Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মোহনবাগান অনুশীলনে চোট পেলেন ইউতা

নির্বাচনের ডামাডোলে নতুন দুই বিদেশি কবে আসবেন তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। এই পরিস্থিতিতে মোহনবাগান শিবিরে অস্বস্তি আরও বাড়ালেন ইউতা কিনোয়াকি! সোমবার বিকেলে অনুশীলনে চোট পেলেন জাপানি মিডফিল্ডার। 

উদ্বেগ: ইউতা চোট পাওয়ার পরে তাঁকে ঘিরে সতীর্থেরা। সোমবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে।  ছবি: সুদীপ্ত ভৌমিক

উদ্বেগ: ইউতা চোট পাওয়ার পরে তাঁকে ঘিরে সতীর্থেরা। সোমবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে। ছবি: সুদীপ্ত ভৌমিক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ০৪:০০
Share: Save:

নির্বাচনের ডামাডোলে নতুন দুই বিদেশি কবে আসবেন তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। এই পরিস্থিতিতে মোহনবাগান শিবিরে অস্বস্তি আরও বাড়ালেন ইউতা কিনোয়াকি! সোমবার বিকেলে অনুশীলনে চোট পেলেন জাপানি মিডফিল্ডার।

মালয়েশিয়ার কুয়ালা লামপুরে ইস্টবেঙ্গল আই লিগের প্রস্তুতি নিতে গেলেও মোহনবাগান অনুশীলন করছে কলকাতাতেই। সোমবার বিকেলে যুবভারতীর অনুশীলন মাঠেই ঘটে গেল বিপর্যয়। ফিটনেস ট্রেনিংয়ের পরে অর্ধেক মাঠে ফুটবলারদের দু’দলে ভাগ করে অনুশীলন ম্যাচ খেলাচ্ছিলেন কোচ শঙ্করলাল চক্রবর্তী। ম্যাচের মধ্যে ড্যারেন ক্যালডেইরার ট্যাকলে গোড়ালিতে চোট পেয়ে ছিটকে পড়েন ইউতা। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি। প্রাথমিক শুশ্রূষার পরে ফের খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যথা অনুভব করায় আর ঝুঁকি নেননি তিনি। ড্রেসিংরুমে ফিরে গিয়ে পায়ে আইসপ্যাক লাগিয়ে বসেছিলেন ইউতা। অনুশীলন শেষ হওয়ার পরেই নিজের ঘরে জাপানি মিডফিল্ডারকে ডেকে পাঠান মোহনবাগান কোচ। মিনিট পনেরো আলোচনার পরে যখন বেরোলেন ইউতা, তখনও তিনি খোঁড়াচ্ছেন। মোহনবাগান কোচ অবশ্য দাবি করলেন, ইউতার চোট খুব গুরুতর নয়। তবে কাফ মাসলেও সমস্যা রয়েছে জাপানি মিডফিল্ডারের। মাঠ শক্ত হওয়ার কারণেই নাকি দৌড়তে গেলে ব্যথা হচ্ছে ইউতার পেশিতে।

আই লিগ প্রস্তুতিতে তাই ফিটনেসে বাড়তি জোর দিচ্ছেন মোহনবাগান কোচ। তাই দুর্গাপুজোর সময়ও ছুটি দেননি। তবে পুজোর চার দিন শুধু সকালেই অনুশীলন করানোর পরিকল্পনা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Injury Yuta Kinowaki Mohan Bagan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE