জেতার জন্য শেষ বলে দরকার ছিল ছয় রান। কিন্তু এক বল বাকি থাকতেই সেই ম্যাচ জিতে গেল দলটি। না কোনও প্রথমশ্রেণির ম্যাচের অঘটন নয়। তবু এই ভিডিয়ো ঘুরছে নেটিজেনদের হাতে হাতে।
সম্প্রতি এমন ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের একটি স্থানীয় ক্রিকেট লিগে। মহারাষ্ট্রের পাদলেগাও-এর আদর্শ ক্রিকেট ক্লাবে মুখোমুখি হয়েছিল দুটি দল। তাদের নাম দেশাইও জুনি দমবিভলি। ইনিংসের শেষ ওভারের শেষ বলে জয়ের জন্য ছয় রান দরকার ছিল দেশাইয়ের। কিন্তু এই ম্যাচে এক বল আগেই জিতে নিয়েছে তারা।
তবে দেশাই এই জয় পেয়েছে জুনি দমবিভলির বোলারের সৌজন্যে। শেষ ওভারেবল করতে এসেজুনি দমবিভলির বোলার মোট ১১টি ডেলিভারি করেন। যার মধ্যে শেষ ছ’টি ডেলিভারিই ওয়াইড। এই পরপর ছ’টি ওয়াইড বলের সৌজন্যেই ম্যাচ জিতে নিয়েছে দেশাই।৫ ওভারের এই ম্যাচে ৪.৫ ওভারেই ৭৬ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় তারা।
এই ম্যাচের ভিডিয়ো ফেসবুকে পোস্ট করেছেন ‘ডেনিস ডাজ ক্রিকেট’ নামের একটি পেজ থেকে।
আরও পড়ুন: এ বার আমার মেয়ের বেবিসিটার হও, ঋষভকে ট্রোল রোহিতের
(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরেরসেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)