প্রথা ভেঙে সুপার মডেল
ব্রাজিল কি নজির গড়বে? মঙ্গলবার সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিটা ঠিক হলে, ১৩ জুলাই মারাকানায় তেমনই ঘটতে যাচ্ছে! যখন নাকি ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের বদলে চ্যাম্পিয়নদের হাতে বিশ্বকাপটা তুলে দেবেন দুনিয়া কাঁপানো ব্রাজিলীয় সুপার মডেল, জিসেল বুন্দচেন! সোনালি কেশরাশির তেত্রিশের জিসেলকে জুনের ব্রাজিলীয় ভোগ পত্রিকার কভারে দেখা গিয়েছিল নেইমারের সঙ্গে। এক সন্তানের জননীর খেলাধুলো প্রেম নিয়ে এক ব্রিটিশ দৈনিক সদ্য ছেপেছে বিরাট প্রতিবেদন। “ব্রাজিলীয় সংস্কৃতি জীবনকে উপভোগ করতে শেখায়। বিশ্বকাপে যাঁরা আমাদের দেশে আসবেন, ব্রাজিলের এই সৌন্দর্য আর স্বতঃস্ফূর্ততা উপভোগ করবেন,” বলেছেন পাঁচ ফুট এগারো ইঞ্চির তন্বী। সব মিলিয়ে রাষ্ট্রপুঞ্জের পরিবেশ দূত জিসেলের হাত দিয়ে বিশ্বকাপ প্রদানের মঞ্চটা বোধহয় তৈরি!
রুনির ইচ্ছা
দলের রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের সঙ্গে প্র্যাকটিস করলেন রুনি। এই খবর পেয়ে ব্রিটিশ মিডিয়া আর চুপচাপ বসে থাকে কী করে? ফলাও করে এই খবর ছেপে মন্তব্য করা হল, রুনিকেও তা হলে হয়তো বৃহস্পতিবার উরুগুয়ে ম্যাচ থেকে রিজার্ভ বেঞ্চেই বসতে হবে। তবে ইংল্যান্ডের ফুটবল সংস্থার কর্তারা এই বিতর্কে জল ঢেলে দিয়ে জানালেন, রুনি না কি নিজেই ওঁদের সঙ্গে প্র্যাকটিস করতে চেয়েছিলেন। দলের কোচ গ্যারি নেভিলও বলছেন, তিনি রুনির পারফরম্যান্সে অসন্তুষ্ট নন। বলেন, “রুনিকে আগেও বাঁ দিকে খেলতে দেখেছি। ইংল্যান্ড ও ম্যান ইউ, দু’দলের হয়েই। ও দলের জন্য সব কিছুই করতে রাজি। তা ছাড়া আমাদের কোচিং স্টাফরা কেউই বলেননি যে ওর পারফরম্যান্স খারাপ।”
কর্পোরেট বিশ্বকাপ
সুদূর ব্রাজিলে বিশ্বকাপ হলেও ভারতে কর্পোরেট সংস্থাগুলি জনতার উৎসাহ কাজে লাগিয়ে বাজার মাত করার লড়াইয়ে নেমে পড়েছে। যেমন এক নামী মোবাইল প্রস্তুতকারী সংস্থা তাদের নতুন মডেলে এক নয়া ‘ফুটবল অ্যাপ’ চালু করল। যা ডাউনলোড করে অনায়াসে আঙুলের ছোঁয়ায় ফুটবল খেলা যাবে। এই ফুটবলে সেরা পারফরম্যান্স দেখিয়ে পাঁচ ফুটবলপ্রেমী নু ক্যাম্পে বার্সেলোনা এফ সি-র খেলা দেখতে যাওয়ার সুযোগও পাবেন বলে এ দিন শহরে এসে ঘোষণা করলেন এই মোবাইল সংস্থার পূর্বাঞ্চলীয় কর্তা কিশলয় কুমার। অন্য দিকে বিশ্বকাপের অনুমোদিত নরম পানীয় সংস্থা সারা মাস জুড়ে কলকাতা তথা বাংলার বিভিন্ন প্রান্তে তাদের ‘হ্যাপিনেস ক্যান্টার’ পাঠাবে ফুটবলপ্রেমীদের টুপি, টি-শার্ট, বল ও অন্যান্য বিশ্বকাপ মার্চেন্ডাইজ জেতার সুযোগ দিতে।
টুইটার, ফেসবুক নিষিদ্ধ
শৃঙ্খলা নিয়ে বরাবরই বেশ কড়া ফাবিও কাপেলো, যিনি এখন রাশিয়ার কোচ। তা সেই কাপেলো এ বার তাঁর দলের ফুটবলারদের উপর ফতোয়া জারি করলেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিছুই করা যাবে না। ব্রাজিলে থাকাকালীন তাঁদের ও সব করতে বারণ করে দিলেন কাপেলো। কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে এই ব্যাপারে তাঁর স্পষ্ট বক্তব্য, “এখানে থাকাকালীন সোশ্যাল নেটওয়ার্কিং বন্ধ রাখতে হবে ওদের। বাড়ি ফিরে যা খুশি করতে পারে। টুইটার, ফেসবুকে মাঝেমধ্যে কিছু নোংরা জিনিস ছড়ানো হয়। আমি চাই না আমার দলের মধ্যে ও সব ছড়াক।”
তিনেই আটকে জুয়াড়িরা
সবে তো শুরু। কিন্তু এর মধ্যেই সারা দুনিয়ার জুয়াড়িরা বিশ্বকাপ জয়ের দৌড়ে তিনটি দলকে বেছেই নিয়েছে। তাদের বক্তব্য, ১৩ জুলাই মারাকানায় ফাইনালের পর কাপ হাতে তুলবে ব্রাজিল, আর্জেন্তিনা বা জার্মানি। তিন দলের মধ্যে জুয়াড়িদের ফেভারিটদের তালিকায় এক নম্বরে ব্রাজিল, যাদের পক্ষে বাজির দর ৩:১। বিশ্বখ্যাত বেটিং সংস্থা ল্যাডব্রোকের দর এটি। দু’নম্বরে থাকা আর্জেন্তিনার চ্যাম্পিয়ন হওয়ার পক্ষে দর ১৯:৫ এবং জার্মানির পক্ষে ৯:২। ইতালি ও ফ্রান্সের পক্ষে দর ১৮:১। ইংল্যান্ডের ৩৩:১। অর্থাৎ এই দলগুলো চ্যাম্পিয়ন হলে এদের পক্ষে বাজি রাখা জুয়াড়িরা কোটিপতি হয়ে যেতে পারে।
ক্লিন্ট ডেম্পসি পঞ্চম দ্রুততম
সোমবার ভোর রাতে ঘানার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২-১ জয়ের প্রথম গোলটি মার্কিন ফরোয়ার্ড ক্লিন্ট ডেম্পসি করেন ম্যাচের মাত্র ৩২ সেকেন্ডের মাথায়। বিশ্বকাপ ফুটবলের চুরাশি বছরের ইতিহাসে এটা পঞ্চম দ্রুততম গোল।
ডেম্পসির আগে আছেন
হাকান সুকুর (তুরস্ক)
১১ সেকেন্ড। ২০০২-এ তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে তুরস্ক ৩-২ হারায় দক্ষিণ কোরিয়াকে।
ভাকলাভ মাসেক (চেকোস্লোভাকিয়া)
১৬ সেকেন্ড। ১৯৬২-তে প্রথম রাউন্ডে চেকরা হারে মেক্সিকোর কাছে ১-৩।
আর্নস্ট লেনার (জার্মানি)
২৫ সেকেন্ড। ১৯৩৪-এ তৃতীয় স্থানের ম্যাচে জার্মানি ৩-২ হারায় অস্ট্রিয়াকে।
ব্রায়ান রবসন (ইংল্যান্ড)
২৭ সেকেন্ড। ১৯৮২-তে প্রথম রাউন্ডে ফ্রান্সকে ৩-১ হারায় ইংল্যান্ড।
ম্যাচের সেরা: মারুয়ান ফেলাইনি
দ্বিতীয়ার্ধে পরিবর্তে নেমেই ম্যাচের ছবি পাল্টে দেন। দে ব্রায়ানের পাসে দুর্দান্ত হেড দিয়ে গোল করেন ফেলাইনি। যার সৌজন্যে বেলজিয়াম ১-১ করে। ছাব্বিশ বছরের ফেলাইনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যান ইউতে খেলেন। বেলজিয়ান ক্লাব স্ট্যান্ডার্ড লিজ থেকে কেরিয়ার শুরু করেন তিনি। ধারাবাহিক ভাল খেলে যাওয়ায় ইংলিশ প্রিমিয়ার লিগের অনেক ক্লাব থেকে প্রস্তাব আসে। অবশেষে এভার্টনে সই করেন ফেলাইনি। যে ক্লাবে পাঁচ বছর কাটিয়ে ২০১৩-১৪ মরসুমে ম্যান ইউ জার্সি পরেন।
মেসি-নেইমার-মুলার সহ অংশগ্রহণকারী ৩২ দেশের রকমারি পদ সহযোগে শুরু হল বিশ্বকাপ খাদ্য-উৎসব। পূর্ব কলকাতার
এক শপিং মলে সেই উপলক্ষে পথ শিশুদের সঙ্গে হাজির দিব্যেন্দু বড়ুয়া, শিশির ঘোষরা। মঙ্গলবার। ছবি: শঙ্কর নাগ দাস