Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ফের রানে যুবরাজ, অসম শেষ ৬৯ করে

যুবরাজ। দ্বিতীয় ইনিংসে ৭৬। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও যুবরাজ সিংহর ব্যাটে রানের জোয়ার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৬ ০৩:৫৩
Share: Save:

যুবরাজ। দ্বিতীয় ইনিংসে ৭৬।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও যুবরাজ সিংহর ব্যাটে রানের জোয়ার। ১৭৭-এর পর এ বার দ্বিতীয় ইনিংসে ৭৬ করলেন যুবরাজ। লাহলিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে পঞ্জাব জয়ের কথা ভাবছে। ১৭৫-৯-এ ডিক্লেয়ার করে জয়ের জন্য মধ্যপ্রদেশকে ৩০৭-এর টার্গেট দিল পঞ্জাব।

বিশাখাপত্তনমে রাজস্থান অসমকে ৬৯ রানে শেষ করে দিয়ে ইনিংস জয় পেয়ে গেল রাজস্থান। প্রথম ইনিংসে ১৯৫-এ অল আউট হওয়া অসমকে এ দিন মাত্র কুড়ি ওভারেই শেষ করে দেন দুই রাজস্থানি পেসার। অনিকেত চৌধুরি পাঁচ ও পঙ্কজ সিংহ চার উইকেট নেন।

ক্যাপ্টেন অভিনব মুকুন্দ ও দীনেশ কার্তিকের সেঞ্চুরিতে তামিলনাড়ু রেলওয়েজকে জয়ের জন্য ৪০১ রানের টার্গেট দিল। বিলাসপুরে প্রথম ইনিংসে এগিয়ে থাকা রেল আপাতত বিনা উইকেটে ১০৮। ম্যাচ এখন যে কেউ জিততে পারে।

কেদার যাদবের সেঞ্চুরি সত্ত্বেও মুম্বইয়ের বিরুদ্ধে বরোদার জয় অনিশ্চিত। দিল্লির পালামে প্রথম ইনিংসে ১৮ রানে পিছিয়ে থাকা বরোদা দ্বিতীয় ইনিংসে ৩২১-৫। লিড ৩০৩-এর। রবিবার তারা মুম্বইকে ব্যাট করতে দেয় কি না, সেটাই দেখার।

ওয়াংখেড়েতে মহারাষ্ট্রর ৬৩৫-২-এর বিশাল ইনিংসের পাল্টা ব্যাট করতে নেমে দিল্লি তৃতীয় দিনের শেষে ৩৭৬-৫। ঋষভ পন্থ ১৫৫-তে নট আউট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yuvraj Singh Ranji
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE