Advertisement
২০ এপ্রিল ২০২৪

কোচিংয়ে ফেরার ইঙ্গিত জ়িদানের

গত মরসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন বার চ্যাম্পিয়ন করার পাঁচ দিনের মধ্যে দায়িত্ব ছেড়েছিলেন জ়িনেদিন জ়িদান। তাঁর সিদ্ধান্তে স্তম্ভিত হয়ে গিয়েছিল ফুটবল বিশ্ব। রিয়াল ছাড়ার পাঁচ মাসের কোচিংয়ে ফেরার ইঙ্গিত দিলেন ফরাসি কিংবদন্তি।

চর্চায়: ফের কোচের দায়িত্বে দেখা যাবে জিদানকে? ফাইল চিত্র।

চর্চায়: ফের কোচের দায়িত্বে দেখা যাবে জিদানকে? ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৩৪
Share: Save:

গত মরসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন বার চ্যাম্পিয়ন করার পাঁচ দিনের মধ্যে দায়িত্ব ছেড়েছিলেন জ়িনেদিন জ়িদান। তাঁর সিদ্ধান্তে স্তম্ভিত হয়ে গিয়েছিল ফুটবল বিশ্ব। রিয়াল ছাড়ার পাঁচ মাসের কোচিংয়ে ফেরার ইঙ্গিত দিলেন ফরাসি কিংবদন্তি।

স্পেনের একটি টেলিভিশনে জ়িদান বলেছেন, ‘‘অবশ্যই আমি কোচিংয়ে ফিরছি। কারণ, ফুটবল আমার জীবনের সঙ্গে জড়িয়ে। তাই দ্রুত কোচিংয়ে ফিরতে চাই।’’ এই ঘোষণার পরেই জ়িদানের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছ। তা হলে কি জোসে মোরিনহোর জায়গায় তিনি দায়িত্ব নিচ্ছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের? স্পেনের একটি সংবাদমাধ্যম দাবি করেছে, ইতিমধ্যেই জ়িদান তাঁর পছন্দের ফুটবলারদের তালিকা তুলে দিয়েছেন ম্যান ইউনাইটেড কর্তৃপক্ষের হাতে। সেই তালিকায় নাকি টোনি খোস, থিয়াগো আলকান্তারা, হামেস রদ্রিগেস ও এদিনসন কাভানির মতো তারকাদের নাম রয়েছে। ফরাসি তারকা কিন্তু ম্যান ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার জল্পনা নিয়ে কোনও মন্তব্য করেননি। ব্রিটিশ সংবাদমাধ্যম আবার পাল্টা দাবি করছে, ম্যান ইউনাইটেডের অন্যতম প্রধান কর্তা এডওয়ার্ড উডওয়ার্ডের সঙ্গে মোরিনহোর সম্পর্ক খুব ভাল। ফলে প্রাক্তন রিয়াল মাদ্রিদ ম্যানেজারের ম্যান ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। শুধু তাই নয়। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, ১০৭ মিলিয়ন পাউন্ডে (ভারতীয় মুদ্রায় প্রায় ১০২ কোটি) জুভেন্তাস থেকে পাওলো দিবালাকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছেন ‘দ্য স্পেশ্যাল ওয়ান’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Coaching Zinedin Zidan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE