Advertisement
২৩ এপ্রিল ২০২৪

কাপ কথা

প্রথম রাউন্ড থেকেই ছিটকে যাওয়ার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিলেন ওয়েন রুনি। ফেসবুকে তিনি জানিয়েছেন, “বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে আমি বিধ্বস্ত। সমর্থকদের জন্য দুঃখিত। আমরা এ বারও ভাল খেলতে পারিনি।” রুনির এই ক্ষমাপ্রার্থনা এক লক্ষ্যেরও বেশি সমর্থক ‘লাইক’ করেছেন। তবে ক্লাব সতীর্থের এই দুঃসময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন ডাচ তারকা ফান পার্সি। তিনি বলেছেন, “ইতালি-ইংল্যান্ড ম্যাচটা দেখেছি। উরুগুয়ে ম্যাচটাও দেখেছি। আমার মনে হয়, ইংল্যান্ড ভাল খেলেছে। ওদের দুর্ভাগ্য ওদের ছিটকে দিল।

শেষ আপডেট: ২২ জুন ২০১৪ ০৪:০৩
Share: Save:

ক্ষমাপ্রার্থী রুনি

প্রথম রাউন্ড থেকেই ছিটকে যাওয়ার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিলেন ওয়েন রুনি। ফেসবুকে তিনি জানিয়েছেন, “বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে আমি বিধ্বস্ত। সমর্থকদের জন্য দুঃখিত। আমরা এ বারও ভাল খেলতে পারিনি।” রুনির এই ক্ষমাপ্রার্থনা এক লক্ষ্যেরও বেশি সমর্থক ‘লাইক’ করেছেন। তবে ক্লাব সতীর্থের এই দুঃসময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন ডাচ তারকা ফান পার্সি। তিনি বলেছেন, “ইতালি-ইংল্যান্ড ম্যাচটা দেখেছি। উরুগুয়ে ম্যাচটাও দেখেছি। আমার মনে হয়, ইংল্যান্ড ভাল খেলেছে। ওদের দুর্ভাগ্য ওদের ছিটকে দিল। ওয়েন খুবই ভাল খেলেছে। চারটে গোল করতে পারত ও। তাই ওকে দোষ দেওয়া উচিত নয়।”

থাকছেন তোরে ভাইরা

ভাইয়ের মৃত্যুতে শোকাহত। কিন্তু ব্রাজিলে তাঁদের জাতীয় দায়িত্ব পালন করবেন ঠিকই। আইভরি কোস্টের দুই ফুটবলার ভাই ইয়াইয়া ও কোলো তোরে জানিয়েছেন, দল ছেড়ে যাবেন না। বৃহস্পতিবারই তাঁদের ২৮ বছর বয়সি ছোট ভাই ইব্রাহিম ক্যান্সারে মারা গিয়েছেন। সে দিন ম্যাচ শেষ হওয়ার পরই তাঁদের এই মর্মান্তিক খবর দেয় সে দেশের ফেডারেশন। মঙ্গলবার তাদের গ্রুপের শেষ খেলা গ্রিসের বিরুদ্ধে। এই ম্যাচ জিতলে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারে তারা। এই অবস্থায় দলকে ছেড়ে যেতে চান না ইয়াইয়ারা।

জল-বিরতিতে সায় আদালতের

তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়স ছাড়ালে বিশ্বকাপের ম্যাচে জল-বিরতি দিতেই হবেফিফাকে এমনই নির্দেশ দিল ব্রাসিলিয়ার এক লেবার কোর্ট। কোর্ট বলেছে, প্রতি অর্ধে ৩০তম মিনিটের আশেপাশে জলপানের বিরতি দিতেই হবে ফুটবলারদের। ফিফা আগে ঠিক করেছিল, যুযুধান দলের ডাক্তাররা চাইলে জল-বিরতি দেওয়া হবে। ফিফা আদালতের রায় মেনে নিতে রাজি।

তারকা সাংবাদিক

শেষ ষোলোয় ওঠায় কোস্টা রিকার ফুটবলাররা তো এখন তারকা বটেই। সেই সঙ্গে আর এক কোস্টা রিকানও এখন বিশ্বকাপের বড় তারকা। টুইটারে যাঁর ফলোয়ারের সংখ্যা ৪৮ হাজারও ছাড়িয়ে গিয়েছে। ইনি জালে বেরহিমি। কোস্টা রিকার এক টিভি চ্যানেলের হয়ে ব্রাজিলে এসেছেন এই সুন্দরী-তরুণী সাংবাদিক। ফুটবলের চেয়ে বিশ্বকাপ চলাকালীন ব্রাজিলের মেজাজ ও তাকে নিয়ে উন্মাদনার খবর সংগ্রহ করতেই বেশি উৎসাহ ২৮ বছরের জালের। কাজটাতে তিনি একেবারে মানিয়েও গিয়েছেন। দেশের মানুষ দলের খেলা ছাড়াও তাঁর অনুষ্ঠানও গোগ্রাসে গিলছেন। আর টুইটারে তাঁর পোস্ট ও ছবির জনপ্রিয়তা কতটা, তার নমুনা তো তাঁর ফলোয়ারের সংখ্যা থেকেই পাওয়া যাচ্ছে।

ক্যামেরুনে কোন্দল

ক্রোয়েশিয়ার কাছে ৪-০ হারের পর ক্যামেরুন দলের মধ্যেই ব্যাপক ঝামেলা শুরু হয়ে গেল। এমন ঝামেলা যে, তাদের দেশের ফেডারেশন এই নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। শোনা যাচ্ছে, হারের পর ড্রেসিংরুমে ফিরে ডিফেন্ডার আসু-একোতো এক সর্তীথর্র মাথায় ঢুঁসো মারেন। মেক্সিকোর কাছেও হেরেছিল তারা। তাই বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে তারা। শেষ ম্যাচ ব্রাজিলের বিরুদ্ধে। তার আগেই দেশে ফিরে শাস্তির খাঁড়া ঝুলতে শুরু করে দিয়েছে কয়েকজন ফুটবলারের মাথার উপর।

আশকান ডেজাগা

বয়স ২৭। এর মধ্যেই দু’দুটো দেশের হয়ে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা আশকান ডেজাগার। শনিবার বিশ্বকাপে আর্জেন্তিনার মতো শক্তিশালী দেশের চ্যালেঞ্জ সামলে ইরানকে প্রায় এগিয়ে দিয়েছিলেন তিনি। দু’বার তাঁর দুরন্ত হেড কোনওরকমে বাঁচান আর্জেন্তিনার গোলকিপার রোমেরো। মূলত ফুলহ্যামের আক্রমণাত্মক মিডফিল্ডারের দাপটেই আর্জেন্তিনার রক্ষণকে বারবার কেঁপে উঠছিল। যাঁর আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয়েছিল জার্মানির হয়ে। বছর সাতেক আগে আশকান ইজরালের বিরুদ্ধে জার্মানির বিরুদ্ধে নামতে চাননি। ইরানে তাঁর পরিবারের কথা ভেবে। ২০১১ থেকে তিনি ইরানের হয়ে প্রতিনিধিত্ব করেন।

লিওনেল মেসি

বার্সেলোনার জার্সিতে অসম্ভব সাফল্য থাকলেও দেশের জার্সিতে তিনি ব্যর্থ। লিওনেল মেসিকে কথাটা কম শুনতে হয়নি। ব্রাজিল বিশ্বকাপে যা ভুল প্রমাণ করার চ্যালেঞ্জে ফের সফল আর্জেন্তিনার মহাতারকা। বসনিয়া ম্যাচের পর ইরানের বিরুদ্ধেও তাঁর গোলেই ম্যাচের শেষ মুহূর্তে বিশ্বকাপের নক আউটে যাওয়া নিশ্চিত করে ফেলল আর্জেন্তিনা। মেসির ২৫ গজের দুরন্ত সোয়ার্ভিং শটের কোনও জবাব ছিল না ইরানের কাছে। তাই গোটা ম্যাচে হাড্ডাহাড্ডি লড়েও হার মানতে বাধ্য হল কার্লোস কুইরোজের টিম। ম্যাচের সেরা তাই আর্জেন্তিনার ক্যাপ্টেনই। যিনি এ দিন আর্জেন্তিনার হয়ে সবচেয়ে কম বয়সে ৪০ গোল করার নজিরও গড়লেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifaworldcup fifa world cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE