আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তান ম্যাচ নেই। আর এটাই মানতে পারছেন না পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াকার ইউনিস।
দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে গিয়েছে বহুদিন। টেস্ট চ্যাম্পিয়নশিপেও নেই দু’ দেশের কোনও ম্যাচ।
সেই কারণেই প্রাক্তন পাক বোলারের মনে হচ্ছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনও অর্থই নেই। ওয়াকার বলছেন, ‘‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তান ম্যাচের আয়োজন করে আইসিসি আরও ইতিবাচক ভূমিকা নিতেই পারত। ভারত ও পাকিস্তানের টেস্ট ম্যাচ ছাড়া এই চ্যাম্পিয়নশিপের কোনও অর্থই নেই।’’