Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শেষকৃত্য হচ্ছে যেন, সাংবাদিক কক্ষ ত্যাগ র‌্যামোসের

সাংবাদিক সম্মেলনে নতুন কোচ ফের্নান্দো ইয়েরোর কাঁধে হাত দিয়ে বসে ছিলেন র‌্যামোস। কিন্তু সাংবাদিকদের প্রশ্ন শেষ হয় না কোচ বিতর্ক নিয়ে।

সাংবাদিক বৈঠকে স্পেন অধিনায়ক। ছবি: রয়টার্স

সাংবাদিক বৈঠকে স্পেন অধিনায়ক। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জুন ২০১৮ ০৪:৩৭
Share: Save:

বিশ্বকাপ শুরুর দ্বিতীয় দিনেই ফুটবল বিশ্ব প্রত্যক্ষ করবে গ্রুপ পর্বের সম্ভাব্য সেরা ম্যাচ স্পেন বনাম পর্তুগাল। যা শুধুই ইউরো সেরাদের সঙ্গে ইনিয়েস্তাদের টক্কর নয়। ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে উঠেছে নাটকীয় ভাবে স্পেনের কোচ য়ুলেন লোপেতেগি বরখাস্ত হওয়ায়।

রাতারাতি দায়িত্ব নিয়ে ফেনার্ন্দো ইয়েরো কতটা উদ্বুদ্ধ করতে পারেন সের্খিয়ো র‌্যামোসদের সেটাই দেখার। আর খারিজ হওয়া লোপেতেগি রাশিয়ার ক্রাসনদরে টিম হোটেল ছাড়ার আগে স্পেনকে উদ্বুদ্ধ করতে বলে গেলেন, ‘‘আমার মন খুব খারাপ। কিন্তু আমাদের দলটা দুর্দান্ত। কাপ নিয়েই ফিরবে। ওদের জন্য শুভেচ্ছা।’’ বৃহস্পতিবারই সাংবাদিকদের সামনে এসে সের্খিয়ো র‌্যামোস আবার জানিয়ে গেলেন, সব ঠিকঠাক আছে। সাংবাদিক সম্মেলনে এত বেশি প্রশ্ন হচ্ছিল কোচ বিতর্ক নিয়ে যে, বিরক্ত বোধ করতে শুরু করেন স্পেনের অধিনায়ক। বলে ফেললেন, ‘‘মনে হচ্ছে যেন বিশ্বকাপ শুরুর আগেই আমাদের অন্ত্যেষ্টিক্রিয়া চলছে। বোঝার উপায় নেই যে, বিশ্বকাপ খেলতে এসেছি। তবু আমার লক্ষ্য, হাসি মুখে প্রতিযোগিতা শেষ করা।’’ সঙ্গে নতুন কোচ নিয়ে প্রতিক্রিয়া, ‘‘ইতিহাসের পাতা উল্টে দিতে চাই। এই কাজে ইয়েরোর চেয়ে যোগ্য কেউ হতে পারে না।’’

সাংবাদিক সম্মেলনে নতুন কোচ ফের্নান্দো ইয়েরোর কাঁধে হাত দিয়ে বসে ছিলেন র‌্যামোস। কিন্তু সাংবাদিকদের প্রশ্ন শেষ হয় না কোচ বিতর্ক নিয়ে। প্রথমে উত্তর দিতে থাকলেও পরে মেজাজ হারিয়ে সাংবাদিক সম্মেলনের কক্ষই ত্যাগ করে উঠে যান স্পেন অধিনায়ক। লোপেতেগির রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এবং স্পেনের জাতীয় দল থেকে বরখাস্ত হওয়ার এই নাটকে তাঁর নামও জড়িয়েছিল। কারও কারও বক্তব্য, তিনি শান্তির দূত হয়ে চেষ্টা করেছিলেন লোপেতেগিকে রাখার। দলের মধ্যে ছোটখাটো বিদ্রোহের ইঙ্গিত যে পাওয়া গিয়েছিল, সেটার নেতৃত্বেও তিনি থাকতে পারেন বলে সন্দেহ। সে সব নিয়ে প্রশ্নের সামনেই কি চটে গেলেন র‌্যামোস? তবে স্পেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস মনে করেন না স্পেন জলে পড়ল। তিনি বলছেন, ‘‘দলে কোনও বিদ্রোহ হয়নি। নতুন কোচ ইয়েরোকে পেয়ে ওরা খুবই সন্তুষ্ট। ফুটবলাররাই আমাকে বলেছে, যত ক্ষণ প্রাণ থাকবে, ততক্ষণই ইয়েরোর সঙ্গে থাকবে। র‌্যামোসও একই কথা বলেছে।’’

এ দিকে লোপেতেগিকে রিয়াল মাদ্রিদে এনে দলের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস বলছেন, ‘‘য়ুলেনকে বরখাস্ত করার কোনও যুক্তি নেই। স্বচ্ছতা রাখতেই বিশ্বকাপের আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE