Advertisement
২০ মে ২০২৪

কাপ-কথা

বিশ্বকাপে ৫-৩-২ নতুন ছকে নামবে নেদারল্যন্ডস। ডাচ কোচ লুই ফান গল নতুন ছকের পরীক্ষাও শুরু করে দিলেন ইকুয়েডরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে। নতুন ছকে নেমে প্রথমে কিছুটা অস্বস্তিতেই ছিল ডাচ টিম। যার সুযোগ নিয়ে মনতেরো ইকুয়েডরকে এগিয়ে দেন। ফান গলের ছেলেরা অবশ্য কিছুক্ষণ পরেই ছন্দ ফিরে পান। প্রথমার্ধের শেষে নেদারল্যান্ডসকে সমতায় ফেরান ক্যাপ্টেন রবিন ফান পার্সি। ৫ জুন ব্রাজিল উড়ে যাওয়ার আগে ডাচ টিম আগামী সপ্তাহে পর্তুগালে প্রস্তুতি শিবিরে যোগ দেবে। এর পর ফান গলের ছেলেরা আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ঘানা আর ওয়েলসের বিরুদ্ধে।

শেষ আপডেট: ১৯ মে ২০১৪ ০৩:৪৯
Share: Save:

গলের নতুন ছক

বিশ্বকাপে ৫-৩-২ নতুন ছকে নামবে নেদারল্যন্ডস। ডাচ কোচ লুই ফান গল নতুন ছকের পরীক্ষাও শুরু করে দিলেন ইকুয়েডরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে। নতুন ছকে নেমে প্রথমে কিছুটা অস্বস্তিতেই ছিল ডাচ টিম। যার সুযোগ নিয়ে মনতেরো ইকুয়েডরকে এগিয়ে দেন। ফান গলের ছেলেরা অবশ্য কিছুক্ষণ পরেই ছন্দ ফিরে পান। প্রথমার্ধের শেষে নেদারল্যান্ডসকে সমতায় ফেরান ক্যাপ্টেন রবিন ফান পার্সি। ৫ জুন ব্রাজিল উড়ে যাওয়ার আগে ডাচ টিম আগামী সপ্তাহে পর্তুগালে প্রস্তুতি শিবিরে যোগ দেবে। এর পর ফান গলের ছেলেরা আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ঘানা আর ওয়েলসের বিরুদ্ধে।

ওলে ওলা

গত বার ছিল শাকিরার ‘ওয়াকা ওয়াকা’। এ বার ‘ওলে ওলা’ (আমরা সবাই এক)। বিশ্বকাপের গানে প্রখ্যাত ব্যক্তিত্বের ‘ট্রেন্ড’ শুরু ২০০৬ থেকে। সাইমন কাওয়েলের পপ গ্রুপ আর টনি ব্রাক্সটনের পারফরম্যান্সে। সদ্য মুক্তি পাওয়া ব্রাজিল বিশ্বকাপের সরকারি গানের ভিডিওতে আবার দেখা যাবে পপ তারকা পিট বুল, জেনিফার লোপেজ আর ব্রাজিলিয়ান সঙ্গীতশিল্পী ক্লদিয়া লেইতেকে। ইতিমধ্যেই আবার সোশ্যাল নেটওয়ার্কে এই ভিডিও নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। পিট বুলই অধিকাংশ ভিডিও জুড়ে রয়েছেন, জে লো-রা ব্রাত্য, এমন অভিযোগও উঠছে।

রিও-র পথে। রবিবার বাবার সঙ্গে বার্সেলোনা থেকে রিও ডি জেনেইরোর উদ্দেশে রওনা হলেন নেইমার।
সেখানেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন সাও পাওলোর ‘ওয়ান্ডার কিড’। ছবি টুইটার

দায়িত্বে ল্যাম্পার্ড

বিশ্বকাপে ইংল্যান্ডের সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। কোচ রয় হজসন জানিয়েছেন, চেলসির ৩৫ বছর বয়সি মিডফিল্ডারের উপর বিরাট ভরসা রয়েছে তাঁর। স্টিভন জেরার ব্রাজিলে না নামতে পারলে ক্যাপ্টেনের আর্মব্যান্ড যাবে ল্যাম্পার্ডের হাতেই। এর আগে ছ’বার ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব সামলানো ল্যাম্পার্ড জাতীয় দলের হয়ে মোট ১০৩টি ম্যাচ খেলে ফেলেছেন। হজসন বলে দেন, “ফুটবলার হিসেবে দক্ষতা বাদ দিয়েও বিশাল অভিজ্ঞতার জন্য বিশ্বকাপের ২৩ জনের দলে ল্যাম্পার্ড খুব গুরুত্বপূর্ণ সদস্য।” পাশাপাশি আবার ইংল্যান্ড দল নিয়ে হজসন যোগ করেন, “অনুশীলন শিবিরে প্রতিটা ফুটবলারের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলব। খুব উৎসুক আমি।”

নজরে বিশ্বকাপ
সবিস্তার দেখতে ক্লিক করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifa world cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE