Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অস্ট্রিয়ার বিরুদ্ধে নেমার শুরু থেকে

বৃহস্পতিবার লন্ডনের টটেনহ্যাম হটস্পারের মাঠে অনুশীলনেও চেনা মেজাজেই ছিলেন নেমার। কখনও দুরন্ত ব্যাক ভলিতে চমকে দিয়েছেন তিতেকে। কখনও অনুশীলনের ফাঁকে সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ জুন ২০১৮ ০৩:২৬
Share: Save:

নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)-কে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শুরু থেকে খেলানোর ঝুঁকি নেননি ব্রাজিল কোচ তিতে। দ্বিতীয়ার্ধে নেমে দুরন্ত গোল করে প্রত্যাবর্তন স্মরণীয় করে রেখেছিলেন ব্রাজিল তারকা। রবিবার অস্ট্রিয়ার বিরুদ্ধে নেমারকে প্রথম একাদশে রেখেই দল সাজাতে চান তিতে। শুধু তাই নয়। ব্রাজিলকে নতুন ছকে খেলানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার লন্ডনের টটেনহ্যাম হটস্পারের মাঠে অনুশীলনেও চেনা মেজাজেই ছিলেন নেমার। কখনও দুরন্ত ব্যাক ভলিতে চমকে দিয়েছেন তিতেকে। কখনও অনুশীলনের ফাঁকে সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন। কিন্তু বিশ্বকাপের সাত দিন আগে তাল কেটে গেল ফেদ্রিকো স্যান্টোস (ফ্রেদ)- চোট পেয়ে মাঠ ছাড়ায়। অনুশীলনেই কার্লোস কাজেমিরোর ট্যাকলে গোড়ালিতে চোট পান সদ্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের চুক্তিতে সই করা ব্রাজিলীয় মিডফিল্ডার। সঙ্গে সঙ্গেই সাইড লাইনের ধারে গোড়ালিতে আইসপ্যাক লাগিয়ে বসে পড়েন ফ্রেদ। ব্রাজিল জাতীয় দলের মুখপাত্র বলেছেন, ‘‘ফ্রেদের গোড়ালির চোট কতটা গুরুতর পরীক্ষা না করে বলা সম্ভব নয়। দেখা যাক ও চিকিৎসায় কতটা সাড়া দেয়। তার পরেই বোঝা যাবে শুক্রবার ফ্রেড অনুশীলন করতে পারবে কি না। তবে মানসিক ভাবে ও একটু ধাক্কা খেয়েছে।’’ ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলো ভিয়েরা বলেছেন, ‘‘সবাই চায় বিশ্বকাপে প্রথম দলে নিজের জায়গা পাকা করতে। তাই অনুশীলনেও প্রবল প্রতিদ্বন্দ্বিতা হয়। ফ্রেদ চোট পেয়েছে এই কারণেই। আশা করছি, ওর চোট খুব একটা গুরুতর নয়। বিশ্বকাপের আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে।’’

রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হ্যাটট্রিকের অন্যতম কারিগর ছিলেন মার্সেলো। বিশ্বকাপেও সেই ছন্দ ধরে রাখতে চান তিনি। বলেছেন, ‘‘আমাদের লক্ষ্য ছন্দবদ্ধ লড়াই। বিশ্বকাপের জন্য আমরা এখন পুরোপুরি তৈরি।’’ চার বছর আগে মার্সেলোর অভিষেকের বিশ্বকাপ অভিশপ্ত হয়ে উঠেছিল জার্মানির বিরুদ্ধে ১-৭ হেরে। যদিও অতীত নিয়ে ভাবতে চান না তিনি। মার্সেলো বলেছেন, ‘‘প্রত্যেকটা বিশ্বকাপই আলাদা। রাশিয়ায় আমি নতুন ভাবে শুরু করতে চাই।’’ মার্সেলোর সাংবাদিক বৈঠকে জ়িনেদিন জ়িদানের রিয়াল মাদ্রিদ ছাড়ার প্রসঙ্গও উঠবে না তা কি হতে পারে? সদ্য প্রাক্তন গুরু সম্পর্কে মার্সেলো বলেছেন, ‘‘জ়িদান এক জন ব্যতিক্রমী ব্যক্তিত্ব। ওঁর কোনও তুলনা হয় না।’’

এ দিকে, ফ্রেদ-কে নিয়ে উদ্বেগের দিনেই কিছুটা স্বস্তি ফেরালেন ডিফেন্ডার রেনাতো আগুস্তো। বৃহস্পতিবার ব্রাজিলের ফিজিয়োথেরাপিস্ট জানিয়ে দিয়েছেন, আগুস্তো এখন সম্পূর্ণ সুস্থ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE