Advertisement
০১ মে ২০২৪

কাপ কথা

ওয়েন রুনির সমালোচকদের চুপ করিয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক স্টিভন জেরার। জানিয়ে দিলেন, এ বারের বিশ্বকাপে রুনিই তাঁদের অন্যতম ভরসা। দিন কয়েক আগেই প্রাক্তন ইংরেজ ফুটবলার পল স্কোলস বলেছিলেন, “নিজের সেরা সময় পেরিয়ে এসেছে রুনি।” এ দিন স্কোলসের সেই মন্তব্য খণ্ডন করে জেরার বলেন, “স্কোলসের মন্তব্যের সঙ্গে এক মত হতে পারছি না। বিশ্বকাপে রুনিই আমাদের তুরুপের তাস। গত মরসুমে ইপিএল এবং চ্যাম্পিয়ন্স লিগেও ওর পারফরম্যান্স যথেষ্ট ভাল। বিশ্বকাপেও বিপক্ষের ত্রাস হয়ে দাঁড়াবে রুনি।”

শেষ আপডেট: ৩১ মে ২০১৪ ০৩:৫৬
Share: Save:

রুনির পাশে

ওয়েন রুনির সমালোচকদের চুপ করিয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক স্টিভন জেরার। জানিয়ে দিলেন, এ বারের বিশ্বকাপে রুনিই তাঁদের অন্যতম ভরসা। দিন কয়েক আগেই প্রাক্তন ইংরেজ ফুটবলার পল স্কোলস বলেছিলেন, “নিজের সেরা সময় পেরিয়ে এসেছে রুনি।” এ দিন স্কোলসের সেই মন্তব্য খণ্ডন করে জেরার বলেন, “স্কোলসের মন্তব্যের সঙ্গে এক মত হতে পারছি না। বিশ্বকাপে রুনিই আমাদের তুরুপের তাস। গত মরসুমে ইপিএল এবং চ্যাম্পিয়ন্স লিগেও ওর পারফরম্যান্স যথেষ্ট ভাল। বিশ্বকাপেও বিপক্ষের ত্রাস হয়ে দাঁড়াবে রুনি।” জুন মাসের শুরুতেই মার্কিন মুলুকের মায়ামিতে উড়ে যাবেন রুনিরা। সেখানে ইকুয়েডর ও হন্ডুরাসের সঙ্গে ওয়ার্মআপ ম্যাচ খেলে ব্রাজিলে নামবে ইংল্যান্ড। বিশ্বকাপে হজসনের দলের প্রথম প্রতিপক্ষ ইতালি।

নতুন জার্সি

ডাচদের সঙ্গে একই গ্রুপে থাকার যাতনা। অন্য সব দলের জন্য যখন দু’রকমের জার্সি বরাদ্দ তখন স্পেনের জন্য তৃতীয় জার্সি বানিয়ে দেওয়ার জন্য কিট প্রস্তুতকারী সংস্থাকে নির্দেশ দিল ফিফা। তাও আবার যুদ্ধকালীন তৎপরতায় দু’ সপ্তাহের মধ্যে। কারণ, ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কর্তাব্যক্তিদের মনে হয়েছে স্পেনের লাল জার্সি নেদারল্যান্ডসের কমলা জার্সির সঙ্গে অনেকটা মিলে যাচ্ছে। তাই নতুন সাদা জার্সি পরেই ১৩ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে রবেনদের নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবেন ইনিয়েস্তারা।

নেই রোনাল্ডো

বিশ্বকাপে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একই গ্রুপে ওয়ার্মআপ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে খেলিয়ে ঝুঁকি নিতে চান না পর্তুগাল কোচ পওলো বেন্তো। শনিবারই লিসবনে গ্রিসের মুখোমুখি হচ্ছে পর্তুগাল। সেই ম্যাচে নেই রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করলেও রোনাল্ডোকে পুরোপুরি ফিট মনে হয়নি কখনই। তাই চোটমুক্ত ফিট রোনাল্ডোকে বিশ্বকাপের জন্য পেতে চায় পর্তুগাল। রোনাল্ডোর সঙ্গে এই ম্যাচে নেই পেপেও। বিশ্বকাপে রোনাল্ডোদের প্রথম ম্যাচ জার্মানির বিরুদ্ধে। ১৬ জুন ওই ম্যাচে শুরু থেকেই এই দুই ফুটবলারকে নামাতে এখন থেকেই ছক সাজাচ্ছেন বেন্তো।

অসন্তুষ্ট ফিফা

১২ জুন বিশ্বকাপ উদ্বোধনের দিনেই সাওপওলোতে ব্রাজিল মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। কিন্তু সেই ম্যাচের দু’সপ্তাহ আগেও স্টেডিয়ামের প্রস্তুতিতে খুশি নয় ফিফা। শুক্রবারই দ্বিতীয় বার পরিদর্শনের কথা জানিয়েছেন ফিফা সচিব জেরোম ভালকে। সাওপাওলো স্টেডিয়ামের চেয়েও প্রস্তুতিতে পিছিয়ে নাটাল এবং পোর্তো আলেগ্রে-র স্টেডিয়াম। যা নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছেন ফিফা কর্তারা। ব্রাজিলের বিশ্বকাপ আয়োজক কমিটি যদিও আশাবাদী, বিশ্বকাপ শুরুর আগেই পুরো তৈরি থাকবে সব স্টেডিয়ামই।

ভবিষ্যদ্বাণী

ইংল্যান্ড কি গ্রুপ পর্যায়ের বাধা পেরোতে পারবে ব্রাজিল বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত যাবেন ওয়েন রুনিরা? জবাবটা বিশ্বকাপের বল গড়ানোর আগেই দিয়ে দিলেন মারিও বালোতেলি। ইতালির বিতর্কিত স্ট্রাইকার সাফ বলে দিয়েছেন, “ইংল্যান্ড বিশ্বকাপ জিততে পারবে না।” ১৪ জুন ইংল্যান্ডের বিরুদ্ধেই এ বারের বিশ্বকাপ অভিযান শুরু করছে ইতালি। আর বালোতেলি বলে দেন, “কয়েক জন ভাল প্লেয়ার আছে ঠিকই ইংল্যান্ডের। কিন্তু ওরা ইতালির আসল প্রতিদ্বন্দ্বী নয়।” তা হলে কি এ বার বিশ্বকাপে ফেভারিট ইতালি? বালোতোলি বলে দেন, “না, ইতালি ফেভারিট সেটাও বলছি না। তবে আমাদের মানসিকতায় আর এমন কিছু প্লেয়ার আছে যে চমকে দিতেই পারি।”

তৈরি দ্রোগবা

কুঁচকির অস্ত্রোপচারের পর সুস্থ হয়েই হুঙ্কার ছাড়ছেন দিদিয়ের দ্রোগবা। আইভরি কোস্টের তারকার ইঙ্গিত বিশ্বকাপে নজর রাখতে হবে তাঁর দিকেও। গত মাসে কাতারে অস্ত্রোপচার হয় চেলসির প্রাক্তন তারকার। মাস খানেকের মধ্যেই চোট সারিয়ে উঠেছেন বলে মনে করছেন তিনি। ৩৬ বছর বয়সি দ্রোগবা বলেন, “ফর্ম ফিরে পেতে প্রস্তুতি শিবিরে কঠোর পরিশ্রম করেছি।” চিকিৎকদেরও মত বিশ্রাম নিলেই ব্রাজিল বিশ্বকাপে মাঠে দেখা যেতে পারে দ্রোগবাকে।

শহরের রাজপথে বিশ্বকাপ ঘুড়ি। ছবি: রাজীব বসু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifa world cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE