Advertisement
০৬ মে ২০২৪

কাপ কথা

বিশ্বকাপের আসরে পৌঁছে গেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। দক্ষিণ-পূর্ব ব্রাজিলের কুরিতিবায় বিমান থেকে নামার সময়ই দিয়েগো কোস্তারা দেখতে পান বৃষ্টি হচ্ছে। পরে টিম হোটেলে পৌঁছে তাঁরা জানতে পারেন শহরে বন্যার পূর্বাভাস রয়েছে এবং সে জন্য স্থানীয় আবহাওয়া দফতর থেকে ‘অ্যালার্ট’-ও জারি করা হয়েছে।

শেষ আপডেট: ১০ জুন ২০১৪ ০৩:৩৭
Share: Save:

স্পেন শিবিরে বন্যার আতঙ্ক

বিশ্বকাপের আসরে পৌঁছে গেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। দক্ষিণ-পূর্ব ব্রাজিলের কুরিতিবায় বিমান থেকে নামার সময়ই দিয়েগো কোস্তারা দেখতে পান বৃষ্টি হচ্ছে। পরে টিম হোটেলে পৌঁছে তাঁরা জানতে পারেন শহরে বন্যার পূর্বাভাস রয়েছে এবং সে জন্য স্থানীয় আবহাওয়া দফতর থেকে ‘অ্যালার্ট’-ও জারি করা হয়েছে। এই সময় সাধারণত যা বৃষ্টি হওয়ার কথা (১০৪ মিলিমিটার), তার সীমা পেরিয়ে গিয়েছে গত শনিবারই। শহরের মেয়র গুস্তাভো ফ্রুয়েট জানিয়েছেন, শুক্রবার থেকে টানা বৃষ্টিতে পার্শ্ববর্তী দুই নদী বারিগুই ও বেলেমের উপছে পড়ার উপক্রম হয়েছে। সে জন্যই শহরে বন্যা আসতে পারে। তেমন অবস্থা হলেও দেল বস্কির দলের ছেলেদের কোনও সমস্যা হবে না বলে জানান মেয়র।

ইংল্যান্ডের বাস বিভ্রাট

দলের ফুটবলারদের নিয়ে প্র্যাকটিসে রওনা হচ্ছিলেন ইংল্যান্ড কোচ রয় হজসন। সাও কনরাডোয় রয়্যাল টিউলিপ হোটেল থেকে ইংল্যান্ড টিমের বাস বেরিয়ে যাওয়ার পরই হঠাৎ তাঁদের খেয়াল হল, বাসে নেই ডিফেন্ডার গ্যারি কাহিল। পাঁচ মিনিট চলার পরই বাস মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে। সকাল দশটায় শহরের ট্রাফিক থামিয়ে ইংল্যান্ডের টিম বাস ও তার কনভয় নিয়ে যাওয়া হচ্ছিল। কাহিল-কান্ডে আরও পাঁচ মিনিট থমকে রইল সেই রাস্তার ট্রাফিক। কাহিলকে হোটেল থেকে গাড়িতে করে নিয়ে গিয়ে বাসে তুলে দেওয়া হয়।

রুনিই বেকহ্যামের ভরসা

তোরা যে যাই বলিস ভাই, আমার ওয়েন রুনিকেই চাই— এমনই বলছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যাম। ইংল্যান্ড দলের হয়ে রুনির মাঠে নামা উচিত নয় বলে মন্তব্য করেছেন গ্যারি লিনেকার-সহ সে দেশের বেশ কয়েকজন প্রাক্তন তারকা। কিন্তু বেকহ্যাম বলছেন, হজসনের প্রথম এগারোয় রুনির থাকা উচিত। ইকুয়েডরের বিরুদ্ধে ইংল্যান্ডের সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচে গোল করে রুনি বুঝিয়ে দেন, তিনি ক্রমশ ম্যাচ ফিটনেস ফিরে পাচ্ছেন। ২০০৬ বিশ্বকাপে তাঁর সতীর্থ রুনি সম্পর্কে বেকহ্যাম বলেন, “আমি সবসময়ই ওয়াজার পক্ষে। ওর মতো খেলোয়াড়ের অবশ্যই প্রথম দলে থাকা উচিত। ওয়াজা মাঠে নেমে সর্বস্ব উজাড় করে দেয়। গোল না করলেও করায়।”

অস্কারের বই

বিশ্বকাপে নামার আগেই বই লিখে ফেললেন ব্রাজিলের মিডফিল্ডার অস্কার। বইয়ের নাম ‘অস্কার’স ব্রাজিল’। বিশ্বকাপে নামার আগে তাঁর অনুভূতির কথাই এই বইয়ে লিখেছেন অস্কার। তাঁর মতে, অন্যান্য দেশের ফুটবলারদের চেয়ে ব্রাজিলের ফুটবলারদের বিশ্বজয়ের প্রত্যাশার অনেক বেশি। লিখেছেন, “যদি প্রমাণ করতেই হয় যে, আমরা আগের প্রজন্মের ফুটবলারদের মতোই দক্ষ ও যোগ্য, তা হলে বিশ্বকাপ জেতা ছাড়া আর কোনও উপায় নেই।” তাই বলে অবশ্য প্রত্যাশার চাপের বিশাল বোঝা নিয়ে মাঠে নামতে চান না। সতীর্থদের উদ্দেশে লিখেছেন, “চাপ নিও না বন্ধুরা। দু’শো মিলিয়ন ব্রাজিলিয়ান আমাদের সঙ্গে। আমরা ভাল খেললেই তারাই আমাদের জিতিয়ে দেবে।”

উদ্বোধনে নেই জে লো

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে নিলেন জেনিফার লোপেজ। র‌্যাপ গায়ক পিটবুল ও ক্লদিয়া লেইতের সঙ্গে বৃহস্পতিবার এই অনুষ্ঠানে বিশ্বকাপের থিম সঙ গাওয়ার কথা ছিল জে লো-র। কারণটা নির্দিষ্ট ভাবে জানা না গেলেও বলা হয়েছে কিছু ‘প্রোডাকশন ইস্যু’-র জন্য নাকি তিনি বৃহস্পতিবার রাতের অনুষ্ঠানে পারফর্ম করতে পারবেন না। ২৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানে অবশ্য অন্য দুই শিল্পীকে সে দিন মঞ্চে দেখা যাবে। গত সপ্তাহেই জে লো বলেছিলেন, এই অনুষ্ঠানে গাওয়ার সুযোগ পেয়ে তিনি রোমাঞ্চিত। তবে অনুষ্ঠানের তিন দিন আগে হঠাৎ কী হল তাঁর, তা কারও কাছে পরিস্কার নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifa world cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE