Advertisement
০৫ মে ২০২৪

কাপ-কথা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৪ ০৩:৩৬
Share: Save:

ডেমিশেলিসের সেলিব্রেশন

আর্জেন্তিনার বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তির সেলিব্রেশনে নিজের চুল ছেঁটে ফেললেন মার্টিন ডেমিশেলিস। দু’বছর জাতীয় দলের বাইরে কাটানো ডিফেন্ডার তাঁর প্রত্যাবর্তনে এতটাই উচ্ছ্বসিত যে, নিজের ‘ট্রেডমার্ক’ পনিটেলটা কেটে ফেলতে একটুও দুঃখ পাননি। তবে তাঁর ভক্তরা হয়তো ডেমিশেলিসের সিদ্ধান্তে দুঃখ পাবেন। কারণ আর্জেন্তিনীয় তারকার পনিটেল নিয়ে নতুন গান বেঁধেছিলেন তাঁরা।

নয়্যার নেই

আর্মেনিয়ার সঙ্গে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে থাকছেন না ম্যানুয়েল নয়্যার। জার্মান গোলকিপার কাঁধের চোটে ভুগছেন। ব্রাজিল রওনা হওয়ার আগে শুক্রবারই শেষ প্রস্তুতি ম্যাচ জার্মানির। কোচ জোয়াকিম লো জানিয়েছেন, ঝুঁকি নিতে চান না বলেই নয়্যারকে খেলাবেন না শুক্রবার। তবে খেলতে পারেন চোট পাওয়া বাকি দুই তারকা ফিলিপ লাম এবং বাস্তিয়ান সোয়াইনস্টাইগার। লো জানিয়েছেন, দুই তারকার চোটই সেরে গিয়েছে।

সাবওয়ে ধর্মঘট

বিশ্বকাপ আয়োজন নিয়ে চূড়ান্ত ডামাডোলের মধ্যে নতুন সমস্যার সামনে ব্রাজিল। সাও পাওলো শহরের সাবওয়ে কর্মীরা জানিয়ে দিলেন যে, অনির্দিষ্ট কাল ধর্মঘটে যাচ্ছেন তাঁরা। বিশ্বকাপ স্টেডিয়ামে যাওয়ার প্রধান রাস্তাই সাও পাওলোর মেট্রো। ১২ জুন যে স্টেডিয়ামে বিশ্বকাপ উদ্বোধন এবং প্রথম ম্যাচ হওয়ার কথা। মেট্রো কর্মীদের সঙ্গে ইউনিয়নের মতবিরোধ হয়েছে মূলত বেতন বাড়ানো নিয়ে। এ দিকে, বিশ্বকাপ ম্যাচের টিকিট বিক্রি শেষ হল এ দিন।

শীর্ষে স্পেন

গত বারের চ্যাম্পিয়ন স্পেন এ বার ব্রাজিল রওনা হচ্ছে বিশ্বর্যাঙ্কিংয়ে এক নম্বর টিম হিসেবে। সদ্যপ্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে আয়োজক ব্রাজিল রয়েছে তিন নম্বরে। দু’নম্বরে জার্মানি এবং চারে পর্তুগাল। পাঁচ এবং ছয়ে রয়েছে যথাক্রমে আর্জেন্তিনা এবং সুইৎজারল্যান্ড। বিশ্বকাপের বাছাই টিমের মধ্যে সবচেয়ে নিচু র্যাঙ্কিংয়ে রয়েছে বেলজিয়াম (১১)। বিশ্বকাপে এ বার সবচেয়ে নিচু র্যাঙ্কিংয়ে রয়েছে অস্ট্রেলিয়া (৬২)।

ভিয়ার অবসর

বিশ্বকাপের পরই জাতীয় ফুটবল থেকে অবসর নেবেন বলে ঘোষণা করে দিলেন দাভিদ ভিয়া। স্পেনের বিশ্বজয়ী দলের সদস্য তাঁর দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলের (৫৬) মালিক। “গুডবাই বলতে আমার ভাল লাগে না। কিন্তু মনে হয় এটাই আমার শেষ বিশ্বকাপ। জাতীয় দলের হয়ে খেলা শেষ কয়েকটা ম্যাচ,” বলেছেন ৩২ বছরের স্ট্রাইকার। আটলেটিকো মাদ্রিদের হয়ে এ বার লা লিগা জয়ের পর এফসি নিউ ইয়র্ক সিটির সঙ্গে তিন বছরের চুক্তি সই করেন ভিয়া।

অনিশ্চিত রিবেরি

পিঠের চোট এখনও পুরোপুরি সারেনি ফ্রাঙ্ক রিবেরির। সরকারি ভাবে তাঁকে শুক্রবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে নিজেকে ফিট প্রমাণ করার জন্য। কিন্তু শোনা যাচ্ছে, ফরাসি তারকাকে সেরে ওঠার জন্য যত সম্ভব বেশি সময় দিতে তৈরি কোচ দিদিয়ের দেশঁ। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের একটাতেও খেলতে পারেননি ৩১ বছরের রিবেরি। দেশঁ অবশ্য তাঁর টিমের এক নম্বর তারকাকে বিশ্বকাপে পাওয়ার ব্যাপারে আশাবাদী।

ফান পার্সির আশ্বাস

নেডারল্যান্ডসের প্রধান ভরসা রবিন ফান পার্সি তাঁর ভক্তদের আশ্বস্ত করলেন যে, মোটেও চোটে ভুগছেন না তিনি। ওয়েলসের সঙ্গে ওয়ার্ম আপ ম্যাচে সাবধানতার কারণে নাকি তাঁকে হাফটাইমের পরে তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। হাঁটুর চোটের জন্য প্রায় ছ’সপ্তাহ মাঠের বাইরে ছিলেন ফান পার্সি। ওয়েলস ম্যাচে তাঁকে দেখে মনে হয়, কুঁচকির চোটে ভুগছেন। ফান পার্সি অবশ্য বলেছেন, “ওটাকে চোট বলব না। খেলার সময় অস্বস্তিটা বাড়ছিল বলে ঠিক করলাম, তখন উঠে যাওয়াই বুদ্ধিমানের কাজ।”

অনিশ্চিত চেম্বারলেন

ইকুয়েডর ম্যাচে হাঁটুতে যে চোট লেগেছিল অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেনের, তা সারতে দশ থেকে একুশ দিন লাগবে বলে জানানো হল। তাঁর জায়গায় ইংল্যান্ড স্কোয়াডে অন্য কাউকে নেওয়া হবে কি না, তা এখনও পরিষ্কার নয়। দশ দিনের মধ্যে চোট সেরে গেলে ইতালির বিরুদ্ধে প্রথম ম্যাচটাই শুধু মিস করবেন অ্যালেক্স। তবে একুশ দিন লেগে গেলে পরিবর্ত নেওয়ার কথা ভাবা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifa world cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE