ট্রফির অভাব নেই। ব্যালন ডি’অরও আছে তিনটে। এ বার কলেজ ডিগ্রিও জুড়ে গেল তাঁর নামের সঙ্গে! ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন শুধু মাত্র বিশ্বসেরা ফুটবলার নয়। মাঠের সবুজ ঘাস থেকে তিনি এখন ঢুকে পড়লেন চক-ব্ল্যাকবোর্ড-বেঞ্চের ক্লাসরুমেও।
কানাডার বিখ্যাত বিশ্ববিদ্যালয় ব্রিটিশ কলম্বিয়া অকনাগানে ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো’ বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ থাকছে ছাত্রদের। সমাজবিদ্যা নিয়ে যাঁরা পড়ছেন, তাঁরা রোনাল্ডোকে নিয়ে আলাদা করে চার বছরের কোর্স করতে পারবেন। সিআর সেভেনের স্টেপওভার বা ফ্রি-কিক নিয়ে এত দিন ফুটবল-বিশ্বে প্রচুর গবেষণা হয়েছে। পর্তুগিজ তারকা কী করে সমাজকে অনুপ্রেরণা দিচ্ছেন তাঁর প্রতিভার সাহায্যে, এ বার সেটা নিয়েই চার বছরের পাঠ্যক্রম তৈরি করা হচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়ে। কয়েক দিন আগে এই বিষয়ে ক্লাসও শুরু হয়ে গিয়েছে।
অভিনব যে পদক্ষেপের আসল লক্ষ্য, সমাজবিদ্যা নিয়ে শিক্ষার্থীদের আরও সচেতন করা। এই পদক্ষেপের সঙ্গে যুক্ত কানাডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লুই আগুইয়ার বলেন, “ক্লাসে রোনাল্ডো নিয়ে আলোচনা শুরু হয়। তার পর সেখান থেকে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষার্থীদের বোঝানো হয়।” তাঁর ইচ্ছে, সিআর সেভেন নিজে কোনও দিন ভিডিও কনফারেন্সে কথা বলুন শিক্ষার্থীদের সঙ্গে। লুই বলেন, “জানি না এই ডিগ্রিটার কথা রোনাল্ডো জানে কী না। ও কোনও দিন স্কাইপের মারফত আমার ছাত্রদের সঙ্গে কথা বললে দারুণ হবে। রোনাল্ডো শুধু দুর্দান্ত ফুটবলার নয়। সমাজের আদর্শও।”