Advertisement
E-Paper

কাপ কথা

বিশ্বকাপ শুরুর মাত্র পাঁচ দিন আগে ব্রাজিলের জন্য খারাপ খবর। হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন প্রাক্তন ফুটবলার ফের্নান্দাও। যিনি ২০০৬ ফিফা ক্লাব ওয়ার্ল্ড টিম ইন্টারন্যাশিওনালের অধিনায়ক ছিলেন। ২০০৪ এবং ২০০৮-এ ইন্টারন্যাশিওনালের হয়ে ১০০ ম্যাচে ৪২টি গোলের কৃতিত্ব রয়েছে ফের্নান্দাওয়ের। নিজের ব্যবসার কাজে যাওয়ার সময়ে এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ৩৬ বছরের প্রাক্তন ফুটবলারের সঙ্গে আরও চার জন সহকর্মী ছিলেন।

শেষ আপডেট: ০৮ জুন ২০১৪ ০৩:৪৪

দুর্ঘটনায় মৃত ফের্নান্দাও

বিশ্বকাপ শুরুর মাত্র পাঁচ দিন আগে ব্রাজিলের জন্য খারাপ খবর। হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন প্রাক্তন ফুটবলার ফের্নান্দাও। যিনি ২০০৬ ফিফা ক্লাব ওয়ার্ল্ড টিম ইন্টারন্যাশিওনালের অধিনায়ক ছিলেন। ২০০৪ এবং ২০০৮-এ ইন্টারন্যাশিওনালের হয়ে ১০০ ম্যাচে ৪২টি গোলের কৃতিত্ব রয়েছে ফের্নান্দাওয়ের। নিজের ব্যবসার কাজে যাওয়ার সময়ে এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ৩৬ বছরের প্রাক্তন ফুটবলারের সঙ্গে আরও চার জন সহকর্মী ছিলেন।

জয় পেল পতুর্গাল

অবশেষে টিমের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মে-র শেষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হাঁটুতে চোট পেয়েছিলেন সিআর সেভেন। থাইয়ের চোট সারিয়ে রোনাল্ডোর সঙ্গে রাউল মেরেলেসও অনুশীলনে যোগ দিয়েছেন। শনিবার পর্তুগিজ ফুটবল ওয়েবসাইটে এই খবর প্রকাশিত হয়েছে। তবে পেপের চোট নিয়ে চিন্তায় থাকতে হবে পাওলো বেন্তোকে। এ দিকে রোনাল্ডোবিহীন পর্তুগাল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইনজুরি টাইমে গোল করে কোনও মতে মেক্সিকোর বিরুদ্ধে জয় পেল। ডিফেন্ডার আলভেস ব্রুনোর দুরন্ত হেডের সহায়তায়। মঙ্গলবার বসনিয়ার বিরুদ্ধে একই ভাবে শেষ মুহূর্তে গোল খেয়ে ০-১-এ ম্যাচ হেরেছিল মিগুয়েল হেরেরার মেক্সিকো। ম্যাচের আগে অবশ্য প্রথম একাদশে হেরেরার দু’টি পরিবর্তন ছিল রীতিমতো চমকে দেওয়ার মতোই। দলের গুরুত্বপূর্ণ স্ট্রাইকার জেভিয়ার হার্নান্দেজ এবং কিপার গিলেরমো ওচোয়াকে শুরুতে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখেন মেক্সিকো কোচ। পরে অবশ্য পরিবর্তে নামান দুই ফুটবলারকেই। এ দিকে গ্রিসের সঙ্গে ড্রয়ের পর এ বার কোনও মতে মেক্সিকোর বিরুদ্ধে জয় পেলেও খুশি নন পাওলো বেন্তো।

জাগালোর সাধ

হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ দেখতে যাওয়ার ভাবনাচিন্তা শুরু করে দিলেন মারিও জাগালো। শিরদাঁড়ায় সংক্রমণের কারণে বারো দিন হাসপাতালে ভর্তি ছিলেন জাগালো। ব্রাজিলের প্রাক্তন ফুটবলার এবং কোচ যে ডাক্তারের তত্ত্বাবধানে ছিলেন তিনি অবশ্য উদ্বোধনী ম্যাচ দেখার অনুমতি দিয়েছেন তাঁকে। তবে সঙ্গে একজন নার্স রাখতে হবে। ব্রাজিলের ‘বুড়ো নেকড়ে’র ছেলে মারিও সিজার জানালেন, “ফিফার কাছে আমরা অনুমতি চেয়ে আবেদন জানিয়েছি। এখন উত্তরের অপেক্ষায় রয়েছি।”

আগুন জ্বলল

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। অথচ ব্রাজিল জুড়ে এখনও আগুন জ্বলছে। বিশ্বকাপ হওয়ার প্রতিবাদে। যেখানে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে সেই সাও পাওলোই শনিবার উত্তপ্ত হয়ে উঠল। এ দিন প্রায় তিন হাজার লোক ব্রাজিলের মতো গরিব দেশে বিশ্বকাপ হওয়ার প্রতিবাদে রাস্তায় নামেন। উদ্যোগ নিয়েছিলেন মেট্রো রেলের কর্মচারীরা। তবে বিভিন্ন পেশার মানুষেরা যেমন শিক্ষক, বাসচালক, এমনকী পুলিশে কর্মরত অনেকেও এ দিন মিলিত ভাবে সরকার বিরোধী প্রতিবাদে নেমেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চার্চ এবং টিয়ার গ্যাস ব্যবহার করতে হয়। নিত্য দিনের এই ঘটনার জেরে রীতিমতো চিন্তায় পড়ে গেছেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। মুখে অবশ্য বলছেন, “বিশ্বকাপ শুরু হয়ে গেলে হয়তো এই পরিস্থিতির পরিবর্তন হবে বলেই আমি আশা করছি।”

অনুশীলনে সুয়ারেজ

চোট সারিয়ে শুক্রবার থেকেই অনুশীলনে নেমে পড়লেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। উল্লেখ্য, দু’সপ্তাহ আগে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল। তার পর এই প্রথম তিনি দলের সঙ্গে অনুশীলনে নামেন। এ দিন অবশ্য হাল্কা স্ট্রেচিং আর জগিং করেই গা ঘামান। লিভারপুলের স্ট্রাইকার মাত্র ২৫ মিনিট অনুশীলন করেই উঠে পড়েন। কোচ অস্কার তাবারেজ যদিও সুয়ারেজের সুস্থ হয়ে ওঠার বিষয়ে আশাবাদী। তিনি বলেন, “ও দ্রুত সুস্থ হয়ে উঠছে। এটা খুব ভাল বিষয়। আমি ওকে নিয়ে আশাবাদী।”

সবিস্তার দেখতে ক্লিক করুন...

fifa world cup 2014
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy