Advertisement
১৮ এপ্রিল ২০২৪
প্রথম ম্যাচে নেই পিটারসেন

আজ দিন্দা-শামি লড়াই দেখতে মুখিয়ে বাংলা

এ শহরের প্রিয় নাইটরা মাঠে নেমে পড়লেও বাংলার ক্রিকেটপ্রেমীদের তৃষ্ণা মেটা এখনও বাকি। কারণ, বাংলার সেরা পাঁচই যে এখনও মাঠে নামেননি। বৃহস্পতিবার নামার পালা তাঁদের চার মূর্তির। এক দিকে দিল্লি ডেয়ারডেভিলসের জার্সি গায়ে শামি। সঙ্গে লক্ষ্মী, মনোজ। অন্য দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে অশোক দিন্দা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৪ ০৩:১৬
Share: Save:

এ শহরের প্রিয় নাইটরা মাঠে নেমে পড়লেও বাংলার ক্রিকেটপ্রেমীদের তৃষ্ণা মেটা এখনও বাকি। কারণ, বাংলার সেরা পাঁচই যে এখনও মাঠে নামেননি। বৃহস্পতিবার নামার পালা তাঁদের চার মূর্তির। এক দিকে দিল্লি ডেয়ারডেভিলসের জার্সি গায়ে শামি। সঙ্গে লক্ষ্মী, মনোজ। অন্য দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে অশোক দিন্দা।

বুধবার রাতে কেকেআর-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দেখতে টিভির সামনে যত ভিড় জমিয়েছিলেন বাঙালিরা, বৃহস্পতিবার দিন্দা বনাম শামির লড়াই তার চেয়ে বেশি ভিড় টানলে অবাক হওয়ার কিছু থাকবে না। এ বারের আইপিএল এ রকমই। কলকাতার দল এক দিকে, তারকারা অন্য দিকে। যেমনটা হয়েছিল দু’বছর আগে। যে বার সৌরভ গঙ্গোপাধ্যায় খেলেছিলেন পুণের ফ্র্যাঞ্চাইজির হয়ে। সে বার যেমন বাংলার ক্রিকেট মহল কার্যত দু’ভাগ হয়ে পড়েছিল, এ বারও খানিকটা সে রকমই। কেকেআরের হয়ে গলা ফাটাবেন, না বাংলার ক্রিকেটারদের হয়ে, সেটাই ঠিক করতে পারছেন না অনেকে।

বাংলার প্রাক্তন অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় যেমন বলে দিলেন, “কেকেআর এই শহরের দল, তাই ওদের খেলা দেখি, ওদের খোঁজ রাখি। কিন্তু সাপোর্ট করা যাকে বলে, তেমন ব্যাপার নেই। আমি বরং চাই বাংলার ছেলেরা ভাল খেলুক। কারণ আইপিএল এখন বিরাট প্ল্যাটফর্ম। যেখান থেকে অনেকেই সরাসরি ভারতীয় দলেও ডাক পেয়েছে।” লক্ষ্মীদের সতীর্থ সৌরাশিস লাহিড়ীও যে বৃহস্পতিবার শামি ও দিন্দার লড়াই দেখতে টিভির সামনে বসবেন, তা সাফ জানিয়ে বলেন, “দারুণ লড়াই হবে। তবে এটা বাংলাও নয়, ভারতও নয়। লড়াইটা যে খুব হেলদি, এই নিয়ে কোনও সন্দেহ নেই। আর আজ কেকেআরের টিম লিস্ট দেখে যা হতাশ হলাম, তার পর আর কেকেআর-কে বাংলার টিম ভাবতেই ইচ্ছে করছে না। আমি নিশ্চিত বাঙালি ক্রিকেটপ্রেমীরা বাংলার ক্রিকেটারদের খেলা দেখতেই বেশি আগ্রহী হবে।”

প্রাক্তন তারকা প্রণব রায়ের সামনে যদি কেকেআর আর বাংলার ক্রিকেটার পাশাপাশি রাখা হয়, তা হলে তিনি পরেরটাকেই বেশি গুরুত্ব দেবেন বলে জানালেন। তাঁর বক্তব্য, “কেকেআর কী করল, এটা আমার কাছে বড় কথা নয়। বাংলার ক্রিকেটাররা কেমন পারফরম্যান্স করে দেখাল, সেটাই বড় কথা। কারণ ওরাই সারা বছর বাংলার হয়ে রান করবে, উইকেট নেবে। আমি আজ যে জায়গায়, তা বাংলার জন্যই। এই কেকেআর টিমটায় কলকাতার ছোঁয়া নেই। তাই সমর্থন করার প্রশ্নও নেই।”

বৃহস্পতিবার শারজায় চার বাঙালি ক্রিকেটারকেই দেখা যাবে কি না, তা অবশ্য নিশ্চিত নয়। প্রশ্ন লক্ষ্মীরতন শুক্লকে নিয়ে। মঙ্গলবার প্র্যাকটিস ম্যাচে লক্ষ্মী খেলেননি। বুধবার রাতে শারজায় ফোন করে জানা গেল তখনও লক্ষ্মীকে জানানো হয়নি, তিনি পরের দিন খেলবেন কি না। লক্ষ্মী খেললে খেলবেন গত বারে দিল্লি টিমে থাকা আর এক অলরাউন্ডার ইরফান পাঠানের জায়গায়।

মহম্মদ শামিও অবশ্য প্র্যাকটিস ম্যাচে খেলেননি। তবে আইপিএল সেভেনের প্রথম ম্যাচে সম্ভবত খেলবেন। প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করার পর মনোজকে বাইরে রেখে গ্যারি কার্স্টেন দল নামাতে পারবেন না হয়তো। তবে কেভিন পিটারসেনের আঙুলের চোট এখনও ঠিক না হওয়ায় যেহেতু তিনি প্রথম ম্যাচে খেলতে পারবেন না, তাই অল্প হলেও দীনেশ কার্তিকের নেতৃত্বে মাঠে নামার ব্যাপারে আশায় আছেন লক্ষ্মী। ও দিকে ক্রিস গেইল, বিরাট কোহলির সঙ্গে অশোক দিন্দারও মাঠে নামার সম্ভাবনার কথাই শোনা যাচ্ছে। বাংলার তারকা পেসার বলছেন, “ডেথ ওভার বোলিংয়ে আমিই সেরা হতে চাই। নেটে এর জন্য প্রচুর ঘাম ঝরিয়েছি। আশা করি সফল হব।” বৃহস্পতিবার ভারতীয় দলের সেরা স্ট্রাইক বোলারের বিরুদ্ধে লড়াইয়ে তিনি জিততে পারেন কি না, সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ipltag dinda shami
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE