ধোনির মেয়ে জিভা। বয়স তার চার। কিন্তু এর মধ্যেই সে হয়ে উঠেছে নেট দুনিয়ার নতুন সেনসেশন। তার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড হলেই ভাইরাল হয়। যেমন হয়েছে গতকাল। ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, দিল্লির ক্যাপিটালসের উইকেট কিপার- ব্যাটসম্যান রিষভ পন্থকে অঙ্গি ভঙ্গি করে কিছু একটা শেখাচ্ছেন।
শনিবার রাতে এই ভিডিয়ো আপলোড করা হয়েছে জিভা সিংহ ধোনির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তার পরই ভাইরাল হয়েছে সেটি। আপলোড হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ১০ লক্ষ মানুষ দেখেছেন সেই ভিডিয়ো।
ওই ভিডিয়োতে ঋষভকে হিন্দি শেখাচ্ছিলেন জিভা। হিন্দি বর্ণমালার কয়েকটি শব্দ পন্থকে শেখাচ্ছিল ধোনির মেয়ে। পন্থও বাধ্য ছাত্রের মতো শুনছিল জিভার ‘লেসন’। ধোনির মেয়ের বলা শেষ হলে পন্থ জিভাকে উৎসাহিত করতে ‘থ্যাঙ্ক ইউ ম্যাডাম’ বললেন।
দেখুন কী ভাবে পন্থকে হিন্দি শেখাচ্ছে ধোনির মেয়ে জিভা-
আরও পড়ুন: ফাইনালে চেন্নাইকে থামানোর পরিকল্পনা ফাঁস সোশ্যাল মিডিয়ায়