Advertisement
০৫ মে ২০২৪
মাঠের বাইরে ব্রাজিল ১ : ক্রোয়েশিয়া ১

কাফুর কাছে বিশ্বজয়ের টোটকার খোঁজে সিলভা

অতীতের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল অধিনায়কের পরামর্শ নিতে দৌড়চ্ছেন বর্তমান ব্রাজিল অধিনায়ক। পরামর্শ চাইতে গেলে থিয়াগো সিলভাকে কাফু বলে দিচ্ছেন, “মাথা ঠান্ডা রাখো। দেখো, টিমেও যাতে শান্ত ভাবটা থাকে!” ১২ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কে, সবাই জানে। কিন্তু কে জানত, মাঠের যুদ্ধের আগেই ক্রোটরা এমন হুঙ্কার দিতে থাকবে? ক্রোয়েশিয়া ডিফেন্ডার লোভরেন যেমন শুনিয়ে রাখছেন, “ব্রাজিলকে আমরা মোটেও ভয় পাচ্ছি না।’’

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জুন ২০১৪ ০৩:২৬
Share: Save:

অতীতের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল অধিনায়কের পরামর্শ নিতে দৌড়চ্ছেন বর্তমান ব্রাজিল অধিনায়ক। পরামর্শ চাইতে গেলে থিয়াগো সিলভাকে কাফু বলে দিচ্ছেন, “মাথা ঠান্ডা রাখো। দেখো, টিমেও যাতে শান্ত ভাবটা থাকে!”

১২ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কে, সবাই জানে। কিন্তু কে জানত, মাঠের যুদ্ধের আগেই ক্রোটরা এমন হুঙ্কার দিতে থাকবে? ক্রোয়েশিয়া ডিফেন্ডার লোভরেন যেমন শুনিয়ে রাখছেন, “ব্রাজিলকে আমরা মোটেও ভয় পাচ্ছি না।’’

লুইস গুস্তাভো চান, টুর্নামেন্ট শুরুর আগে যে ক’টা প্র্যাকটিস ম্যাচ খেলবে টিম, সব ক’টায় একশো শতাংশ দিয়ে ঝাঁপাতে। মনে করেন, একটা ম্যাচে হালকা দিয়ে উল্টো-পাল্টা কিছু ঘটে গেলে পরে তার প্রভাব পড়তে পারে। দাভিদ লুইজ আবার চোট-আঘাত লাগবে কি লাগবে না, এত সব নিয়ে ভাবছেন না। ব্রাজিল ডিফেন্সের স্তম্ভের সাফ কথা ফুটবলে ধাক্কাধাক্কি হবেই। সেটা সহ্য করতে হবে। না পারলে ফুটবল না খেলে টেনিস খেলা ভাল!

‘যুদ্ধং দেহি’-র আবহ বোঝা গেল কিছু?

ব্রাজিল টিমে নাকি এ বার তিন জন ক্যাপ্টেন। সরকারি ভাবে এক জনই। থিয়াগো সিলভা। কিন্তু সিলভা যে দু’জনকে মাঠে তাঁর সঙ্গে নেতৃত্ব দেওয়ার কথা বলছেন, তাঁরা দাভিদ লুইজ এবং ফ্রেড। প্রথম জন সিলভার কাছে চলমান ‘বিস্ফোরক’। কখনও কখনও এমন কড়া মেজাজ নিয়ে উপস্থিত হন, যা টিমের বাকিদের কাছে অপ্রত্যাশিত। দ্বিতীয় জনকে আবার সিলভার মনে হয়, ‘নিঃশব্দ ঘাতক’। যিনি চুপচাপ গোল করে যাওয়ার পাশাপাশি রেফারির উপর মনঃস্তাত্বিক চাপটাও ভাল তৈরি করতে পারেন। আর কোচ লুই ফিলিপ স্কোলারি? সিলভার কাছে ‘বিগ ফিল’ পিতৃসম।

“সব মিলিয়ে আমাদের টিমটা কিন্তু এ বার বাকিদের ভয় পাইয়ে দেওয়ার মতো। বিশেষ করে আমাদের ডিফেন্স। একটা সময় পর্যন্ত ব্রাজিলে ডিফেন্স বলে কিছু ছিল না। কিন্তু এখন ব্রাজিল ডিফেন্স নিয়ে ভালই কথাবার্তা হচ্ছে চার দিকে,” বলে দিয়েছেন ব্রাজিল অধিনায়ক। যিনি কয়েক দিন আগে আবার কথা বলে এসেছেন ২০০২-এর বিশ্বজয়ী ব্রাজিল অধিনায়ক কাফুর সঙ্গে। “আমি যদি বলি যে ঘরের মাঠে বিশ্বকাপ জেতার কথা ভাবছি না, সম্পূর্ণ মিথ্যে বলা হবে। প্রত্যেক মুহূর্তে সেটা ভাবছি। কিন্তু সবার আগে প্রয়োজন প্রথম ম্যাচটা নিয়ে ভাবা। আমি কাফুর সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন, শান্ত থাকতে। বিশ্বকাপ যখন, চাপটা মারাত্মক থাকবে। কিন্তু আমরা তাতে অভ্যস্ত। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে একটা টিম যখন নিঃশব্দ ঘাতক হয়ে দাঁড়ায়, অধিনায়কের কাজটা তখন আরও সহজ হয়ে যায়। আমাদের টিমটা তাই।”

পানামার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটা টিভিতে দেখেছেন সিলভা। খেলেননি। বলছেন, “প্রথমার্ধটা অত ভাল যায়নি। কিন্তু পরে একটা অন্য ব্রাজিল খেলতে শুরু করল। যারা কমপ্যাক্ট। স্কোলারি বলেছেন, এ বারের টিমটা যেন কমপ্যাক্ট হয়। ফাঁকফোঁকর যেন না থাকে। আমাদের সেটা দেখতে হবে। টুকটাক চোট-আঘাত থাকা সত্ত্বেও বলছি, যদি আমরা নিজেদের ক্ষমতা অনুযায়ী গুছিয়ে খেলতে পারি, কাপ জেতা কঠিন হবে না।”

যে লক্ষ্যপূরণের জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপাবেন বলে জানিয়ে দিচ্ছেন ব্রাজিল মিডফিল্ডার রামিরেজও। বলে দিচ্ছেন, টুর্নামেন্ট শুরু হলে তো কথাই নেই। প্র্যাকটিস ম্যাচেও কোনও প্রতিপক্ষকে এক ইঞ্চি জায়গা ছাড়া যাবে না। “আমাদের বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। প্র্যাকটিস ম্যাচে যে রকম জীবন দিয়ে খেলব, টুর্নামেন্টেও তাই।” অধিনায়ক-বর্ণিত ‘রগচটা’ লুইজের আবার শাসানি, “মার খাওয়ার ভয় থাকলে ফুটবল ছেড়ে টেনিস খেললেই হয়!”

ঘটনা হচ্ছে, বিশ্বকাপের প্রথম ম্যাচে এমন ‘মেজাজি’ ব্রাজিলকে সামলাতে হবে ভাবলে যে কোনও টিমেরই টেনশনে পড়ে যাওয়ার কথা। কিন্তু ক্রোয়েশিয়ার তাতে কোনও হেলদোল নেই! বরং ডিফেন্ডার লোভরেনের বক্তব্য, “উল্টো দিকে ব্রাজিল থাকলে অবশ্যই সেটা কঠিন ম্যাচ হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা ভয় পাচ্ছি না। বরং আত্মবিশ্বাসী। আমি তো বলব ব্রাজিলের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামাটা দুর্দান্ত ব্যাপার। আমরা জানি যে ওদের গোলাগুলি ছোঁড়ার লোক প্রচুর। কিন্তু সে সব নিয়ে ভয় পেয়ে কী হবে?”

কে কাকে শেষ পর্যন্ত ভয় পেল, কে শেষ পর্যন্ত কাকে ধ্বংস করে দিল, উত্তর পেতে পেতে ১২ জুন। মাঠের নব্বই মিনিটে ব্রাজিলের বিরুদ্ধে ক্রোয়েশিয়া কী করবে জানা নেই। কিন্তু একটা কথা বোধহয় বলে দেওয়াই যায়।

মাঠের বাইরের যুদ্ধটা নেইমারদের সঙ্গে সমানে-সমানেই লড়ছে দাভর সুকেরের দেশ!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifa world cup neymar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE