Advertisement
E-Paper

বিশ্বকাপের আগে যুবরাজকে আরও ম্যাচ খেলার পরামর্শ ধোনির

যুবরাজ সিংহকে নিয়ে আশাবাদী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। যার ফলে টি২০ বিশ্বকাপে যুবরাজের খেলার সম্ভবনা অনেকটা উজ্জ্বল হয়ে গেল। অস্ট্রেলিয়ায় সিরিজ ৩-০ জয়ের পর যুবরাজ প্রসঙ্গে ধোনি মনে করেন, বিশ্বকাপ পর্যন্ত যুবরাজকে আরও অনেক ম্যাচ খেলতে হবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৬ ২৩:৩০

যুবরাজ সিংহকে নিয়ে আশাবাদী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। যার ফলে টি২০ বিশ্বকাপে যুবরাজের খেলার সম্ভবনা অনেকটা উজ্জ্বল হয়ে গেল। অস্ট্রেলিয়ায় সিরিজ ৩-০ জয়ের পর যুবরাজ প্রসঙ্গে ধোনি মনে করেন, বিশ্বকাপ পর্যন্ত যুবরাজকে আরও অনেক ম্যাচ খেলতে হবে। তাহলে ক্রমশ আবার ফর্ম ফিরে পাবেন তিনি। শারীরিক অসুস্থতার জন্য অনেকদিন খেলার বাইরে ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

ধোনি দলের কম্বিনেশন নিয়েও আশাবাদী। তিনি বলেন, ‘‘আমার মনে হয় আমাদের দলের কম্বিনেশন এক ঠিক আছে। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে যুবরাজও ভাল করছে। ওর উপর কোনও চাপও থাকছে না। হাত খুলে ব্যাট করার সুযোগ থাকছে। আমি কখনও এক নিয়মেই ব্যাটিং অর্ডার সাজানোর পক্ষপাতি নই। অবস্থার উপর নির্ভর করে ব্যাটিং অর্ডারে পরিবর্তন হতেই পারে। এই মুহূর্তে আমাদের ব্যাটিং লাইনআপ খুব ভাল।’’

একদিনের সিরিজেও ব্যাটিং ভারতকে ভরসা দিলেও বোলিং ডুবিয়েছিল। টি২০ সিরিজে অবশ্য ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও মান বাঁচিয়েছে দেশের ক্রিকেটের। সুরেশ রায়নার ব্যাটেই শেষ বলে জয় এসেছে শেষ টি২০ ম্যাচে। সেই রায়নাকে নিয়েও উচ্ছ্বসিত অধিনায়ক। বলেন, ‘‘রায়না আইপিএল-৮ এ সব থেকে বেশি রান করেছে তিন নম্বরে ব্যাট করে। বিশ্ব টি২০ তেও তিন নম্বরে ব্যাট করে সে়ঞ্চুরি করেছিল। কিন্তু ওর সব থেকে বড় গুন ও ৫ বা ৬ নম্বরেও একইভাবে সফল। যেটা আর কেউ পারে না।’’

এর মধ্যেই হরভজন সিংহকে না খেলানো নিয়েও উঠে গেল প্রশ্ন। কিন্তু তিনি প্রথম এগারোয় আসতে পারবেন কি না সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে চাইলেন না ধোনি। ঘুরিয়ে বললেন, ‘‘প্রতিপক্ষের উপরই নির্ভর করবে কি দল নামানো হবে। পরে অবশ্য খেলানোর চেষ্টা করা হবে। কিন্তু এটাও দেখতে হবে জয়ের জন্য সেরা একাদশ কোনটা।’’ পুরনোদের সঙ্গে নতুনরাও এই সিরিজে নজর কেড়েছেন। তার মধ্যে অন্যতম বুমরাহ। তাঁর ইয়র্কর দেখে আপ্লুত অধিনায়ক। বলে দিলেন, ‘‘আজ ওর ইয়র্করগুলো খুব ভাল ছিল।’’ এবার অবশ্য সিরিজ জেয়র জন্য বোলারদেরও প্রশংসা করতে ভুললেন না অধিনায়ক।

আরও খবর

সিরিজ জিতে টি২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

yuvraj dhoni t20 win
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy