Advertisement
০২ মে ২০২৪

ফুটবলারদের আটকে রাখলেন জিজু

রবিবার রাতে সেল্টা ভিগোর বিরুদ্ধে শুরু থেকেই ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গ্যারেথ বেল। তা সত্ত্বেও ৩৩ মিনিটে ড্যানিয়েল ওয়াসের গোলে এগিয়ে যায় সেল্টা ভিগো।

হতাশ: ম্যাচের পরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: এএফপি

হতাশ: ম্যাচের পরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৮ ০৩:১২
Share: Save:

সেল্টা ভিগো ২ : রিয়াল মাদ্রিদ ২

নতুন বছরের শুরুতেই বিপর্যয়। সেল্টা ভিগোর বিরুদ্ধে ২-২ ড্র করে লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কার্যত শেষ রিয়াল মাদ্রিদের।

রবিবার রাতে সেল্টা ভিগোর বিরুদ্ধে শুরু থেকেই ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গ্যারেথ বেল। তা সত্ত্বেও ৩৩ মিনিটে ড্যানিয়েল ওয়াসের গোলে এগিয়ে যায় সেল্টা ভিগো। তিন মিনিটের মধ্যেই অবশ্য বেলের গোলে ম্যাচে ফিরে আসে রিয়াল। শুধু তাই নয়। ৩৮ মিনিটে ফের বেল-ই গোল করে এগিয়ে দেন রিয়ালকে। যদিও সি আর সেভেন এই ম্যাচেও ব্যর্থ। প্রথমার্ধে ২-১ এগিয়ে থাকা সত্ত্বেও জয় অধরা থাকল জিনেদিন জিদানের দলের। নেপথ্যে সেল্টা ভিগোর ম্যাক্সি গোমেস। ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে উরুগুয়ে স্ট্রাইকারের গোলে সমতা ফেরায় সেল্টা ভিগো। তবে ৭২ মিনিটে ইয়াগো আসপাসের পেনাল্টি রিয়াল গোলরক্ষক কেইলোর নাভাস না বাঁচালে হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হতো রোনাল্ডোদের।

সেল্টা ভিগোর বিরুদ্ধে ড্রয়ের ফলে ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবলের চার নম্বরে রিয়াল। শীর্ষ স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৮ ম্যাচে ৪৮। লিওনেল মেসি-দের চেয়ে ১৬ পয়েন্ট পিছনে রোনাল্ডোরা। ফুটবল বিশেষজ্ঞদের মতে, রিয়ালের লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভানা রবিবারই শেষ হয়ে গিয়েছে। স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, হতাশায় ম্যাচের পরে ড্রেসিংরুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন ক্ষুব্ধ জিদান। ফুটবলাররা সকলেই তখন ড্রেসিংরুমের ভিতরে ছিলেন। সাংবাদিক বৈঠকে হতাশ রিয়াল ম্যানেজার বলেছেন, ‘‘এই পারফরম্যান্সে আমরা প্রত্যেকেই ক্ষুব্ধ। কারণ, প্রথমার্ধে আমরা খুব ভাল খেলেছিলাম। অথচ দ্বিতীয়ার্ধে একেবারেই খেলতে পারিনি।’’ জিদান অবশ্য এখনও খেতাব জয়ের আশা ছাড়তে নারাজ। তিনি বলেছেন, ‘‘এ ভাবে যদি প্রত্যেক সপ্তাহে পয়েন্ট নষ্ট করি, তা হলে বার্সেলোনাকে ছোঁয়া অসম্ভব। তাই আমাদের এখন সব ম্যাচই জিততে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE