Advertisement
০৩ মে ২০২৪
Sports News

ভারতীয় দলকে শুভেচ্ছা তালিকার শীর্ষে সচিন

সচিনের পরেই রাখতে হবে তাঁরই দীর্ঘ সময়ের ওপেনিং পার্টনার বীরেন্দ্র সহবাগ। এমনিতে তিনি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অ্যাকটিভ। কাউকে শুভেচ্ছা জানানোই হোক বা কারও পিছনে লাগা বা কাউকে একহাত নেওয়া সবই তিনি করেন এই সোশ্যাল মিডিয়ায়।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের উচ্ছ্বাস। ছবি: এএফপি।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের উচ্ছ্বাস। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ জুন ২০১৭ ১৫:৩৬
Share: Save:

বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। পুরো দল যে শুভেচ্ছার জোয়াড়ে ভাসবে এটাই স্বাভাবিক। আর ভারতীয় দলকে শুভেচ্ছা জানানোর তালিকাকে এ বার নেতৃত্ব দিলেন স্বয়ং সচিন তেন্ডুলকর। টুইটারে সাধারণ মানুষরা তো মেতেইছিলেন ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে। সেই সুযোগ ছাড়লেন না ভারতীয় ক্রিকেটের একগুচ্ছ বড় নামও। সচিন লেখেন, ‘‘আমি গর্বিত। টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা।’’

আরও খবর: বাংলাদেশের বিরুদ্ধে বিরাট ফাটকায় নেপথ্যে ধোনি

সচিনের পরেই রাখতে হবে তাঁরই দীর্ঘ সময়ের ওপেনিং পার্টনার বীরেন্দ্র সহবাগ। এমনিতে তিনি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অ্যাকটিভ। কাউকে শুভেচ্ছা জানানোই হোক বা কারও পিছনে লাগা বা কাউকে একহাত নেওয়া সবই তিনি করেন এই সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি লেখেন ‘‘ঘরেরই ব্যাপার। ফাদার্স ডেতে ছেলের সঙ্গে ফাইনাল।’’

অন্যদিকে ভারতীয় টেস্ট দলের বিশ্বস্ত সেনাপতি চেতেশ্বর পূজারাও পিছিয়ে নেই এই ব্যাপারে। নিজের সতীর্থদের তিনি শুভেচ্ছা জানিয়েছেন সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। তিনি লেখেন ‘‘অসাধারন জয়। ট্রফি থেকে এক পা দূরে রয়েছে ভারত।’’

সচিনের পরেই রাখতে হবে তাঁরই দীর্ঘ সময়ের ওপেনিং পার্টনার বীরেন্দ্র সহবাগ। এমনিতে তিনি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অ্যাকটিভ। কাউকে শুভেচ্ছা জানানোই হোক বা কারও পিছনে লাগা বা কাউকে একহাত নেওয়া সবই তিনি করেন এই সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি লেখেন ‘‘ঘরেরই ব্যাপার। ফাদার্স ডেতে ছেলের সঙ্গে ফাইনাল।’’

সচিনের পরেই রাখতে হবে তাঁরই দীর্ঘ সময়ের ওপেনিং পার্টনার বীরেন্দ্র সহবাগ। এমনিতে তিনি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অ্যাকটিভ। কাউকে শুভেচ্ছা জানানোই হোক বা কারও পিছনে লাগা বা কাউকে একহাত নেওয়া সবই তিনি করেন এই সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি লেখেন ‘‘ঘরেরই ব্যাপার। ফাদার্স ডেতে ছেলের সঙ্গে ফাইনাল।’’

অন্যদিকে ভারতীয় টেস্ট দলের বিশ্বস্ত সেনাপতি চেতেশ্বর পূজারাও পিছিয়ে নেই এই ব্যাপারে। নিজের সতীর্থদের তিনি শুভেচ্ছা জানিয়েছেন সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। তিনি লেখেন ‘‘অসাধারন জয়। ট্রফি থেকে এক পা দূরে রয়েছে ভারত।’’

ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর পেসার জাহির খানও এই সুযোগ হাতছাড়া করেননি। তিনি বোলারদের কৃতিত্বকে স্যালুট করেছেন। সঙ্গে ব্যাটিংয়ের প্রশংসাও করতে ভোলেননি। তিনি লেখেন ‘‘বোলাররা আবার দারুণ খেলল সঙ্গে দেখলাম কিছু বিশ্বমানের ব্যাটিংও।’’ !! ! 👊👏 বিসিসিআই টেকনিক্যাল কমিটির সদস্য ভিভিএস লক্ষ্মণ যাঁর হাতে রয়েছে ভারতীয় দলের কোচ নির্বাচনের দায়িত্ব। তিনিও খুশি ভারতের এই সাফল্যে। শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন ‘‘এটা শুধু একটা জয় নয়। এটা ভারতীয় দলের পেশাদারিত্বের একটা উদাহরণ।’’ ফাইনালের জন্যও আগাম শুভেচ্ছা জানিয়ে রেখেছেন তিনি।

বিসিসিআই টেকনিক্যাল কমিটির সদস্য ভিভিএস লক্ষ্মণ যাঁর হাতে রয়েছে ভারতীয় দলের কোচ নির্বাচনের দায়িত্ব। তিনিও খুশি ভারতের এই সাফল্যে। শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন ‘‘এটা শুধু একটা জয় নয়। এটা ভারতীয় দলের পেশাদারিত্বের একটা উদাহরণ।’’ ফাইনালের জন্যও আগাম শুভেচ্ছা জানিয়ে রেখেছেন তিনি।

ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর পেসার জাহির খানও এই সুযোগ হাতছাড়া করেননি। তিনি বোলারদের কৃতিত্বকে স্যালুট করেছেন। সঙ্গে ব্যাটিংয়ের প্রশংসাও করতে ভোলেননি। তিনি লেখেন ‘‘বোলাররা আবার দারুণ খেলল সঙ্গে দেখলাম কিছু বিশ্বমানের ব্যাটিংও।’’ !! ! 👊👏 বিসিসিআই টেকনিক্যাল কমিটির সদস্য ভিভিএস লক্ষ্মণ যাঁর হাতে রয়েছে ভারতীয় দলের কোচ নির্বাচনের দায়িত্ব। তিনিও খুশি ভারতের এই সাফল্যে। শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন ‘‘এটা শুধু একটা জয় নয়। এটা ভারতীয় দলের পেশাদারিত্বের একটা উদাহরণ।’’ ফাইনালের জন্যও আগাম শুভেচ্ছা জানিয়ে রেখেছেন তিনি।

বিসিসিআই টেকনিক্যাল কমিটির সদস্য ভিভিএস লক্ষ্মণ যাঁর হাতে রয়েছে ভারতীয় দলের কোচ নির্বাচনের দায়িত্ব। তিনিও খুশি ভারতের এই সাফল্যে। শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন ‘‘এটা শুধু একটা জয় নয়। এটা ভারতীয় দলের পেশাদারিত্বের একটা উদাহরণ।’’ ফাইনালের জন্যও আগাম শুভেচ্ছা জানিয়ে রেখেছেন তিনি।

এই সবের মধ্যে জুড়ে গিয়েছেন শিখর ধবনও। তিনিও টুইট করেছেন নিজেদের সাফল্য নিয়ে। ব্যাট হাতে তিনি আবার ফিরে পেয়েছেন তাঁর পুরনো ফর্ম। এসেছে সেঞ্চুরি। দলের সাফল্যের সঙ্গে সঙ্গে নিজের এই ফিরে পাওয়া জায়গা তাঁকে বাড়তি আনন্দ দেবে এটাই স্বাভাবিক। তিনি লেখেন ‘‘ফাইনালের জন্য আর অপেক্ষা সহ্য হচ্ছে না।’’' ' 💪 👌 👍 !!! লোকেশ রাহুল তো একটি ভিডিই পোস্ট করে বসেছেন। যে খানে দেখা যাচ্ছে জয়ের পর বিরাট কোহালির উচ্ছ্বাস। সেই ভিডিওর সঙ্গে তিনি লেখেন ‘‘উপভোগ করলাম অসাধারণ ক্রিকেট। রবিবারের জন্য অপেক্ষা সহ্য হচ্ছে না।’’ 👌 & ' 😀

লোকেশ রাহুল তো একটি ভিডিই পোস্ট করে বসেছেন। যে খানে দেখা যাচ্ছে জয়ের পর বিরাট কোহালির উচ্ছ্বাস। সেই ভিডিওর সঙ্গে তিনি লেখেন ‘‘উপভোগ করলাম অসাধারণ ক্রিকেট। রবিবারের জন্য অপেক্ষা সহ্য হচ্ছে না।’’

এই সবের মধ্যে জুড়ে গিয়েছেন শিখর ধবনও। তিনিও টুইট করেছেন নিজেদের সাফল্য নিয়ে। ব্যাট হাতে তিনি আবার ফিরে পেয়েছেন তাঁর পুরনো ফর্ম। এসেছে সেঞ্চুরি। দলের সাফল্যের সঙ্গে সঙ্গে নিজের এই ফিরে পাওয়া জায়গা তাঁকে বাড়তি আনন্দ দেবে এটাই স্বাভাবিক। তিনি লেখেন ‘‘ফাইনালের জন্য আর অপেক্ষা সহ্য হচ্ছে না।’’' ' 💪 👌 👍 !!! লোকেশ রাহুল তো একটি ভিডিই পোস্ট করে বসেছেন। যে খানে দেখা যাচ্ছে জয়ের পর বিরাট কোহালির উচ্ছ্বাস। সেই ভিডিওর সঙ্গে তিনি লেখেন ‘‘উপভোগ করলাম অসাধারণ ক্রিকেট। রবিবারের জন্য অপেক্ষা সহ্য হচ্ছে না।’’ 👌 & ' 😀

লোকেশ রাহুল তো একটি ভিডিই পোস্ট করে বসেছেন। যে খানে দেখা যাচ্ছে জয়ের পর বিরাট কোহালির উচ্ছ্বাস। সেই ভিডিওর সঙ্গে তিনি লেখেন ‘‘উপভোগ করলাম অসাধারণ ক্রিকেট। রবিবারের জন্য অপেক্ষা সহ্য হচ্ছে না।’’

এই সবের মধ্যে জুড়ে গিয়েছেন শিখর ধবনও। তিনিও টুইট করেছেন নিজেদের সাফল্য নিয়ে। ব্যাট হাতে তিনি আবার ফিরে পেয়েছেন তাঁর পুরনো ফর্ম। এসেছে সেঞ্চুরি। দলের সাফল্যের সঙ্গে সঙ্গে নিজের এই ফিরে পাওয়া জায়গা তাঁকে বাড়তি আনন্দ দেবে এটাই স্বাভাবিক। তিনি লেখেন ‘‘ফাইনালের জন্য আর অপেক্ষা সহ্য হচ্ছে না।’’' ' 💪 👌 👍 !!! লোকেশ রাহুল তো একটি ভিডিই পোস্ট করে বসেছেন। যে খানে দেখা যাচ্ছে জয়ের পর বিরাট কোহালির উচ্ছ্বাস। সেই ভিডিওর সঙ্গে তিনি লেখেন ‘‘উপভোগ করলাম অসাধারণ ক্রিকেট। রবিবারের জন্য অপেক্ষা সহ্য হচ্ছে না।’’ 👌 & ' 😀

লোকেশ রাহুল তো একটি ভিডিই পোস্ট করে বসেছেন। যে খানে দেখা যাচ্ছে জয়ের পর বিরাট কোহালির উচ্ছ্বাস। সেই ভিডিওর সঙ্গে তিনি লেখেন ‘‘উপভোগ করলাম অসাধারণ ক্রিকেট। রবিবারের জন্য অপেক্ষা সহ্য হচ্ছে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE