Advertisement
২৬ এপ্রিল ২০২৪

লড়াইয়ে ঋদ্ধির প্রেরণা এখন স্ত্রী

ধোনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরেই ঋদ্ধি নিয়মিত টেস্ট দলে খেলা শুরু করেন। ওয়ান ডে-তেও সেরকমই ধোনি যত দিন থাকছেন, তত দিন তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৭ ০৪:৪৩
Share: Save:

আগামী বিশ্বকাপেও মহেন্দ্র সিংহ ধোনি যে খেলবেন, তার ইঙ্গিত তিনি শ্রীলঙ্কাতেই দিয়েছেন। তবু আশা ছাড়তে রাজি নন ভারতীয় টেস্ট দলের উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। তিনি বিশ্বকাপে খেলতে চান। তাঁর স্ত্রী রোমির নাকি ঋদ্ধিকে বিশ্বকাপে খেলতে দেখার খুব ইচ্ছে। মঙ্গলবার এ কথা নিজেই জানান ঋদ্ধি। বলেন, ‘‘আমার স্ত্রীর খুব ইচ্ছে আমি বিশ্বকাপে খেলি। আমার খুব চেষ্টা করা উচিত বলে মনে করে ও। আমি তো চেষ্টা করছি। কিন্তু সিদ্ধান্তটা তো নির্বাচকদের হাতে।’’

ধোনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরেই ঋদ্ধি নিয়মিত টেস্ট দলে খেলা শুরু করেন। ওয়ান ডে-তেও সেরকমই ধোনি যত দিন থাকছেন, তত দিন তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। তবু চেষ্টায় এতটুকু ত্রুটি রাখতে চান না ঋদ্ধি। যাতে একটা সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করতে পারেন। সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ অনেকে বলেছেন, ঋদ্ধিকে ওয়ান ডে-তেও খেলানো উচিত। ঋদ্ধি অবশ্য সেই সব প্রশংসায় খুব একটা গুরুত্ব দিতে চান না। বলেন, ‘‘সবসময় নিজেকে উন্নত করার চেষ্টা করে যাই। শুধু ওয়ান ডে খেলার লক্ষ্য নিয়ে পারফর্ম করি না। যেটুকু শিখেছি, সেটুকুই মাঠে দেওয়ার চেষ্টা করি। এর চেয়ে বেশি কিছু নয়।’’

আরও পড়ুন:বিরাটদের ব্যাটিং বিপজ্জনক: স্মিথ

নভেম্বরের আগে ভারতীয় দলের জার্সি গায়ে তাঁর মাঠে নামার সম্ভাবনা কম। তত দিন ঘরোয়া ক্রিকেটে খেলবেন ঋদ্ধি। এখন তিনি বিশ্রামে। এ দিন তাঁকে নিয়ে প্রাক্তন ফুটবলার ভুবন চট্টোপাধ্যায়ের গানের সিডি উদ্বোধনে ঋদ্ধি হাজির ছিলেন। পরে তিনি আসন্ন ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ নিয়ে বলেন, ‘‘ভারতে এসে ভারতকে হারানো কঠিন। তাই এই সিরিজে ভারতকেই এগিয়ে রাখছি। আমাদের রিজার্ভ বেঞ্চ এমনিতেই শক্তিশালী। আরও শক্তিশালী করে তোলার জন্য অশ্বিন, জাডেজাদের বদলে চহাল, কুলদীপ, অক্ষরদের খেলানো হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE