লা লিগা
ওসাসুনা ০• রিয়াল মাদ্রিদ ০
স্পেনে ভয়ঙ্কর তুষারঝড়ের সময়েও আগুনে মেজাজ দেখা গেল জ়িনেদিন জ়িদানের। লা লিগায় শনিবার রিয়াল মাদ্রিদ গোলশূন্য ড্র করল ওসাসুনার সঙ্গে। এই ম্যাচ জিতলে শীর্ষে উঠে আসতেন করিম বেঞ্জেমারা। কিন্তু সেটা হল না। টেবলের উনিশ নম্বর ক্লাব ওসাসুনার বিরুদ্ধেও তাঁরা পয়েন্ট নষ্ট করলেন। তাতে জ়িদানের যাবতীয় রাগ গিয়ে পড়ল রেফারির উপরে। পাম্পলোনায় অবিরত বরফ পড়ায় এল সাদার স্টেডিয়ামে মাঠের মাঝখানটা কার্যত সাদা হয়ে যায়। তবু অন্যান্য জায়গায় কিছুটা সবুজ দেখা যাচ্ছিল বলে ম্যাচ বাতিল করেননি রেফারি। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন জ়িদান। বললেন, ‘‘ওরা খেলতে বাধ্য করল বলে দল নামাতে হয়েছে। সবাই দেখেছে, অবস্থা কতটা খারাপ ছিল। অবশ্যই ম্যাচ বাতিল করা উচিত ছিল। তা ছাড়া এটা কোনও ফুটবল ম্যাচই হয়নি। তবু আমরা শেষ পর্যন্ত খেলেছি! আমি এই ম্যাচ আয়োজনের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ জানাব।’’