Advertisement
২৭ এপ্রিল ২০২৪
অভিনব শ্রদ্ধার্ঘ্য

ধোনির সাক্ষাৎকার নিলেন যুবরাজ

তাঁর ক্যাপ্টেন্সিতে বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন যুবরাজ সিংহ। তাঁর ক্যাপ্টেন্সিতে স্টুয়ার্ট ব্রডকে ছয় ছক্কাও মেরেছিলেন যুবরাজ।

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৭ ০৩:১৬
Share: Save:

তাঁর ক্যাপ্টেন্সিতে বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন যুবরাজ সিংহ।

তাঁর ক্যাপ্টেন্সিতে স্টুয়ার্ট ব্রডকে ছয় ছক্কাও মেরেছিলেন যুবরাজ।

ক্যাপ্টেন কুলের বিদায়বেলায় তাই তো অভিনব শ্রদ্ধার্ঘ্য যুবরাজ সিংহের।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ‘এ’ হারলেও ড্রেসিংরুমে ছিল ফুরফুরে আবহাওয়া। মহেন্দ্র সিংহ ধোনির ক্যাপ্টেন হিসেবে শেষ ম্যাচের পর ভারতের সফলতম অধিনায়কের সঙ্গে ভিডিও পোস্ট করেন যুবরাজ। যেখানে তিনি সাক্ষাৎকার নেন ধোনির। একের পর এক বাউন্সার ছোড়েন। আর জবাবেও আসে হেলিকপ্টার শট। প্রথমে যুবি জিজ্ঞেস করেন, ‘‘এত বছর অধিনায়কত্ব করা নিয়ে কী বলবে।’’ উত্তরে ধোনি বলেন, ‘‘তোমার মতো ক্রিকেটাররা থাকলে কাজটা আরও সহজ হয়ে যায়। অধিনায়ক হয়ে কাটানো দিনগুলো খুব ভাল ছিল। আশা করছি আর যত দিন খেলব এ রকমই কাটবে।’’

যুবির দ্বিতীয় বাউন্সার আসে। ‘‘আচ্ছা এ বার তুমি ক্যাপ্টেন নেই। আরও বেশি ছক্কা মারবে?’’ জবাবে ধোনি বলেন, ‘‘যদি বলটা ঠিকঠাক জায়গায় থাকে আর ছয় মারা যায় তা হলে অবশ্যই।’’ যুবরাজ যেমন বলেন, ধোনির ক্যাপ্টেন্সিতে এত দিন খেলতে পারায় তিনি খুব খুশি। একসঙ্গে এত ট্রফি জিততে পারাটা সত্যিই দারুণ। ধোনিও নিজের ট্রেডমার্ক ভঙ্গিতে বলে দেন, ‘‘ধন্যবাদ যুবরাজ। তুমিও কম আনন্দ দাওনি। তোমার সেই ছ’টা ছয় দেখতে পেয়েছিলাম সেরা সিট থেকে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MS Dhoni Yuvraj Singh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE