছবির একটিতে দেখা যাচ্ছে রান নিচ্ছেন লোকেশ ও ধবন। অন্যটিতে সেঞ্চুরির লোকেশের উচ্ছ্বাস। পাশে দাঁড়িয়ে ধবন। একইভাবে ধবনকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন হার্দিক পাণ্ড্যও। যেখানে তিনি লিখেছেন ‘‘ড্যাডি ডি সেরা ব্যাটিং’।
Big up yourself Daddy D ✌✌ enjoyed watching you smash it like that from the other end. To many more big partnerships. 🍾 #clapyourself pic.twitter.com/UVHsLNCqBo
— K L Rahul (@klrahul11) August 12, 2017
তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে দুরন্ত সেঞ্চুরি এসেছে ধবনের ব্যাট থেকে। অনেকদিন পর ফিরেছেন জাতীয় দলে। এসেই সফল। ১১৯ রান করে ফিরেছেন প্যাভেলিয়নে। মাঠের মধ্যে হোক বা বাইরে ধবন সবসময়ই জমিয়ে রাখেন দলকে। জুনিয়রদের কাছেও খুব ফেমাস। এই একই ইনিংসে ৮৫ রান করেন লোকেশও। সেঞ্চুরি আসে হার্দিকের ব্যাট থেকেও।
তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে দুরন্ত সেঞ্চুরি এসেছে ধবনের ব্যাট থেকে। অনেকদিন পর ফিরেছেন জাতীয় দলে। এসেই সফল। ১১৯ রান করে ফিরেছেন প্যাভেলিয়নে। মাঠের মধ্যে হোক বা বাইরে ধবন সবসময়ই জমিয়ে রাখেন দলকে। জুনিয়রদের কাছেও খুব ফেমাস। এই একই ইনিংসে ৮৫ রান করেন লোকেশও। সেঞ্চুরি আসে হার্দিকের ব্যাট থেকেও।
ধবনের ওপেনিং পার্টনার লোকেশ রাহুল দুটো ছবি পোস্ট করে লেখেন ‘ড্যাডি ডি তোমার ব্যাটিং খুব উপভোগ করলাম উল্টোদিক থেকে।’’ যে ছবির একটিতে দেখা যাচ্ছে রান নিচ্ছেন লোকেশ ও ধবন। অন্যটিতে সেঞ্চুরির লোকেশের উচ্ছ্বাস। পাশে দাঁড়িয়ে ধবন। একইভাবে ধবনকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন হার্দিক পাণ্ড্যও। যেখানে তিনি লিখেছেন ‘‘ড্যাডি ডি সেরা ব্যাটিং’।