Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ইয়াসিরের নজির

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে দুর্দান্ত বল করেছেন ইয়াসির। দ্বিতীয় টেস্টে ১৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট পাকিস্তানকে জিতিয়েছিলেন তিনি। চলতি সিরিজে তাঁর ২৭টি উইকেট হয়ে গিয়েছে। 

দুরন্ত: দ্রুততম ২০০ উইকেটের উচ্ছ্বাস ইয়াসিরের। গেটি ইমেজেস

দুরন্ত: দ্রুততম ২০০ উইকেটের উচ্ছ্বাস ইয়াসিরের। গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮ ০৪:৫৫
Share: Save:

রেকর্ড বইয়ে জায়গা করে নিলেন ইয়াসির শাহ। ৮২ বছরের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে দ্রুততম দু’শো উইকেটের মালিক হলেন পাকিস্তানের এই লেগস্পিনার। ইয়াসির ভাঙলেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার ক্ল্যারি গ্রিমেটের রেকর্ড। ১৯৩৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৬ টেস্টে দু’শো উইকেট তুলেছিলেন গ্রিমেট। নিজের ৩৩তম টেস্টে এই রেকর্ড করলেন ইয়াসির। যখন বৃহস্পতিবার আবু ধাবিতে নিউজিল্যান্ডের উইল সমারভিলকে আউট করেন তিনি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে দুর্দান্ত বল করেছেন ইয়াসির। দ্বিতীয় টেস্টে ১৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট পাকিস্তানকে জিতিয়েছিলেন তিনি। চলতি সিরিজে তাঁর ২৭টি উইকেট হয়ে গিয়েছে।

তবে তৃতীয় টেস্টে পাল্টা লড়াই করছে নিউজিল্যান্ড। পাকিস্তানের প্রথম ইনিংসের ৩৪৮ রানের জবাবে তাদের প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল ২৭৪ রানে। দ্বিতীয় ইনিংসে একটা সময় নিউজিল্যান্ডের স্কোর হয়ে গিয়েছিল ৬০ রানে চার উইকেট। সেখান থেকে চতুর্থ দিনের শেষে দলকে ২৭২-৪ স্কোরে পৌঁছে দেন কেন উইলিয়ামসন (১৩৯ ব্যাটিং) এবং হেনরি নিকোলস (৯০ ব্যাটিং)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE