Advertisement
০৩ মে ২০২৪

কোমা থেকে জেগে ওঠা ভক্তের সঙ্গে দেখা করলেন রোনাল্ডো

গোল কম করেননি। কিন্তু নভেম্বরে সুইডেনের বিরুদ্ধে হ্যাটট্রিক হয়তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রিয় মুহূর্তের মধ্যে থাকবে। ওই হ্যাটট্রিকেই যে এক খুদে সমর্থককে তিন মাসের কোমা থেকে জেগে উঠতে সাহায্য করেছিলেন পর্তুগাল মহাতারকা। ছোট্ট ডেভিড গত অগস্টে সাইকেল চালানোর সময় গাড়ি দুর্ঘটনায় পড়েছিল। হাসপাতালে নিয়ে গেলেও ১৪ বছরের ডেভিডকে কোমায় চলে যাওয়া থেকে আটকানো যায়নি। একমাত্র ভরসা ছিল ‘সাউন্ড থেরাপি’।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৪ ০২:৪৪
Share: Save:

গোল কম করেননি। কিন্তু নভেম্বরে সুইডেনের বিরুদ্ধে হ্যাটট্রিক হয়তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রিয় মুহূর্তের মধ্যে থাকবে। ওই হ্যাটট্রিকেই যে এক খুদে সমর্থককে তিন মাসের কোমা থেকে জেগে উঠতে সাহায্য করেছিলেন পর্তুগাল মহাতারকা।

ছোট্ট ডেভিড গত অগস্টে সাইকেল চালানোর সময় গাড়ি দুর্ঘটনায় পড়েছিল। হাসপাতালে নিয়ে গেলেও ১৪ বছরের ডেভিডকে কোমায় চলে যাওয়া থেকে আটকানো যায়নি। একমাত্র ভরসা ছিল ‘সাউন্ড থেরাপি’। রিয়াল মাদ্রিদ আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্তকে তাই পর্তুগাল-সুইডেন ম্যাচের রেডিও সম্প্রচার শোনানোর ব্যবস্থা করেছিলেন তার বাবা-মা। রোনাল্ডোর হ্যাটট্রিকের গোলের পরই তাঁরা অবাক হয়ে দেখেন, ছেলে কোমা থেকে জেগে উঠেছে। পোলিশ মিডিয়ায় এই খবর প্রচার হতেই রোনাল্ডোর নজরে পড়ে। তিনি রিয়াল-বরুসিয়া ম্যাচে ডেভিড ও তাঁর পরিবারকে আমন্ত্রণ জানান।

ডেভিডের মা ইসাবেলা বলেন, “যখন ডেভিডকে বললাম আমরা মাদ্রিদে যাচ্ছি রোনাল্ডোর সঙ্গে দেখা করার জন্য, ওর কান্না থামছিলই না। এর আগে বহু বার মাদ্রিদে যাওয়ার বায়না করেছে। সেই আবদার যে এ ভাবে স্বয়ং রোনাল্ডোর আমন্ত্রণে পূরণ হবে, বিশ্বাসই করতে পারছিল না।” গত সপ্তাহে বরুসিয়ার বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচের পর ডেভিডের সঙ্গে দেখা করেন রোনাল্ডো। তাকে জড়িয়ে ধরে রিয়ালের জার্সি উপহার দিয়ে দ্রুত আরোগ্য কামনা করেন সিআর সেভেন। তার সঙ্গে ভক্তের আবদারে একসঙ্গে ছবি তোলা, অটোগ্রাফ দেওয়া তো ছিলই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ronaldo coma fan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE