Advertisement
০১ মে ২০২৪

দেশের প্রতি দায় নেই কে বলল? পাল্টা তোপ মেসির

নিজের সেরাটা দিয়েও যে সব সময় সেরা হওয়া যায় না, সেই যন্ত্রণা বিদ্ধ করে বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ তারকাকে।

আকর্ষণ: রাশিয়ায় তাঁকে ঘিরে শুরু হয়ে গিয়েছে উন্মাদনা। ট্রেনিংয়ে জলপানের বিরতি মেসির। ছবি: গেটি ইমেজেস

আকর্ষণ: রাশিয়ায় তাঁকে ঘিরে শুরু হয়ে গিয়েছে উন্মাদনা। ট্রেনিংয়ে জলপানের বিরতি মেসির। ছবি: গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ জুন ২০১৮ ০৪:২৪
Share: Save:

বিশ্বকাপ শুরুর লগ্নে এ যেন আহত লিয়োনেল মেসি। নিজের দেশের সংবাদপত্রে খোলাখুলি জানিয়ে দিলেন, দেশের হয়ে খেলা নিয়ে অন্যায় ভাবে অনেকেই তাঁর সমালোচনা করে থাকেন। বিশেষ করে কোপা আমেরিকা ফাইনালে হারের পরে যে ভাবে নিন্দুকরা তাঁর বিরুদ্ধে ‘অপপ্রচার’ করতে নেমেছিল, তা একেবারেই মেনে নিতে পারেননি তিনি। আর্জেন্টিনার ‘লা ন্যাসিয়ন’ সংবাদপত্রে মেসি বলেছেন, ‘‘কোপা আমেরিকার সময় অনেক কথা বলা হয়েছিল। সেই সব মন্তব্যগুলোর সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক ছিল না।’’

সেই সময়ে তাঁর বিরুদ্ধে বলা কথাগুলির মধ্যে ব্যক্তিগত আক্রমণের গন্ধও খুঁজে পেয়েছেন মেসি। তাঁর উত্তেজিত প্রতিক্রিয়া, ‘‘বেশির ভাগ মন্তব্য আমাকে উদ্দেশ্য করে করা হয়েছিল। আমি নাকি দেশের হয়ে খেলতে চাই না। জাতীয় সঙ্গীতও গাই না। আমি নাকি আর্জেন্টিনার জাতীয় দলের জার্সির গুরুত্ব বুঝি না। এ সব মন্তব্য শুনে একটাই কথা মনে হত। অন্যায় ভাবে ওরা আমাকে আক্রমণ করছে।’’ সমালোচকদের মন্তব্য নিয়ে যে তিনি ভাবতে বাধ্য হয়েছিলেন, সে কথাও গোপন করেননি মেসি। বলেছেন, ‘‘অনেক সময় ভেবেছি, সত্যি কি আমিই সমস্ত সমস্যার কারণ? নাকি আমাদের পুরো দলটাই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে? কিন্তু সেই ভাবনাগুলো চিরস্থায়ী হয় না। মন্তব্যগুলোকে পিছনে ফেলে দিয়ে এগিয়ে গিয়েছি।’’

নিজের সেরাটা দিয়েও যে সব সময় সেরা হওয়া যায় না, সেই যন্ত্রণা বিদ্ধ করে বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ তারকাকে। মেসির কথার মধ্যে বেরিয়ে আসে সেই যন্ত্রণার সুর, ‘‘মাঝেমধ্যে আপ্রাণ চেষ্টা করার পরেও নিজের ইচ্ছা অনুযায়ী ফল পাওয়া যায় না। জীবনে কিছু ঘটনা ঘটে, যার কোনও উত্তর পাওয়া যায় না।’’ আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে মাঠে নামতে যে তিনি গর্বিত বোধ করেন, তা জানিয়ে দিয়েছেন মেসি। ‘‘যখন মনে করি, এই আর্মব্যান্ডটা আমাদের দেশের কী সব বিখ্যাত নামের শরীরে উঠেছে, গায়ে কাঁটা দেয়। তৎক্ষণাৎ আমার মধ্যে দায়িত্বজ্ঞান তৈরি হয়। মনে হয়, ভাল খেলে আমার দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার দায়িত্ব দেশের হয়ে ভাল খেলা এবং দেশকে ফুটবল মাঠে জিততে সাহায্য করা।’’

আর্জেন্টিনার কোন ফুটবলারকে তাঁর ভাল লাগে? কে তাঁর প্রিয় ফুটবলার? নিজের দেশের কাগজকে মেসি জানিয়েছেন পাঁচটি নাম। মারাদোনা, সোরিন, জানেত্তি, আয়ালা, মাসচেরানো। কী ভাবে আর্জেন্তিনার অধিনায়ক হয়েছিলেন তিনি, সেই কাহিনিও ফাঁস করেছেন মেসি। ঘটনাটি ঘটে প্রাক্তন কোচ সাবেয়ার আমলে। তিনিই প্রথম বলেন যে, তোমাকে অধিনায়ক হতে হবে। ‘‘তার পর মাসচেরানো বলতে শুরু করল, আমাকেই ক্যাপ্টেন হতে হবে। তখন ও-ই ক্যাপ্টেন ছিল এবং সরে দাঁড়াতে চাইল। মাসচেরানোর মহানুভবতার পরিচয় ছিল সেটা। আমার তাই মনে হয়েছিল, অধিনায়কত্বটা দুই বন্ধুর মধ্যে হাত বদল হল,’’ বলে দিচ্ছেন মেসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE