বিশ্বকাপের পর থেকে দু’ জনকে একসঙ্গে খেলতে দেখা যায়নি। রাঁচীতে দেখা হয়ে গেল মহেন্দ্র সিংহ ধোনি ও ঋষভ পন্থের। ভারতের তরুণ উইকেটকিপার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে ধোনির সঙ্গে দেখা যাচ্ছে পন্থকে। ছবিটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে গিয়েছে নেট-দুনিয়ায়।
ধোনির ঘরের মাঠে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় টেস্ট ম্যাচ। দক্ষিণ আফ্রিকাকে এক ইনিংস ও ২০২ রানে হারিয়েছে ভারত। সেই টেস্ট চলাকালীন ধোনির খামারবাড়িতে চলে যান ভারতের তরুণ উইকেটরক্ষক। সেখানে গিয়ে অগ্রজ উইকেটকিপারের সঙ্গে দেখা করেন পন্থ। হয়তো পরামর্শও চান ধোনির কাছ থেকে।
কারণ ধোনিকে মেন্টর হিসেবে মানেন পন্থ। ধোনিও প্রয়োজনীয় পরামর্শ দিতে কখনও কার্পণ্য করেননি অনুজ পন্থকে। তরুণ উইকেটকিপারকে সামনে রেখেই এগিয়ে চলেছে ভারতীয় ক্রিকেট। দেশের নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ গতকালই জানিয়ে দিয়েছেন, তাঁরা তারুণ্যের উপরে জোর দিচ্ছেন। ধোনিকেও এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। সেই কারণেই পন্থকে সুযোগ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ভারত সফরের আগেই বড় ধাক্কা, চোটের জন্য ছিটকে গেলেন বাংলাদেশ অলরাউন্ডার
ওয়েস্ট ইন্ডিজ সফরে পন্থ নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সমালোচনার শিকার হতে হয়েছিল তাঁকে। শাকিবদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে পন্থই উইকেটের পিছনে দাঁড়াবেন। ধোনির বিকল্প হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে পন্থকে।
Good Vibes Only 😎🤘🏻 🐕 @mahi7781
আরও পড়ুন: ক্রিকেটারদের জন্য জল বইছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী! অভিভূত নেটজেনরা