২০০১ সালের নভেম্বরে শেষবার বিদেশে টেস্ট জিতেছিল জিম্বাবোয়ে। ১৭ বছর পর যা এল বাংলাদেশে। সিলেটে মঙ্গলবার দুপুরে জিম্বাবোয়ে সিরিজের প্রথম টেস্টে ১৫১ রানে হারাল বাংলাদেশকে। যা সেদেশের ক্রিকেটে ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকল।
৩ নভেম্বর টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন জিম্বাবোয়ে অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা। প্রথম ইনিংসে জিম্বাবোয়ে করে ২৮২। বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ১৪৩ রানে। দ্বিতীয় ইনিংসে জিম্বাবোয়ে তোলে ১৮১ রান। চতুর্থ ইনিংসে জেতার জন্য বাংলাদেশকে করতে হত ৩২১ রান।
এদিন বিনা উইকেটে ২৬ নিয়ে সকালে শুরু করেছিল বাংলাদেশ। প্রথম উইকেটে ওঠে ৫৬ রান। তারপর নিয়মিত পড়তে থাকে উইকেট। মাহমুদুল্লাহর দলের ইনিংসে দাঁড়ি পড়ে ১৬৯ রানে। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ঘাতক হয়ে ওঠেন লেগস্পিনার ব্র্যান্ডন মাভুতা। তিনি ২১ রানে নেন চার উইকেট। সিকান্দার রাজা ৪১ রানে নেন তিন উইকেট।