Advertisement
০৪ মে ২০২৪
Sport News

লানসিনির চোটে বড় ধাক্কা আর্জেন্তিনা শিবিরে

শুক্রবার বার্সেলোনায় অনুশীলন করতে গিয়ে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় ২৫ বছর বয়সি মিডফিল্ডারের। আর্জেন্তিনা শিবিরের খবর, অস্ত্রোপচার করিয়ে মাঠে ফিরতে অন্তত ছয় মাস সময় লাগবে তাঁর।

চমক: বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে ফুট টেনিসে ব্যস্ত আর্জেন্তিনার ফুটবলাররা। শুক্রবার বার্সেলোনায়। ছবি: এপি।

চমক: বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে ফুট টেনিসে ব্যস্ত আর্জেন্তিনার ফুটবলাররা। শুক্রবার বার্সেলোনায়। ছবি: এপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ জুন ২০১৮ ০৫:৪৬
Share: Save:

বিশ্বকাপের ছয় দিন আগে বিপর্যয় আর্জেন্তিনা শিবিরে! লিগামেন্টে চোট পেয়ে দল থেকে ছিটকে গেলেন ম্যানুয়েল লানসিনি।

শুক্রবার বার্সেলোনায় অনুশীলন করতে গিয়ে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় ২৫ বছর বয়সি মিডফিল্ডারের। আর্জেন্তিনা শিবিরের খবর, অস্ত্রোপচার করিয়ে মাঠে ফিরতে অন্তত ছয় মাস সময় লাগবে তাঁর। যার অর্থ, বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে খেলা লানসিনির।

আর্জেন্তিনার হয়ে মাত্র চারটি ম্যাচ খেললেও বিশ্বকাপে লানসিনিকে প্রথম একাদশে রাখার ইঙ্গিত দিয়েছিলেন কোচ হর্হে সাম্পাওলি। কারণ, আক্রমণের পাশাপাশি রক্ষণে নেমে এসে দলকে সাহায্য করেন তিনি। হাইতির বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও লানসিনিকে প্রথম দলে রেখেছিলেন সাম্পাওলি। এই মুহূর্তে লানসিনির বিকল্প খুঁজে বার করাই সব চেয়ে বড় পরীক্ষা তাঁর। আর্জেন্তিনার সংবাদ মাধ্যমের দাবি, লানসিনির অভাব পূরণ করতে সাম্পাওলির ভাবনায় রয়েছেন এনসো পেরেস, পাবালো পেরেসের নাম। দু-এক দিনের মধ্যেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

শুক্রবার সকালে আর্জেন্তিনার অনুশীলনে শুরুর ছবিটা কিন্তু একেবারে অন্যরকম ছিল। একঘেয়েমি কাটাতে প্রথমে ‘ফুট টেনিস’ খেলেন ফুটবলাররা। অর্থাৎ, খেলা হবে টেনিসের নিয়মে। কিন্তু টেনিস র‌্যাকেটের পরিবর্তে খেলতে হবে পা দিয়ে। মিনিট পনেরো ফুট টেনিসের খেলার পর অনুশীলন শুরু হতেই বিপর্যয়। চোট পেয়ে মাঠ ছাড়েন লানসিনি। ২০১৬ অলিম্পিক্সের আগেও হাঁটুতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন লানসিনি। একই ঘটনার পুনরাবৃত্তি হল বিশ্বকাপ শুরু ছয় দিন আগে। আর্জেন্তিনা শিবিরের বিপর্যয়ে শুধু লানসিনি নন, মানসিক ভাবে বিধ্বস্ত বাকি ফুটবলাররাও। হতাশ ম্যানুয়েল ওতামেন্দি টুইটারে লিখেছেন, ‘‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। তবে ফুটবল তোমাকে ফের সুযোগ দেবে লানসিনি।’’ হাভিয়ার মাসচেরানো লিখেছেন, ‘‘আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে তোমাকে।’’ ইনস্টাগ্রামে লানসিনির সঙ্গে ছবি পোস্ট করে গঞ্জালো হিগুয়াইন লিখেছেন, ‘‘আমি নিশ্চিত, তুমি আগের চেয়েও শক্তিশালী ফিরবে।’’ পাওলো দিবালা লিখেছেন, ‘‘লানসিনি আমরা সবাই তোমার সঙ্গে আছি।’’

১৯৭৮ সালে প্রথম বার আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের নায়ক মারিয়ো কেম্পেসও হতাশ লানসিনি চোট পেয়ে ছিটকে যাওয়ায়। আর্জেন্তিনার সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘এক জন ফুটবলারের কাছে বিশ্বকাপে খেলার চেয়ে বড় স্বপ্ন কিছু হয় না। অথচ, সেই স্বপ্ন পূরণের মাত্র কয়েক দিন আগে চোট পেয়ে দল থেকে ছিটকে গেল মানসিনি। এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE