Advertisement
০৭ মে ২০২৪

আইপিএল ম্যারাথন ছিল, এটা স্প্রিন্ট

কোনও জিনিস আর না থাকলে সেই জিনিসটার মূল্য বোঝা যায়। গত কয়েক মাসে ক্রিকেট ঘিরে উপলব্ধিটা আমার হচ্ছে। নিয়মিত ক্রিকেট থেকে ছুটিটা উপভোগ করলেও মাঠে ফিরে দারুণ লাগছে। শারীরিক ও মানসিক ভাবে আমি এখন দারুণ জায়গায়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের একটা ভাল দিক হল, আমার সব কিছু কেকেআরকে দিতে পারব। বাকি কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই।

জাক কালিস
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০২:০৩
Share: Save:

কোনও জিনিস আর না থাকলে সেই জিনিসটার মূল্য বোঝা যায়। গত কয়েক মাসে ক্রিকেট ঘিরে উপলব্ধিটা আমার হচ্ছে। নিয়মিত ক্রিকেট থেকে ছুটিটা উপভোগ করলেও মাঠে ফিরে দারুণ লাগছে। শারীরিক ও মানসিক ভাবে আমি এখন দারুণ জায়গায়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের একটা ভাল দিক হল, আমার সব কিছু কেকেআরকে দিতে পারব। বাকি কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই।

গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের পর প্রতিযোগিতামূলক ম্যাচ না খেললেও আমি পায়ের উপর পা তুলে বসে থাকিনি। কেপটাউনে এক ডজন নেট সেশন করেছি। যদিও কয়েক বার ঠান্ডার জন্য ইন্ডোরেই নেট করতে হয়েছে। গত সপ্তাহে একটা প্র্যাকটিস ম্যাচে আমি কিন্তু ৫৮ করেছি।

কেকেআর আমার কাছে একটা পরিবারের মতো। এখানে ব্যক্তিগত সাফল্য নয়, একে অন্যের জন্য আমরা ভাল খেলি। টিম হিসেবে এটাই কিন্তু আমাদের সাফল্যের কারণ। চ্যাম্পিয়ন্স লিগে আইপিএলের মতো অত হাইপ নেই। কিন্তু এখানে আইপিএলে না খেলা অনেক প্লেয়ার আইপিএলের মতো পরিবেশে খেলার সুযোগ পায়। আর আন্তর্জাতিক ক্লাব চ্যাম্পিয়নশিপ ব্যাপারটা আমার দারুণ লাগে। প্রথম দিকে এটা নিয়ে অত আগ্রহ ছিল না। কিন্তু এখন আছে।

গত আইপিএলের মতো এখানেও ঢিমে তালে শুরু করলে হবে না কিন্তু! আইপিএল সেভেনে জঘন্য শুরুর পর অনেক দিন ধরে বাকি টিমদের ধরার চেষ্টা করে যেতে হয়েছিল। এখানে সেটার সুযোগ থাকবে না। আইপিএল ম্যারাথন হলে এটা কিন্তু স্প্রিন্ট। আর যাদের শুরুটা ভাল হয়, স্প্রিন্টে তারাই এগিয়ে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE