সোমবার এই মরসুমের সব থেকে লো স্কোরিং ম্যাচ খেলল পাঞ্জাব ও বেঙ্গালুরু। ৮৮ রানে অল-আউট হয়ে গিয়েছিল পাঞ্জাব। সেই রান তুলতে কোনও চাপই নিতে হয়নি বিরাটদের। ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্লে-অফের আশা জিইয়ে রাখল তাঁর দল। কিন্তু রান রেটের বিচারে বেশ খানিকটা এগিয়ে গেল।
ম্যাচের আগেই এই পোস্টটি করেছিলেন অনুষ্কার শর্মা। ম্যাচ শেষে একই ঢঙে উত্তর দিলেন বিরাট কোহালিও। আরসিবির প্রায় সব ম্যাচেই অনুষ্কাকে গ্যালারিতে দেখা গিয়েছে বেঙ্গালুরুর হয়ে গলা ফাটাতে। কিন্তু ইনদওরে ডু-অর-ডাই ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে তিনি মাঠে থাকতে পারেননি।
যা খবর এই মুহূর্তে শাহরুখ খানও ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘জিরো’ ছবির শুটিংয়ে আমেরিকায় রয়েছেন অনুষ্কা। কিন্তু যেখানেই থাকুন না কেন বিরাটের দলকে চিয়ার করার কোনও সুযোগ তিনি ছাড়েন না।
আরও পড়ুন
নির্বাসনের মধ্যেই ক্লাব ক্রিকেট খেলতে পারবেন ব্যানক্রফট
Come on boys❤️🏏🎈 pic.twitter.com/XZi8WnkoMH
— Anushka Sharma (@AnushkaSharma) May 14, 2018
Yes my love. Indeed we arrived today 😃❤
— Virat Kohli (@imVkohli) May 14, 2018