Advertisement
০৬ মে ২০২৪
Australian Open 2024

বিশ্ব টেনিসে বড় অঘটন, অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় এক নম্বর শিয়নটেকের

গত বছর থেকে গ্র্যান্ড স্ল্যামে প্রত্যাশিত ফল করতে পারছেন না শিয়নটেক। একমাত্র ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন। এ বারও অবাছাই এক খেলোয়াড়ের কাছে হেরে গেলেন তৃতীয় রাউন্ডে।

picture of Iga Swiatek

ইগা শিয়নটেক। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৪ ১৬:৩৫
Share: Save:

অস্ট্রেলিয়ান ওপেনে ইন্দ্রপতন। তৃতীয় রাউন্ডে হেরে গেলেন মহিলাদের শীর্ষ বাছাই ইগা শিয়নটেক। চেক প্রজাতন্ত্রের অবাছাই খেলোয়াড় লিন্ডা নোসকোভার কাছে পোল্যান্ডের তারকা হারলেন ৬-৩, ৩-৬, ৪-৬ ব্যবধানে। টানা তিনটি গ্র্যান্ড স্ল্যাম অধরা রইল বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড়ের। গত বছরও অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে হেরে গিয়েছিলেন তিনি। বিদায় নিয়েছেন পুরুষদের ১১তম বাছাই ক্যাসপার রুডও।

শনিবার চেনা মেজাজেই খেলা শুরু করেছিলেন শিয়নটেক। সহজেই জিতে নেন প্রথম সেট। কিন্তু দ্বিতীয় সেট থেকেই ছন্দপতন হল তাঁর টেনিসের। গুরুত্বপূর্ণ প্রথম সার্ভিস ঠিক মতো করতে পারছিলেন না। বৃদ্ধি পেতে শুরু করে আনফোর্সড এররের সংখ্যাও। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের রাশ নিয়ে নেন নোসকোভা। শীর্ষ বাছাই কাজে লাগাতে পারেননি একাধিক ব্রেক পয়েন্টও। দ্বিতীয় সেট ৩-৬ ব্যবধানে হেরে যাওয়ার পর কিছুটা চাপে পড়ে যান তিনি। সেই চাপ কাটিয়ে উঠতে পারলেন না ম্যাচের শেষ পর্যন্ত। তৃতীয় সেট ৪-৬ ব্যবধানে হেরে ছিটকে গেলেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ড থেকেই।

শিয়নটেক বিদায় নিলেও অন্য বাছাই খেলোয়াড়েরা পরের রাউন্ডে উঠেছেন। পুরুষ সিঙ্গলসে তৃতীয় বাছাই ডানিল মেদভেদেভ ৬-৩, ৬-৪, ৬-৩ ব্যবধানে হারিয়েছেন ২৭ নম্বর বাছাই কানাডার ফেলিক্স আগারকে। তবে হেরে গিয়েছেন ১৩তম বাছাই গ্রিগর দিমিত্রভ। তাঁকে ৭-৬, ৬-৪, ৬-২, ৭-৬ ব্যবধানে হারিয়েছেন অবাছাই নুনো বর্জেস। তৃতীয় রাউন্ডে বিদায় নিলেন রুড। নরওয়ের তারকা ৪-৬, ৭-৬ (৯-৭), ৪-৬, ৩-৬ সেটে হেরে গিয়েছেন ১৯তম বাছাই ব্রিটেনের ক্যামেরন নরির কাছে। জয় পেয়েছেন হুবার্ট হুরকাজ। নবম বাছাই ৩-৬, ৬-১, ৭-৬ (৭-৩), ৬-৩ ব্যবধানে হারিয়েছেন ২১তম বাছাই উগো হামবার্টকে।

মহিলা সিঙ্গলসে চতুর্থ রাউন্ডে উঠেছেন ২৬তম বাছাই ইতালির জেসমিন পাওলিনি। তিনি ৭-৬ (৭-১), ৬-৪ ব্যবধানে হারিয়েছেন রাশিয়ার আনা ব্লিঙ্কোভাকে। তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন ১২তম বাছাই চিনের কুইনওয়েন ঝেং। তিনি ৬-৪, ২-৬, ৭-৬ (১০-৮) ব্যবধানে হারিয়েছেন স্বদেশীয় ওয়াং ইয়াফানকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Australian Open 2024 Iga Swiatek Tennis Lost
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE