Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Cricket

ভারত-পাক ম্যাচ নেই, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্থ খুঁজে পাচ্ছেন না ওয়াকার

দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে গিয়েছে বহুদিন। টেস্ট চ্যাম্পিয়নশিপেও নেই দু’ দেশের কোনও ম্যাচ।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-পাক ম্যাচ না হওয়ায় হতাশ ওয়াকার। —ফাইল চিত্র।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-পাক ম্যাচ না হওয়ায় হতাশ ওয়াকার। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ১৮ মার্চ ২০২০ ১৯:৪৬
Share: Save:

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তান ম্যাচ নেই। আর এটাই মানতে পারছেন না পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াকার ইউনিস।

দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে গিয়েছে বহুদিন। টেস্ট চ্যাম্পিয়নশিপেও নেই দু’ দেশের কোনও ম্যাচ।

সেই কারণেই প্রাক্তন পাক বোলারের মনে হচ্ছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনও অর্থই নেই। ওয়াকার বলছেন, ‘‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তান ম্যাচের আয়োজন করে আইসিসি আরও ইতিবাচক ভূমিকা নিতেই পারত। ভারত ও পাকিস্তানের টেস্ট ম্যাচ ছাড়া এই চ্যাম্পিয়নশিপের কোনও অর্থই নেই।’’

আরও পড়ুন: ‘আমার অধিনায়কত্বের সবচেয়ে খারাপ অধ্যায়’, মাঙ্কিগেট বিতর্কে মুখ খুললেন পন্টিং

একসময়ে ওয়াকার নিজেও বহু স্মরণীয় ভারত-পাক ম্যাচ খেলেছেন। ১৯৮৯ সালের করাচি টেস্টে ওয়াকারের বাউন্সার আছড়ে পড়েছিল সচিন তেন্ডুলকরের কপালে।

সেটাই ছিল ‘মাস্টার ব্লাস্টার’-এর প্রথম টেস্ট ম্যাচ। ওয়াকারের বাউন্সারে রক্তাক্ত হয়েছিলেন সচিন। তবুও মাঠ ছেড়ে চলে যাননি তিনি। দুই তারকা ক্রিকেটারের ব্যাট-বলের দ্বৈরথ ইতিহাস রয়েছে। ভারত-পাক ম্যাচ এরকম বহু স্মরণীয় ঘটনার জন্ম দিয়েছে। অথচ প্রতিবেশী দুই দেশের ক্রিকেট-যুদ্ধই রাখা হয়নি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে।

আরও পড়ুন: বেইতিয়ার চিন্তা ঠাকুমা, বন্ধুকে নিয়ে উদ্বিগ্ন মারিয়ো, এই শহরকে নিরাপদ ভাবছেন ফ্রানরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE