E-Paper

ইন্ডিগো ও ডিজিসিএ-কে তিরস্কার সংসদীয় কমিটির

বুধবার ইন্ডিগোর সিওও ইসিদ্রো পরকুয়েরাস সংসদীয় কমিটির সামনে হাজিরা দেন। সেই সঙ্গে ডিজিসিএ এবং বিমানচালকদের সংগঠন ফেডারেশন অব পাইলট অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিদেরও ডেকে পাঠানো হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ০৭:৪০

— প্রতীকী চিত্র।

বিপর্যয়ের কারণ নিয়ে ‘সন্তোষজনক জবাব’ না দেওয়ার জন্য ইন্ডিগো এবং ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)-কে তীব্র ভর্ৎসনা করল সংসদীয় কমিটি। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সংসদীয় কমিটি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে কমিটির সদস্যদের তোলা প্রশ্নগুলির জবাব দিতে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে।

বুধবার ইন্ডিগোর সিওও ইসিদ্রো পরকুয়েরাস সংসদীয় কমিটির সামনে হাজিরা দেন। সেই সঙ্গে ডিজিসিএ এবং বিমানচালকদের সংগঠন ফেডারেশন অব পাইলট অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিদেরও ডেকে পাঠানো হয়েছিল। পরিবহণ, পর্যটন ও সংস্কৃতি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপার্সন তথা জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা বলেন, “বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল সংক্রান্ত একটি বিঘ্ন ঘটেছিল এবং আজ এ নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। পাইলটদের সংগঠন, বিমান সংস্থা এবং মন্ত্রকও বিস্তারিত ভাবে তাদের বক্তব্য জানিয়েছে। আমরা সবার বক্তব্য শুনেছি। তবে তদন্ত এখনও চলছে। তদন্ত শেষ হওয়ার পর প্রয়োজনে আমরা আবার বসতে পারি।” তদন্ত চলছে বলেই কমিটির তোলা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মন্ত্রক আরও সময় চেয়েছে।

এর আগে তদন্তকারী প্যানেলের তরফে ইন্ডিগো ও অন্যান্য বিমান সংস্থার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়। ওই বৈঠকে সঙ্কটের মূল কারণ হিসেবে উঠে আসা ‘বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি’ নিয়ে আলোচনা হয়। এই বৈঠকেও বিমান মন্ত্রক এবং ডিজিসিএ-র শীর্ষ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। বৈঠকটি হয় ইন্ডিগোর সদর দফতর পরিদর্শনের দু’দিন পর।

চার সদস্যের এই তদন্তকারী প্যানেলে রয়েছেন যুগ্ম ডিজি সঞ্জয় ব্রাহ্মণে, ডেপুটি ডিরেক্টর জেনারেল অমিত গুপ্ত, সিনিয়র ফ্লাইট অপারেশনস ইনস্পেক্টর কপিল মাঙ্গলিক এবং ফ্লাইট অপারেশনস ইনস্পেক্টর লোকেশ রামপাল।

ইন্ডিগোর চলতি উড়ান সঙ্কটের আবহে ভাইরাল হয়ে গিয়েছে ইনস্টাগ্রামের একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, ইন্ডিগোর উড়ান শেষ মুহূর্তে বাতিল। বিয়ের আসরে বরের পৌঁছনোই অনিশ্চিত হয়ে দাঁড়াল। শেষ অবধি চার্টার্ড বিমান ভাড়া করে রওনা দিলেন তিনি। তখন হাসি ফুটল কনের মুখে। বর অনিকেত আর কনে শ্রেয়ার এই ভিডিয়ো সমাজমাধ্যমে গভীর ছাপ ফেলেছে। বিয়ের মাত্র কয়েক ঘণ্টা আগে উড়ান বাতিল হওয়ায় আটকে গিয়েছিলেন অনিকেত। সেই খবর কনের বাড়ি পৌঁছনোমাত্র কান্নায় ভেঙে পড়েন শ্রেয়া। সকলে মনে করেছিলেন, বিয়ে হয়তো ভেস্তেই যাবে সেদিনকার মতো। পরিবারের সদস্যরা বিচলিত হয়ে শ্রেয়াকে ঘিরে ধরেন। তখনই দৃঢ় সিদ্ধান্ত নেন অনিকেত— তিনি একটি চার্টার্ড বিমান বুক করেন। এই সিদ্ধান্তের খবর কনের কাছে পৌঁছতেই বিয়েবাড়ির পরিবেশ ফের বদলাতে শুরু করে। এই আবেগের ওঠানামাই ভিডিয়োটির মূল আকর্ষণ।

সংবাদ সংস্থা

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Indigo Airlines Indigo airline Directorate General of Civil Aviation (DGCA) dgca

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy