Advertisement
০৫ মে ২০২৪

বিতর্ক ছেড়ে ওজিলদের পাশে থাকার আবেদন জার্মান কোচের

পরিস্থিতি স্বাভাবিক করতে উঠে পড়ে লেগেছেন জার্মানির জাতীয় ফুটবল সংস্থার প্রেসিডেন্ট রাইনহার্ড গ্রিন্ডেলও।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জুন ২০১৮ ০৪:৩১
Share: Save:

জার্মানির সমর্থকদের কাছে কার্যত কাতর আবেদন করলেন ওয়াকিম লো। আবেদনের সারমর্ম সোজা সাপটা। বিশ্বকাপের সময় যেন জার্মানির ‘শত্রু’ দেশ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ছবি তুলে বিতর্কে জড়ানো ইলখাই গুন্ডোয়ান ও মেসুত ওজিলকে টিটকিরি না দেওয়া হয়। লো বললেন, ‘‘আমার কাজ এই ঝামেলায় বিধ্বস্ত দুই ফুটবলারকে ভাল খেলার অবস্থায় নিয়ে আসা।’’

রাশিয়ায় পৌঁছনোর পরে প্রথম সাংবাদিক সম্মেলনে জার্মান কোচের আরও মন্তব্য, ‘‘এই দুই ফুটবলারের মানসিক অশান্তিতে থাকার কারণ হয়তো ওদের সঙ্গে সমর্থকদের খারাপ ব্যবহারও। আমি আশা করব বিশ্বকাপের সময় অন্তত এটা হবে না। আমার কাজ ওদের ছন্দে ফেরানো। যা করতে পারলে জার্মানিরই লাভ।’’

ওজিলদের নিয়ে এই মুহূর্তে পরিস্থিতি যা, তাতে দারুণ কিছু স্বস্তিতে থাকার কথা নয় জার্মান কোচের। তার উপর প্রাক্তন জার্মান তারকা স্টেফান এফেনবার্গ চাঞ্চল্যকর মন্তব্য করে বসেছেন। তাঁর দাবি, এই মুহর্তে বিতর্কিত দুই ফুটবলারকে বাদ না দিলে দলীয় সংহতি নষ্ট হয়ে যাবে। যা জার্মানির বিশ্বকাপ জেতার প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়াতে পারে।

পরিস্থিতি স্বাভাবিক করতে উঠে পড়ে লেগেছেন জার্মানির জাতীয় ফুটবল সংস্থার প্রেসিডেন্ট রাইনহার্ড গ্রিন্ডেলও। তিনি বলেছেন, ‘‘ওই দু’জনই আমাদের দেশের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে রাশিয়ায় খেলতে গিয়েছে। তার উপর গুন্ডোয়ান নিজে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে বলেছে, তুরস্ক প্রেসিডেন্টের সঙ্গে ছবি তুলে ভুল করেছিল। তার পরেও ওদের টিটকিরি দেওয়া চলছে। মানছি ওজিল এখনও বিদ্রুপের জবাবে মুখ খোলেনি। আমি নিশ্চিত, মাঠে নেমে নিজের খেলার মাধ্যমে সময়মত ও জবাবটা দেবে।’’

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির প্রথম খেলা রবিবার মেক্সিকোর সঙ্গে। গ্রুপের অন্য দল সুইডেন এবং দক্ষিণ কোরিয়া। এ দিকে জার্মানির স্পোর্টস বিল্ডে লেখা হয়েছে, লো সম্ভবত প্রথম ম্যাচে ওজিলকে খেলাবেন না। কারণ এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে জার্মান কোচ তা এড়িয়ে গিয়ে বলছেন, শনিবারের আগে তাঁর পক্ষে কারা খেলবেন বলা সম্ভব নয়।

এ দিকে, ওয়াকিম লো-কে আরও বিব্রত করলেন প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউজ। তাঁর বক্তব্য, লো সবচেয়ে বড় ভুল করেছেন রাশিয়ার দলে লেরয় সানেকে না রেখে। বলেছেন, ‘‘সানেকে না রাখার ফল ভুগতে পারি আমরা। ও একাই পারত খেলার চরিত্রটা পাল্টে দিতে। আমি অন্তত এ বারের দলে ওই রকম একজনকেও দেখতে পাচ্ছি না।’’ ম্যাথাউজের আরও দাবি, শুধু তিনি না, জার্মানির নব্বই শতাংশ সমর্থকই চেয়েছিলেন রাশিয়ায় সানে খেলুন।

এ দিকে, লো-র দলের প্রধান ভরসা জেরোম বোয়াটেং এ দিন বললেন, ‘‘আমরাই বিশ্বসেরা। তাই আবার কিছু করার খিদে আমাদেরই বেশি। যদিও কাজটা সহজ নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

FIFA World Cup 2018 Football Joachim Loew Germany
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE