Advertisement
E-Paper

ওল্ড ট্র্যাফোর্ডের আগে বিশ্বকাপ বলে দিচ্ছেন গুরু-শিষ্য

ক্রুয়েফ, খুলিট, বাস্তেনরা যা পারেননি, বিশ্বকাপ নেদারল্যান্ডসে আনার সেই অসাধ্য কাজটাই কি করে ফেলতে পারবেন গুরু-শিষ্য জুটি? গুরু লুই ফান গল ও শিষ্য রবিন ফান পার্সি বলছেন, “ব্রাজিলে লড়াই কঠিন। তবে আমরা সেমিফাইনাল লক্ষ্য করেই এগোচ্ছি। ফাইনালের কথা ভাবা যাবে তার পর।” শুধু কমলা জার্সিধারীদের হয়েই নয়। বিশ্বকাপ শেষ হলেই গুরু-শিষ্য জুটি আবার উদয় হবেন ইংলিশ প্রিমিয়ার লিগে। সোমবারই শিষ্যের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার হিসেবে গুরুর নামের পাশে সিলমোহর পড়ল পাকাপাকি ভাবে। চুক্তি তিন বছরের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মে ২০১৪ ০৩:০৩
ফান গল

ফান গল

ক্রুয়েফ, খুলিট, বাস্তেনরা যা পারেননি, বিশ্বকাপ নেদারল্যান্ডসে আনার সেই অসাধ্য কাজটাই কি করে ফেলতে পারবেন গুরু-শিষ্য জুটি? গুরু লুই ফান গল ও শিষ্য রবিন ফান পার্সি বলছেন, “ব্রাজিলে লড়াই কঠিন। তবে আমরা সেমিফাইনাল লক্ষ্য করেই এগোচ্ছি। ফাইনালের কথা ভাবা যাবে তার পর।”

শুধু কমলা জার্সিধারীদের হয়েই নয়। বিশ্বকাপ শেষ হলেই গুরু-শিষ্য জুটি আবার উদয় হবেন ইংলিশ প্রিমিয়ার লিগে। সোমবারই শিষ্যের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার হিসেবে গুরুর নামের পাশে সিলমোহর পড়ল পাকাপাকি ভাবে। চুক্তি তিন বছরের। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডের প্রথম বিদেশি ম্যানেজার ও তাঁর শিষ্য এই মুহূর্তে নিজের দেশে ব্যস্ত বিশ্বকাপের প্রস্তুতির জন্য। সেখান থেকেই অ্যালেক্স ফার্গুসনের সিংহাসন পুনরুদ্ধারের লক্ষ্যে তাঁর মন্তব্য, “গর্বের মুহূর্ত। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো আমিও সাফল্যের জন্য মরিয়া। আশা রাখি, ইতিহাস গড়তে পারব। তবে আগে বিশ্বকাপ আর নেদারল্যান্ডসই মাথায় রাখছি।” আর সেই ইতিহাস গড়ার পথে দেশোয়ালি রবিন ফান পার্সিই যে তাঁর পছন্দের অধিনায়ক সে ইঙ্গিতও দিয়ে রেখেছেন আক্রমণাত্মক স্ট্র্যাটেজির জন্য বিখ্যাত ফান গল।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে যদিও ফান গলের অধিনায়ক ফান পার্সি। বিশ্বকাপের প্রস্তুতিতে ইকুয়েডরের বিরুদ্ধে ১-১ ম্যাচে ফান পার্সির গোলের পর ব্রাজিলেও যে ম্যান ইউ স্ট্রাইকার হাঁটুর চোট সত্ত্বেও তাঁর অন্যতম সেরা অস্ত্র তা গোপন করেননি বাষট্টি বছরের এই ডাচ কোচ।


ফান পার্সি।

বিশ্বকাপের জন্য নিজের চিরাচরিত আক্রমণাত্মক ৪-৩-৩ থেকে সরে এসে পাঁচ ব্যাক নিয়েই নামার পরিকল্পনা আপাতত ফান গলের মাথায়। ইকুয়েডরের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচেও তাই ৫-৩-২ ছকেই খেলতে দেখা গিয়েছে ডাচদের। অর্থাৎ বিশ্বকাপ জয়ে নতুন ছকই ইউএসপি ফান গলের। যেখানে দুই উইং আক্রমণ এবং রক্ষণে ভারসাম্য রক্ষা করবেন তাঁর স্ট্র্যাটেজিতে। কিন্তু ইকুয়েডরের বিরুদ্ধে সে কাজে তাঁর তিন সেন্ট্রাল ডিফেন্ডার ব্রুনো মার্টিন্স ইন্ডি, জোয়েল ফেল্টম্যান এবং স্টেফান দে ব্রিজ-এর মধ্যে বোঝাপড়ার অভাব বেশ প্রকট। একই সঙ্গে বর্ষীয়ান ডাচ কোচের সমালোচকরা প্রশ্ন তুলেছেন, রক্ষণে তরুণ ব্রিগেডকে প্রাধান্য দেওয়া হল কেন? যদিও তরুণ ফুটবলারদের তারকা বানিয়েই অতীতে কিস্তিমাতের একাধিক নজির রয়েছে ফান গলের শংসাপত্রে। প্রায় দুই যুগ আগে আয়াখসে কোচ থাকাকালীন ক্লুইভার্ট, বার্গক্যাম্প, দাভিদস, ওভারমার্সরা তারকা হয়েছিলেন তাঁর কোচিংয়েই।

রক্ষণের সঙ্গে ডাচ কোচের চিন্তা বাড়িয়েছে মাঝমাঠের নির্ভরযোগ্য সৈনিক স্ট্রুটমানের চোট। সঙ্গে গেম মেকারের ভূমিকায় স্নেইডারও এ বারের বিশ্বকাপে ডাচদের অন্যতম অস্ত্র।

তারুণ্যের জোশের সঙ্গে ডাচদের বিশ্বকাপ ভাগ্য ফেরাতে তাই আক্রমণে জোড়া ফলা রবেন এবং ‘ম্যান ফ্রাইডে’ সেই ফান পার্সিই ভরসা ফান গলের। ফান গল বলছেন, “ফান পার্সিই আসল লোক। ওর ফর্মের উপরই নির্ভর করবে বিশ্বকাপের পারফরম্যান্স।”

fifa world cup 2014 netherlands robin fan parshi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy