Advertisement
২৬ এপ্রিল ২০২৪

হঠাৎই দায়িত্ব ছেড়ে জ়িদান কি ফ্রান্সমুখী?

হঠাৎ কী হল? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্লাব ছাড়ছেন এমন কোনও খবর কি তিনি পেয়েছেন? না কি গ্যারেথ বেলদের সঙ্গে বনিবনা হচ্ছিল না?

ইতিহাস: রোনাল্ডো-জ়িদান। রিয়ালে এই দৃশ্য আর দেখা যাবে না।

ইতিহাস: রোনাল্ডো-জ়িদান। রিয়ালে এই দৃশ্য আর দেখা যাবে না।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ জুন ২০১৮ ০৪:১৮
Share: Save:

রিয়াল মাদ্রিদে নক্ষত্রপতন! ক্লাবকে টানা তিন বার চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর ঠিক পাঁচ দিনের মাথায় কোচের চাকরি ছেড়ে দিলেন
জ়িনেদিন জ়িদান।

অথচ এই সে দিনও ইঙ্গিত দিয়েছিলেন, রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন। হঠাৎ কী হল? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্লাব ছাড়ছেন এমন কোনও খবর কি তিনি পেয়েছেন? না কি গ্যারেথ বেলদের সঙ্গে বনিবনা হচ্ছিল না? জল্পনায় নতুন রসদ দিলেন ফ্রান্স জাতীয় দলে জ়িদানের প্রাক্তন সতীর্থ দিদিয়ে দেশঁ। বললেন, ‘‘জানি না কবে। কিন্তু আমি নিশ্চিত জ়িদান এক দিন না এক দিন ফ্রান্স দলের দায়িত্ব নেবে।’’

এত বড় একটা ঘটনা যে ঘটতে যাচ্ছে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসের কাছে তার সামান্যতম আভাসও ছিল না। জল্পনা জটিল মাত্রা পেল রিয়াল গুরুর বিদায়ী সাংবাদিক বৈঠকে। তিনি বলেছেন, ‘‘ড্রেসিংরুমের এখন অন্য কারও কথা শোনার সময় হয়েছে।’’ কেন এমন কথা বললেন জ়িদান? তা হলে কি রোনাল্ডোরা ইদানীং তাঁর কথা পছন্দ করছিলেন না?

আরও পড়ুন: জিদান পরবর্তী রিয়ালের দায়িত্ব নিতে পারেন যাঁরা

রাফায়েল বেনিতেস রিয়াল ছাড়ার পরে জ়িদানের কোচিংয়ে স্পেনের এই বিশ্বখ্যাত ক্লাব খেলেছে ১৪৯টি ম্যাচ। অবিশ্বাস্য শোনালেও, সত্যিটা হচ্ছে তার ১০৪টি জিতেছে রিয়াল। আর মাত্র আড়াই বছরে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা তো স্বপ্নই। স্যর আলেক্স ফার্গুসন, পেপ গুয়ার্দিওলা, জোসে মোরিনহোরা বহু দিন কোচিং করিয়ে জিতেছেন দু’বার করে যে!

জ়িদান অবশ্য বিতর্ক এড়িয়ে বলে গেলেন, ‘‘সবই পরিবর্তনশীল। যে জন্যই এই সিদ্ধান্ত।’’ সঙ্গে বলতে ভুললেন না, ‘‘রিয়ালকে ভালবাসি। মনে হয় এই দলটার জয়ের গতি ধরে রাখাটাই সব চেয়ে জরুরি। কিন্তু তার জন্য দরকার পরিবর্তন। অন্য কেউ আসুক। অন্য কেউ কথা বলুন। দরকার নতুন পদ্ধতিরও।’’

জ়িদানের কোচিংয়ে এই মরসুমে ঘরোয়া লিগে ভাল খেলতে পারেনি রিয়াল। লা লিগায় তৃতীয়। কোপা দেল রে থেকে ছিটকে গিয়েছে কোয়ার্টার ফাইনালে। হতে পারে এই সব ব্যর্থতাও তাঁর চলে যাওয়ার একটা কারণ। এ জন্যই হয়তো কিছু দিন আগে বলেছিলেন, রিয়ালকে তাঁর আর নতুন কিছু দেওয়ার নেই। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ‘‘সবার কথা ভেবেই আমায় চলে যেতে হচ্ছে।’’

সবার মানে কি রিয়াল প্রেসিডেন্টের কথাও? পেরেস কিন্তু তাঁর পাশে বসেই বললেন, ‘‘আমি তো চেয়েছিলাম চিরকালের জন্য আমার পরে ও-ই আসুক।’’

পেরেসের মতোই বিষণ্ণ রিয়াল শিবির। অধিনায়ক সের্খিয়ো র‌্যামোস, যিনি জ়িদানের সঙ্গে রিয়ালে খেলেছেনও, তাঁর প্রতিক্রিয়া, ‘‘তোমার উত্তরাধিকার রিয়ালে থেকে যাবে।’’ শুধু কি র‌্যামোস? দানি কার্ভাহাল থেকে নাচো ফার্নান্দেস। টুইটের বন্যাতেও গভীর বিষণ্ণতা। মার্সেলো যেমন লিখলেন, ‘তোমার কাছে শিশুর মতো শিখেছি।’ আর যাঁকে পেয়ে বর্তে গিয়েছিলেন জ়িদানও, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লিখলেন, ‘তোমার খেলোয়াড়দের এক জন ছিলাম ভেবে গর্ব হচ্ছে।’

রিয়ালের ইতিহাসে আর একটি শোকের দিনের সাক্ষী থাকল বৃহস্পতিবারের মাদ্রিদ। জ়িদান স্বয়ং অবশ্য বলে গেলেন, ‘‘সিদ্ধান্তটা কঠিন হলেও মোটেই দিনটা আমার কাছে দুঃখের নয়।’’ মজা হচ্ছে, তিন বার চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেয়েও জ়িদান নিজেকে বেশি নম্বর দিচ্ছেন গত মরসুমে লা লিগা জয়। আর রিয়াল প্রেসিডেন্ট এত কিছুর পরেও বলে যাচ্ছেন, তিনি বিশ্বাস করেন না জিজু চলে যাচ্ছেন। তাঁর কাছে এই বিচ্ছেদ না কি সাময়িক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE