Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জিকোর বিস্ফোরণ, সাজানো ভি়ডিও দেখে এত বড় শাস্তি

কী বলব! বলার মতো কোনও শব্দ খুঁজে পাচ্ছি না। কমিটি যে নির্দেশ দিয়েছে সেটা দেখে প্রচণ্ড খারাপ লাগছে। কী ভাবে আইএসএল ১১ কোটি টাকার মতো বিরাট জরিমানা করল!

পানাজি শেষ আপডেট: ০৭ মে ২০১৬ ০৩:৪৭
Share: Save:

‘‘কী বলব! বলার মতো কোনও শব্দ খুঁজে পাচ্ছি না। কমিটি যে নির্দেশ দিয়েছে সেটা দেখে প্রচণ্ড খারাপ লাগছে। কী ভাবে আইএসএল ১১ কোটি টাকার মতো বিরাট জরিমানা করল! মালিকদের ২-৩ বছরের জন্য নির্বাসন আর গোয়ার ১৫ পয়েন্ট কেটে নিল?’’ প্রশ্ন জিকোর। তাঁর দাবি, ‘‘আমরা ঘটনার সময় সেখানে ছিলাম। কোচ মোরাসি সান্তানা আর ব্রুনো সিলভা দেখেছিল কী ভাবে আমাদের ডাগআউটে দত্তরাজ সালগাওকরকে হেনস্তা করেছিল এলানো।’’ সঙ্গে জিকোর চাঞ্চল্যকর মন্তব্য, ‘‘ভিডিওটা (যার উপর ভিত্তি করে শাস্তি দেওয়া হয় গোয়াকে) সাজানো। যে কেউ বুদ্ধি থাকলেই বুঝবে মালিকের নিগ্রহের ঘটনার আগে ভিডিওটা এডিট হয়েছে। আমাদের টিমের সবাই তো আর এমনি এমনি প্রতিক্রিয়া করেনি।’’ বৃহস্পতিবার আইএসএল কমিটির শাস্তি ঘোষণার আগে যে ভিডিও প্রকাশ করা হয় তাতে দেখা যাচ্ছে, এলানোর সঙ্গে দুর্ব্যবহার করছেন গোয়ার অফিসিয়ালরা।

পাশাপাশি জিকো আইএসএল ফাইনালের বিতর্কিত গোল নিয়েও প্রশ্ন তোলেন, ‘‘সে দিন মেন্ডোজার দ্বিতীয় গোল যেটা ও হাত দিয়ে করেছিল সেটা নিয়ে কিন্তু কোনও কথাই হল না। এটাই কিন্তু বুঝিয়ে দেয় যাঁরা মাঠে ছিল আর যাঁরা স্ট্যান্ডে ছিল তাঁদের মানসিকতা ঠিক কী রকম! ব্যাপারটা নিয়ে এমন ভাব দেখানো হল, যেন কিছুই হয়নি। গোলটার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। কিন্তু বলা হল প্রমাণ চূড়ান্ত নয়। অথচ এ রকম একটা সাজানো ভিডিও দেখে কঠিন শাস্তি দেওয়া হল!’’

এর আগে এফসি গোয়ার মালিক শ্রীনিবাস ডোম্পো এবং দত্তরাজ সালগাওকরের তরফে যৌথ বিবৃতিতে বলা হয়, শাস্তির নির্দেশে তাঁরা ‘শকড্’। ভারতের প্রাক্তন অধিনায়ক ব্রুনো কুটিনহো আবার বলেছেন, ‘‘এফসি গোয়ার মালিকরা একটা ভুল করে ফেলেছেন। তাতে কী? অন্যায় ভাবে শাস্তি দেওয়া হল ১১ কোটি টাকার। দুই মালিকই ভাল মানুষ। ফুটবলের জন্য অনেক করেছেন। কী কারণে তাঁদের ১১ কোটির জরিমানা হল, কেন তাঁদের দলের ১৫ পয়েন্ট কেটে নেওয়া হল?’’ ভারতের প্রাক্তন গোলকিপার ব্রহ্মানন্দও বলেন, ‘‘খুবই খারাপ হল। তার উপর চার মাস পরে এমন একটা বিরাট শাস্তি দেওয়াটা খুব অন্যায়। আমি তো বুঝতে পারছি না শাস্তি দিয়ে কী পেতে চাইছেন ওরা। ফুটবলের জন্য এটা খারাপ হল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Zico FC Goa Elano ISL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE