Advertisement
E-Paper

সরিয়ে দেওয়া হচ্ছে ইসিনবায়েভাকে

রাশিয়ার ডোপ-বিরোধী সংস্থার গুরুত্বপূর্ণ পদ থেকে সরানো হচ্ছে কিংবদন্তি পোলভল্টার ইসিনবায়েভা-কে। বিশ্ব ডোপ বিরোধী সংস্থা ওয়াডার নির্দেশেই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে রাশিয়াকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মে ২০১৭ ০৩:৪৬
ধাক্কা: ইসিনবায়েভা ফের বিতর্কে। সরতে হচ্ছে পদ থেকে। —ফাইল চিত্র।

ধাক্কা: ইসিনবায়েভা ফের বিতর্কে। সরতে হচ্ছে পদ থেকে। —ফাইল চিত্র।

রাশিয়ার ডোপ-বিরোধী সংস্থার গুরুত্বপূর্ণ পদ থেকে সরানো হচ্ছে কিংবদন্তি পোলভল্টার ইসিনবায়েভা-কে। বিশ্ব ডোপ বিরোধী সংস্থা ওয়াডার নির্দেশেই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে রাশিয়াকে।

নিজের দেশে ডোপ-বিরোধী সংস্থায় ইসিনবায়েভার উপস্থিতি নিয়ে ওয়াডা জোরাল প্রশ্ন তুলেছে। তাদের সওয়াল, পোলভল্টের বিজয়ীনি ডোপ নিয়ে বিতর্কিত মন্তব্য করে কলঙ্কিতদের পাশে দাঁড়িয়েছিলেন। ওয়াডা বলছে, ইসিনবায়েভা ডোপ নিয়ে পরিচ্ছন্নতা আনার ব্যাপারে বাধা সৃষ্টি করছেন। তাদের বক্তব্যে এমনই চাপ তৈরি হয়েছে যে, রাশিয়া তাদের সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিটকে এমন গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিতে হয়তো বাধ্য হবে।

বিশ্ব ডোপ বিরোধী সংস্থা বা ওয়াডা রাশিয়া নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে সম্প্রতি। তাতে বলা হয়েছে, ডোপিং নিয়ে বিতর্কের পর রাশিয়া কতটা সতর্কতা অবলম্বন করেছে বা কতটা সঠিক পদক্ষেপ করেছে। রিপোর্টে ইসিনবায়েভার নাম করা হয়নি কোথাও। কিন্তু নাম না করেও জোরাল প্রশ্ন তোলা হয়েছে যে, ডোপের দায়ে অভিযুক্তদের শাস্তি দেওয়ার সময় যিনি দোষীদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি কী করে ডোপ-বিরোধী সংস্থার এমন উচ্চ পদে রয়েছেন? এই প্রশ্ন এমনকী, উড়িয়ে দিতে পারেনি রাশিয়ার সরকারও।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ভিটালি মুটকো তাঁদের দেশের সংবাদসংস্থাকে বলেছেন, ইসিনবায়েভা অবশ্যই তাঁর পদ থেকে সরে দাঁড়াবেন। এর আগে ওয়াডার সঙ্গে বারবার যুদ্ধে গিয়েছে রাশিয়ার পুতিন সরকার। তখন রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রের মদতে ডোপিংয়ের গুরুতর অভিযোগ উঠেছিল। একাধিক রুশ অ্যাথলিটকে রিও অলিম্পিক্সে নামতে দেওয়া হয়নি সঠিক ডোপ পরীক্ষার মধ্যে দিয়ে না যাওয়ার জন্য। বাতিলদের তালিকায় ইসিনবায়েভাও ছিলেন।

ওয়াডা প্রস্তাব দিয়েছিল, রাশিয়াকে সমস্ত অলিম্পিক্স থেকে পুরোপুরি বরখাস্ত করা হোক। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সেই সিদ্ধান্ত প্রত্যেকটি খেলার সংস্থাদের হাতে ছেড়ে দিয়েছিল। এখন যা পরিস্থিতি, রাশিয়াকে নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে ডোপিং নিয়ে তাদের দেশের সম্পূর্ণ পদ্ধতি আমূল বদলে ফেলার জন্য। নভেম্বরের মধ্যে ওয়াডার বেধে দেওয়া শর্ত সব মানতে হবে রাশিয়াকে। তারা যে আর যুদ্ধে যেতে চাইছে না, পুতিন সরকারের মনোভাব থেকে পরিষ্কার।

Pole Vault Yelena Isinbayeva Anti-Doping Agency
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy